কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো লিখতে পারিনা বলে-ই আমি ব্লগ রিডার। টেকটিউনে নিবন্ধিত হওয়ার প্রায় দু্ই বছর পর আজেকে সাহস করে লিখতে বসলাম। নিজের ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব। আমার কাছে এর প্রমান আমি নিজেই। আজকে আমি ফটোসপ টিয়োটোরিয়াল নিয়ে টিউন করলাম । আর সত্য বলতে টেকটিউনে নিবন্ধিত হওয়ার সেময়ে ও আমি জানতাম না গ্রাফিক ডিজাইন বা ফটোসপ কি? কিন্তু আজ আমি প্রফেশনাল গ্রাফিক ডিজা্নিার। আর তা সম্ভব হয়েছে্ ইন্টিারনেট এর কল্যানে। সব সময় আপডেট থাকার জন্য আমি ফেসবুকে ফলো করেছি টেকটিউন, এডোবির সকল পেজ, ও বিখ্যাত কিছু টিউটোরিয়াল পেজ। ইউটিউবে মিউজিক এর পাশা পাশি ব্রাউজ করেছি টিউটোরিয়াল। যার ফলে অল্প সময়ে হয়েছি সফল ও সাবলম্বী। লেখা-পড়ার পাশা পাশি জব করতেছি। আর আমি নিজেকে খুব্ই ভাগ্যবান মনেকরছি যে টেকটিউন শিখিয়েছে অনেক কিছু, অনুপ্রানিত করেছে প্রতিটি মুহূর্তে। এপ্রিল 2010 থেকে আজ পর্যন্ত এই অল্প সময়ে আমি শিখেছি ফটোসপ, ইলাষ্ট্রেটর, আফটার ইফেক্ট, ড্রিমওয়েভার এবং সনি ভেগাস। ফটোসপ ও ইলাষ্ট্রেটরে তুলনা মুলক দক্ষতা ভালো বলে এ্ দু্ইটি প্রোগ্রাম নিয়ে টিউটোরিয়াল করতেছি। পর্যায়ক্রমে অপর তিনটি প্রোগ্রাম নিয়ে ও টিয়োটোরিয়াল করবো আশা করি। আমার শেখা সাবটুকুই শেয়ার করবো আপনাদের সাথে। টিউটোরিয়াল করার ক্ষেত্রে আমি উপস্থাপন করবো আমার জানা সবচেয়ে সহজ উপায়। তবে আপনারা শিখতে যেভাবে অনুপ্রানিত করেছেন, শিখাতে ও সে রকম অনুপ্রানিত করবেন বলে আশা করি। আমার সকল টিউটোরিয়াল ফেসবুক ফেন পেজ ও ইউটিউব সেনেলে প্রকাশিত হবে। আপনারা আমাকে ফটোসপ ও ইলাষ্ট্রেটর নিয়ে যে কোন টেউটোরিয়াল এর জন্য আনুরোধ করতে পারেন ফেসবুকে অথবা ইউটিউবে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি তা শেয়ার করা যায় আপনার সাথে। আর হাঁ যাদের বেন্ডউইথ ভালো তারা HD ভিডিও কালেক্ট করতে পারেন। আমার সকল টিউটোরিয়াল 720p HD ফর্মেটে এনকোড ও রেন্ডার করা। এখানে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল শেয়ার করা হল, এই টিউটোরিয়াল থেকে আপনি জানতে পারবেন কি ভাবে খুব সহজে ও অল্প সময়ে আপনার ফটোগ্রাপ থেকে অপ্রয়োজনীয় দাগ মুছেফেলবেন।
আপনার মূল্যবান সময় নষ্ট করে লেখাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। লেখায় অনাকাঙ্খিত ভুল ও প্রঞ্জল না হওয়ায় দুঃখিত।
ফেসবুক পেজ: Facebook
ইউটেউব চেনেল: YouTube
আমি Abu Naser। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 37 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.tejpatabd.co.cc
http://www.torrentbd.com
এই সাইটে torrent আপলোড দিন PLZ