ফটোশপ জোনঃ পর্ব-৩১: ফটোশপে তৈরি করুন বই (১)

ফটোশপ জোন

বন্ধুরা বই পড়তে অনেকেই খুব পছন্দ করি। কিন্তু কেমন হয় যদি নিজের মনে মত করে একটি বই তৈরি করা যায়। চলুন বন্ধুরা, আজ আমরা সেই কাজটিই করি ফটোশপের মাধ্যমে।

প্রথমে নিচের মত সেটিংবিশিষ্ট একটি ডকুমেন্ট খুলুন।

bookcover নামে নতুন একটি লেয়ার তৈরি করুন।

এবার rectangle tool দিয়ে নিচের মত তৈরি করি।

এবার এই লেয়ারটি ডুপ্লিকেট করে নিচের মত করুন।

নতুন আরেকটি লেয়ার তৈরি করুন যেনো লেয়ার দুইই আগের দুইটি rectangle shape তৈরি করা লেয়ারের নিচে স্থাপন করুন। লেয়ারটির নাম দিন middle

এই লেয়ারে নিচের মত করে একটি বাদামী রঙের rectangle shape তৈরি করুন।

middle লেয়ারের ঠিক উপরে আরো দুটি লেয়ার তৈরি করুন এবং এদের প্রত্যেকটিতে নিচের মত করে আরো দুটি বাদামী রঙের rectangle shape তৈরি করুন।

এখন এই লেয়ার দুইটিতে নিচের মত bevel and emboss প্রয়োগ করুন।

ফলে এই দুটি লেয়ারে তৈরি করা শেপে নিচের মত দেখতে পাবেন।

বন্ধুরা, হাঁপিয়ে উঠেছেন ? ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারো নিয়ে আসব আপনাদের সামনে ফটোশপের পসরা। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বাহ্ সুন্দর

    Level 0

    🙂 ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।

ভালো লাগলো। সুন্দর।

Level 0

আমারও কমেন্টটা ভাল্লাগলো। ধন্যবাদ।

ভাইজান বক্স বানামু, আর বক্সের গায়ে টেক্সচার দিমু, মানে সফটওয়্যার এর প্যাক যেমন হয়। এরকম টিউন আছে? থাকলে আপনার লিঙ্ক দেন নাইলে লিখে ফেলেন একটা 🙂

    Level 0

    হুম করা যায়, ওকে এ ধরনের টিউন হয়ে গেল বলে ইনশা আল্লাহ।

অনেক সুন্দর হয়েছে মিঠু ভাই, ্আপনার ফটোশপের টিউন দেখে দেখে কাজ শেখার চেষ্টা করছি চালিয়ে যান ।

    Level 0

    🙂 ধন্যবাদ।

      Level 2

      @MITHU: brother i have sent to you a mail on gmail.pls answer me.i am waiting

      Level 0

      আমি অলরেডি আপনার একটা মেইল পেয়েছি এবং তার উত্তর ও দিয়ে দিয়েছি, মেইল চ্চ করুন।