300MB MKV ফাইল সংরক্ষনের অন্য একটি নিয়ম জেনে নেই …।

গতকালের করা টিউনটি ছিল টেকটিউনসে আমার প্রথম টিউন আর তা ছিল একটি মুভি ফাইলকে কীভাবে 300MB থেকে উর্ধে 400MB MKV ফাইলে রুপান্তর করা যায় প্রসঙ্গে । টিউনটিতে শাকিল ওয়াহিদ নামের একজন টিউনার "Handbrake" সফটওয়্যারটির কথা উল্লেখ করেন । হয়তোবা "Handbrake" সফটওয়্যারটি নিয়ে এখনো কোন প্রকার টিউন করা হয়নি ... এ জন্যেই আজকের আমার  এই টিউনটি যাবে "HandBrake" সফটওয়্যারটি নিয়ে । তবে এই টিউনটির আইডিয়াটা শাকিল ওয়াহিদ ভাইয়ের কাছ থেকেই পেয়েছি । ধন্যবাদ শাকিল ভাই ।

গতকালের MeGUI সফটওয়্যারটি ছিল MKV কনভার্টের ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ দেয়া একটি সফটওয়্যার । তবে আপনারা যারা টিউনটি পড়েছেন তারা লক্ষ করেছেন যে সফটওয়্যারটি একা একা চলেনা ... সে তিনে মিলে করি কাজে বিশ্বাসী একটি সফটওয়্যার । অবশ্য বলা যেতে পারে "ভালো জিনিসের ঝামেলা একটু বেশি হতেই পারে ।'  তবুও বাজারে যেমন সব কিছুর বিকল্প হিসেবে চাইনিজ সামগ্রী পেয়ে থাকি আমরা, যেটা হয় একেবারেই হ্যান্ডি তেমনই একটি সফটওয়্যার হচ্ছে "Handbrake" । চাইনিজ বলেছি বলেই ভাববেন না সফটওয়্যারটির গুনগত মান খারাপ । সফটওয়্যারটি গুনগত মানের বিষয়ে কোন দিক থেকে সামান্যতমও খারাপ নয় । সফটওয়্যারটি ব্যাবহার করা খুবই সহজ দেখেই এ কথা বলছি । যারা সফটওয়্যারটি ব্যাবহার করেছেন তারা তো জানেনই; আর যারা জানেন না তাদের জন্য বলছি, 'এই বিষয়টা আমি আপনাদের বুঝিয়েই দেব" । অনেক হল কথা ...। চলুন তাহলে শুরু করি ।

প্রথমেই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ইন্সটল করে রান করুন ।

সফটওয়্যারটির হোম স্ক্রিন এরকমঃ

Handbrake 1

এরপর আপনাকে Source এ ক্লিক করে আপনার ভিডিও ফাইলটি হার্ড ডিস্ক থেকে ব্রাউজ করে সিলেক্ট করতে হবে । ছবিটি দেখুনঃ

২

এরপর Destination এর File গ্যাপে যেয়ে ব্রাউজ করুন ঠিক কোন স্থানে আপনি কনভার্টেড ফাইলটি রাখতে চান। নিচের ছবিটিতে লক্ষ করুনঃ

৩

যখন আপনি Brows এ ক্লিক করবেন তখন নতুন উইন্ডোতে নিচের মত একটি অংশ থাকবেঃ

দ

ফাইল নেইমের যায়গায় আপনার ফাইলের নাম লিখুন এবং Save as type এর স্থানে mp4 এর স্থানে mkv সিলেক্ট করুন । আপনি যদি এখানে mp4 টাইপটিই রেখে থাকেন তাতেও কোন সমস্যা নেই । সফটওয়্যারটির হোমপেইজে নিচের জায়গাটিতে MKV সিলেক্ট করুন ।

দ্ভ

এখানে MKV সিলেক্ট করার পর পরই শেষ হয়ে গেল আপনার INITIAL কাজ । এবার নিচের চিত্রে লক্ষ করুনঃ

স

এই অংশটি আপাতত খালি রাখুন । অথবা আপনি ইচ্ছে করলে Width র Height কাস্টোমাইজ করএ নিতে পারেন । তবে আমি বলব অরিজিনাল ফাইলটির সোর্সের সাইজটিই এখানে ডিফল্ট হিসেবে রেখে দিন । তারপর Video ট্যাবে ক্লিক করুন । নিচের ছবির মত সাবউইন্ডো আসবে ।

দ

এই জায়গাটায় 2-Pass Encoding-এ টিক দিন । আর Quality'র ক্ষেত্রে Target Size 300Mb** দিন । এবার Audio ট্যাবটিতে ক্লিক করুন । নিচে দেখুনঃ

দ

আমি অডিওতে উপরের কনফিগারেশনে কাজ করেছি । অডিও রেট টা আমি কমাই নি । আপনারা এখানে ইচ্ছে করলে অন্যান্য অপশনে কাজ করতে পারেন । হয়তোবা নতুন কিছু আমাদের জানাতে পারবেন ।

এবার আপনাকে যা করতে তা হবে মাউসটির কার্সরটি Start অপশনের উপর নিয়ে গিয়ে একটি বার ক্লিক করতে হবে । সুবিধার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুনঃ

ব্যাস ...। শুরু হয়ে গেল ।
আশা করি অনেক সহজ লেগেছে ??

