গতকালের করা টিউনটি ছিল টেকটিউনসে আমার প্রথম টিউন আর তা ছিল একটি মুভি ফাইলকে কীভাবে 300MB থেকে উর্ধে 400MB MKV ফাইলে রুপান্তর করা যায় প্রসঙ্গে । টিউনটিতে শাকিল ওয়াহিদ নামের একজন টিউনার "Handbrake" সফটওয়্যারটির কথা উল্লেখ করেন । হয়তোবা "Handbrake" সফটওয়্যারটি নিয়ে এখনো কোন প্রকার টিউন করা হয়নি ... এ জন্যেই আজকের আমার এই টিউনটি যাবে "HandBrake" সফটওয়্যারটি নিয়ে । তবে এই টিউনটির আইডিয়াটা শাকিল ওয়াহিদ ভাইয়ের কাছ থেকেই পেয়েছি । ধন্যবাদ শাকিল ভাই ।
গতকালের MeGUI সফটওয়্যারটি ছিল MKV কনভার্টের ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ দেয়া একটি সফটওয়্যার । তবে আপনারা যারা টিউনটি পড়েছেন তারা লক্ষ করেছেন যে সফটওয়্যারটি একা একা চলেনা ... সে তিনে মিলে করি কাজে বিশ্বাসী একটি সফটওয়্যার । অবশ্য বলা যেতে পারে "ভালো জিনিসের ঝামেলা একটু বেশি হতেই পারে ।' তবুও বাজারে যেমন সব কিছুর বিকল্প হিসেবে চাইনিজ সামগ্রী পেয়ে থাকি আমরা, যেটা হয় একেবারেই হ্যান্ডি তেমনই একটি সফটওয়্যার হচ্ছে "Handbrake" । চাইনিজ বলেছি বলেই ভাববেন না সফটওয়্যারটির গুনগত মান খারাপ । সফটওয়্যারটি গুনগত মানের বিষয়ে কোন দিক থেকে সামান্যতমও খারাপ নয় । সফটওয়্যারটি ব্যাবহার করা খুবই সহজ দেখেই এ কথা বলছি । যারা সফটওয়্যারটি ব্যাবহার করেছেন তারা তো জানেনই; আর যারা জানেন না তাদের জন্য বলছি, 'এই বিষয়টা আমি আপনাদের বুঝিয়েই দেব" । অনেক হল কথা ...। চলুন তাহলে শুরু করি ।
প্রথমেই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ইন্সটল করে রান করুন ।
সফটওয়্যারটির হোম স্ক্রিন এরকমঃ
এরপর আপনাকে Source এ ক্লিক করে আপনার ভিডিও ফাইলটি হার্ড ডিস্ক থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে । ছবিটি দেখুনঃ
এরপর Destination এর File গ্যাপে যেয়ে ব্রাউজ করুন ঠিক কোন স্থানে আপনি কনভার্টেড ফাইলটি রাখতে চান। নিচের ছবিটিতে লক্ষ করুনঃ
যখন আপনি Brows এ ক্লিক করবেন তখন নতুন উইন্ডোতে নিচের মত একটি অংশ থাকবেঃ
ফাইল নেইমের যায়গায় আপনার ফাইলের নাম লিখুন এবং Save as type এর স্থানে mp4 এর স্থানে mkv সিলেক্ট করুন । আপনি যদি এখানে mp4 টাইপটিই রেখে থাকেন তাতেও কোন সমস্যা নেই । সফটওয়্যারটির হোমপেইজে নিচের জায়গাটিতে MKV সিলেক্ট করুন ।
এখানে MKV সিলেক্ট করার পর পরই শেষ হয়ে গেল আপনার INITIAL কাজ । এবার নিচের চিত্রে লক্ষ করুনঃ
এই অংশটি আপাতত খালি রাখুন । অথবা আপনি ইচ্ছে করলে Width র Height কাস্টোমাইজ করএ নিতে পারেন । তবে আমি বলব অরিজিনাল ফাইলটির সোর্সের সাইজটিই এখানে ডিফল্ট হিসেবে রেখে দিন । তারপর Video ট্যাবে ক্লিক করুন । নিচের ছবির মত সাবউইন্ডো আসবে ।
এই জায়গাটায় 2-Pass Encoding-এ টিক দিন । আর Quality'র ক্ষেত্রে Target Size 300Mb** দিন । এবার Audio ট্যাবটিতে ক্লিক করুন । নিচে দেখুনঃ
আমি অডিওতে উপরের কনফিগারেশনে কাজ করেছি । অডিও রেট টা আমি কমাই নি । আপনারা এখানে ইচ্ছে করলে অন্যান্য অপশনে কাজ করতে পারেন । হয়তোবা নতুন কিছু আমাদের জানাতে পারবেন ।
এবার আপনাকে যা করতে তা হবে মাউসটির কার্সরটি Start অপশনের উপর নিয়ে গিয়ে একটি বার ক্লিক করতে হবে । সুবিধার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
ব্যাস ...। শুরু হয়ে গেল ।
আশা করি অনেক সহজ লেগেছে ??
** Video ট্যাবে Quality'র ক্ষেত্রে Target Size আমি 300 দিতে বলেছি । আমার মতে একটি হিন্দি ছবির জন্য 400-45 MB, এবং ইংরেজী ছবির ক্ষেত্রে 300-350MB রাখলে ফলাফল সবচাইতে ভালো পাওয়া যাবে।
এই কাজটি করেও আমি ভালো ফল পেয়েছি । সমস্যা হয়নি । আপনাদের সমস্যা হলে আমি পারলে তো বলবোই, আর তাছাড়া শাকিল ভাই তো আছেনই ।
আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)
Movie er quality kome jabe na?