উবুন্টুতে (কাস্টমাইজড ভার্সন শিশির) এ গ্রামীণ ফোনের মডেম ইনস্টল করা

কয়েকটি সহজ ধাপে উবুন্টুতে গ্রামীন ফোনের মডেম ইনস্টল করা যায়।

এজন্য প্রথমে-
* মডেমটি ইউএসবি পোর্টে লাগাতে হবে।
* উপরে ডান পাশে নেটওয়ার্ক কানেকশনের আইকনে ক্লিক করতে হবে। একটি অপশন আসবে।

মনিটরে নেটওয়ার্ক কানেকশনের অবস্থান

*ভিপিএন কানেকশনে ক্লিক করতে হবে। কনফিগার ভিপিএন এ ক্লিক করতে হবে।

কনফিগার ভিপিএন এ ক্লিক করতে হবে

*নেটওয়ার্ক কানেকশন নামে একটি ডায়লগ বক্স আসবে।

মোবাইল ব্রডব্যান্ড এ এড করতে হবে

*এখানে Mobile Broadband ট্যাব এ ক্লিক করতে হবে। এবার Add এ ক্লিক করতে হবে। *সেটআপ এ মোবাইল ব্রডব্যান্ড কানেকশনের forward এ ক্লিক করতে হবে।‌

ফরোয়ার্ড এ ক্লিক করতে হবে

*দেশ সিলেক্ট এর একটি অপশন আসবে। এখানে বাংলাদেশ নির্বাচন করে দিতে হবে।

দেশ সিলেক্টর আসবে

বাংলাদেশ নির্বাচন করতে হবে

*forward এ ক্লিক করতে হবে।

গ্রামীন বাংলালিংক বা যেটি ব্যবহার করা হবে তা নির্বাচন করতে হবে

*আবারো forward এ ক্লিক করতে হবে।

কনফার্ম করে ফরোয়ার্ড করতে হবে

*এখন apply এ ক্লিক করতে হবে।

এপ্লাই করতে হবে


*আবারো apply এ ক্লিক করতে হবে। এখানে কোন পরিবর্তন করা যাবেনা। (গ্রামীনের ক্ষেত্র)

ক্লোজ করতে হবে

*ডায়লগ বক্সটি close করে দিতে হবে।

কানেকশন দেয়া হচ্ছে

*পর্দার উপরে ডান কোনের দিকে নেটওয়ার্ক কানেকশনে ক্লিক করলে grameen phone default 1 দেখা যাবে। এতে ক্লিক করলে কানেকশন পাওয়া যাবে।

*কানেকশন বন্ধ করতে চাইলে আবারো grameen phone default 1 এ ক্লিক করতে হবে।

কানেকশন বন্ধ করতে এখানে ক্লিক করুন


(এখানেও দেখতে পারেন)

Level 0

আমি মুশফিকুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শিক্ষার সকল স্তরে চাই আইসিটি, ঘুরে আসুন আমার ভুবন থেকে http://mushfiqur-rahman.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুধু গ্রামীনফন কেন বাই বাংলালিংক আর রবি কই যাইব ?????? HUAWEI BRAND এর না হলে কি হবে না
ZTE হোলে হোবে না বাই ? আমি বাংলালিংক মোডেম ব্যাবহার করি তাই বল্লাম বাংলালিংক মোডেম ZTE Branden এর আমি কি ZTE ব্যাবহার করতে পারবো ???????????????????????????? মুশফিকুর বাই

    @RASHADUL:
    একই ভাবে করে দেখতে পারবেন। শুধু যে ধাপে গ্রামীন সীম নির্বাচন করতে বলা হয়েছে সেখানে বাংলালিংক সিলেক্ট করে দেখেন কাজ হবে।

    @RASHADUL: না পারলেও ব্যবস্থা করে দিব

    @RASHADUL:
    আমি বাংলালিংকের মডেম ইউজ করিনি, তবে গ্রামীনের মতো করে দেখতে পারেন, না হলে কি সমস্যা দেখায় তার স্কীন শট দিয়েন, দেখি সমাধান করা যায় কিনা?

Level 0

আমার মোডেমতো zte এর সফটওয়্যার কি কাজ করবে ?

Ultra Zoom Chalabo ki Bhave?

    @সুব্রত:
    জুম আল্টাও গ্রামীনের মতই একই ভাবে কাজ করবে।

      Level 0

      জুম আল্টা গ্রামীনের মতই একই ভাবে কাজ করবে না।

গ্রামীন বলে কথানেই সব চলে আমি দেখছি

মিন্ট না উবুন্টু