** Video ট্যাবে Quality'র ক্ষেত্রে Target Size আমি 300 দিতে বলেছি । আমার মতে একটি হিন্দি ছবির জন্য 400-45 MB, এবং ইংরেজী ছবির ক্ষেত্রে 300-350MB রাখলে ফলাফল সবচাইতে ভালো পাওয়া যাবে।

এই কাজটি করেও আমি ভালো ফল পেয়েছি । সমস্যা হয়নি । আপনাদের সমস্যা হলে আমি পারলে তো বলবোই, আর তাছাড়া শাকিল ভাই তো আছেনই ।

Level 0

আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Movie er quality kome jabe na?

    @Shemul49rmc: বেসিক্যালি কমে যাওয়াই তো উচিত । এবং কমেও থাকে । তবে ভিসুয়্যালি প্রায় কমেই না । ট্রাই করে দেখুন । You’ll love it for sure..

    @Shemul49rmc: টিউনের ৫নং স্ক্রীনশটটি দেখুন। সেখানে Target Size (MB): তে কিছু না লিখে Constant Quality: সিলেক্ট করে কনভার্ট করলে ভিডিও কোয়ালিটি সামান্য পরিমাণও কমবেনা। বরং কনভার্ট করার পর কোনটি আসল মুভি আর কোনটি কনভার্ট করা মুভি তা পার্থক্য করতে আপনি নিজেও সমস্যায় পড়ে যাবেন। কিন্তু মুভির সাইজ ৫০% এরও বেশি কমে যাবে।

প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনার টিউনে আমাকে স্মরণ করার জন্য।
কিন্তু আপনি টিউনটিতে দারুন একটি জিনিস খুবই মিস করেছেন। তা হল, মুভি কনভার্ট করার সময় একই সাথে মুভির সাবটাইটেল চিরস্থায়ীভাবে যুক্ত করা। যা কিন্তু আমি আমার পোস্টে বলেছিলাম।
আর আপনারাও চাইলে তা দেখে নিতে পারেন – http://for-tech-lovers.blogspot.com/2011/09/reduce-50-file-size-from-movie-without.html

রুমার ভাই, টিউনটির জন্য অশেষ ধন্যবাদ। ধারাবাহিকভাবে চালিয়ে যান। আর আমরা তো আছিই আপনার সাথে।

    @Shakil Wahid: শাকিল ভাই, আপনার মন্তব্যর জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি । সাবটাইটেলের ব্যাপারটা আমি আসলে ইচ্ছে করেই বাদ দিয়েছি । কেননা, চিরস্থায়ি সাবটাইটেল অনেকেই আপছন্দ করে থাকেন । এছাড়াও, আপনি নিশ্চয়ই জানেন যে একটি ফোল্ডারে আমি একটি ছবি রাখলাম যার নাম ধরুন Robot.avi ( যে কোন এক্সটেনশনের ফাইল ) , এবং সাবটাইটেলের ফাইল রাখলাম Robot.srt ( মানে একই নামে ) ; তাহলে যে কোন মিডিয়া প্লেয়ার দিয়ে মুভির ফাইলটি ওপেন করলেই প্লেয়ারটি অটোমেটিক সাবটাইটেল ফাইলটি নিয়ে নেয় । যাই হোক, এটা আমরা সবাই জানি ।

    অনেকেই হয়ত জানেন না যে KM-pleyar দিয়ে এই সাবটাইটেল ফাইল ছোট-বড় করে দেখা যায় । এবং এর সুবিধাটাও অনেক । কিন্তু আমি যদি সাবটাইটেল চিরস্থায়ী সংযুক্ত (hardrip) করে দেই তবে এই সুবিধাটা পাওয়া যাবেনা । আর একটি সাবটাইটেল ফাইল হয় ১০-৬০kb’র মাঝে । তাই আমি পার্সোনালি কোন ছবিতে সাবটাইটেল দেখতে চাইলে এভাবেই দেখে থাকি …।

    আর আপনার কমেন্ট দেখে তো নিশ্চয়ই সবাই বুঝতে পারবে যে সাবটাইটেল কীভাবে যোগ করা যায়, তাই আমি আর বলে দিলাম না ।

    সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি …
    আশা করি সবসময়ই পাশে পাব ।

      @রুমার: আপনার সাথে আমি ১০০% একমত।

      @রুমার: mkv ফরম্যাটে তো ছবির উপর ছাপ না মেরেও চিরস্থায়ী ভাবে সাবটাইটেল ঢুকিয়ে দেয়া যায়, যা ছোট/বড় বা হাইড করা যাবে। এজন্য megui তে ফাইল সাইজ নির্ধারণ করার সময় add additional content চেকবক্সে টিক দিয়ে srt ফাইল দেখিয়ে দিতে হবে।
      আর অন্য যে কোনভাবে কনভার্ট করা mkvতে এই সাবটাইটেল ঢুকাতে হলে mkvmerge টুলটি ব্যবহার করতে পারেন, যা megui এর সাথেই পাওয়া যায় (megui/tool/mkvmerge এই ফোল্ডারে)। অথবা আলাদাভাবে নামিয়েও নিতে পারেন।

গত কালকেরটা থেকে আজকেরটা খূব ভাল হয়েছে এটা খুব সহজ। ধন্যবাদ।

রুমার আপনার টিউনটা অনেক ভাল হয়েছে।এই সফটওয়্যার নিয়ে আলোচোনা করার জন্য আপনাকে ধন্যবাদ।
আর আপনাকে একটা কথা বলি।এখনকার সময়ে যারা টপ ক্লাস মুভি রিপার তাদের মধ্যে আমি কয়েকজনের সাথে কথা বলেছি।যেমন stylishsalay,yify,riddleA এরা সবাই মুভি রিপ করার জন্য এই handbrake সফটওয়্যারটি ব্যাবহার করে।তারা বলেছে এই সফটওয়্যারটি বাজারের অন্য সব সফটওয়্যার থেকে অনেক ভাল।
তাই আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই সফটওয়্যারটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

    stylishsalah হবে।বানান ভুল করেছি।সরি।

    @সাবিহা: আপনাকেও অশেষ ধন্যবাদ । আর এই ধন্যবাদকে ভাগ করে দিচ্ছি আমার একজন বন্ধু ( যে আমাকে সফটওয়্যারটি দিয়েছিল ) এবং শাকিল ওয়াহিদ ভাইয়ের মাঝে ( যার কাছ থেকএই সফটওয়্যারটি নিয়ে টিউন করার চিন্তাটা নেয়া ) …………………………।। 🙂

আমি এধরনের একটা mkv কনভার্টার খুজছিলাম। আপনাকে শেয়ার করার জন্য ধন্যবাদ।

    @সোহাগ: মনে রাখবেন, কনভার্টার হাজার ধরনের আছে … কিন্তু সবচাইতে ভালো গুলো আছে টেক টিউনসের টিনারদের কাছে 😉

thanks vai its effective one…………

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য

ধন্যবাদ

vai apnar ager tune tir link ta dile valo hoto

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ.

Level 0

ভাই এটার জন্য কি netframework লাগবে নাকি?? সফটওয়ারটা রান করালেই netframework নিয়ে একটা মেসেজ আসে

    @Muntaka: আমার পিসিতে netframework 4.0 ইন্সটল করাই আছে । তাই হয়তো আমারটায় চায়নি । আপনি আপনার নেট ফার্ম ওয়্যারের ভার্শনটি আপডেট করে দেখুন অথবা ইন্সটল করা না থাকলে ইন্সটল করে নিন ।

অনেক দিন ধরে চাচ্ছিলাম এমন একটা টিউন হোক ……………….ধন্যবাদ………….অসংখ ধন্যবাদ

Level 0

vai apnar contact number ta jodi diten .plz..plz..plz…….ami ai mkv nie gobeshona korse onek din jabot but kono perfact result passina ……..

Level 0

pc kenar somoy je ai mkv gan gulo dey ………..mkv format gan convert korar original software tar nam ki .?aj porjonto oneker kase jigges koresi keoi bolte parena ami onek ghujesi…..ami bcs computer city (idb)… te akta company te job kori amar office je enginear takeo jigges koresi seo bolte parena khujeo ber korte parlona……………oneker kas theke onek software ar name sunesi but original gan moto hoyna…………..

Level 0

Excellent Tune…. Thanks … 🙂

আমি Download করতেছি…
আসা করি Software টা মনের মত হবে ।
যাক, লিখা টা অনেক ভাল হইছে ।
ধন্যবাদ

Software টা অনেক অনেক Slow কাজ করে কিন্তু খুবই ভাল Video Convert করে …
আপনাকে অনেক ধন্যবাদ ।