জেনে নিন 300MB-400MB MKV ফরম্যাটের ভিডিও সংরক্ষনের নিয়ম ….

এই সাইটে আমি আজই প্রথম পোষ্ট করছি । সাইটটিতে অনেক ভালো ভালো টিউনার রয়েছেন । এবং আমি বেশ কিছুদিন ধরেই তাদের টিউন গুলো থেকে অনেক অনেক কিছু জানতে পারছি । আর এখানে অনেকেই তো নিজ প্রচেষ্টায় টিউন করে থাকেন, তাই কালেকশন করা এই টিউনটি আপনাদের সাথে শেয়ার করতে একটু-আধটু ভয় হচ্ছে । যাই হোক, প্রথম পোষ্ট/ টিউন হিসেবে আমার ত্রুটি গুলো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন । 

আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা প্রত্যেকেই বেশ কিছু মুভি আমাদের ইন্টারনাল/এক্সটার্নাল হার্ড ডিস্ক অথবা সিডি-ডিভিডিতে সংগ্রহ করে থাকি । কারওবা সংগ্রহে থাকে অনেক অনেক মুভি আর কারও বা হাতে গোনা কয়েকটি । তা যাই হোক, মেইন কথা হচ্ছে আমরা মুভি কালেকশন করে থাকি । আর কালেকশন করার ক্ষেত্রে আমাদের মাথায় যে জিনিসটি রাখি তা হচ্ছে “ভালো কোয়ালিটি” এবং “কম স্পেস” । আর এক্ষেত্রে সবচেয়ে ভালো ফরম্যাট হচ্ছে MKV (Matroska)। আমি অনেক দিন ধরেই বহু বহু সফটওয়্যার খুঁজেছি, ব্লগ পড়েছি কিন্তু কেন যেন আসি আসি করেও চোখের সামনে কায়দাটা আসেনি । হঠাৎ আজ পেয়ে গেলাম এবং নিজে ট্রাই করে দেখলাম ...। ঠিক যেমনটি চেয়েছিলাম ...। তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ কিছুতেই সামলতে পারলাম না ...। যারা জানেন তো জানেনই, যারা জানেন না – তাদের জন্যই এই পোষ্ট । আর এই বিষয়ক টিউন আগে হয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি ।

300- 400 MB mkv ফরম্যাটের জন্য আমাদের যা যা লাগবে ...

1. K-Lite Codec ( ডাউনলোড করুন )
2. MeGUI  ( ডাউনলোড করুন )
3. AviSynth ( ডাউনলোড করুন )


K-Lite Codec সফটওয়্যারটি আমারা প্রায় সবাই ব্যাবহার করে থাকি । এই কোডেকটি কম্পিউটারে ইন্সটল করা থাকলে সব ফরম্যাটের অডিও এবং ভিডিও আপনি আপনার মিডিয়া প্লেয়ার দিয়ে প্লে করতে পারবেন । উপোরোক্ত সফটওয়্যার গুলো থেকে 1 ও 3 ইন্সটল করি । আর MeGUI সফটওয়্যারটি ZIP ফাইল হিসেবে থাকবে তাই এটি Extract করলেই হবে। এবার হবে মূল কাজ শুরু ।

MeGUI.exe ফাইলটিতে ডাবল ক্লিক করতে হবে ...। নিচের ছবির মতো একটি উইন্ডো আসবে । সফটওয়্যারটি আপডেট ফাইল শো করবে । আপডেট দিন ।

১

এই উইন্ডোটি আসার পর কিবোর্ডে Ctrl + R চাপুন । এতে Avisynth Script creator চালু হবে ঠিক নিচের ছবিটির মত ।

2

এখন Vedio Input অপশনে আপনি আপনার হার্ড ডিস্ক ড্রাইভের কোন ড্রাইভ থেকে কোন ছবিটি আপনি কনভার্ট করতে চান তা ব্রাউজ করুন । মনে রাখবেন এক্ষেত্রে আপনি যে মুভিটি সিলেক্ট করবেন সেটি অবশ্যই .avi/.mp4 ফরম্যাটের হলেই ভালো হয় । এখন আপনি একটি ফাইল ব্রাউজ করে সিলেক্ট করার সাথে সাথে নিচের ছবির মতো নতুন একটি উইন্ডো আসবে ।

৩

এই উইন্ডোতে আপনি DirectShowSource সিলেক্ট করুন । সিলেক্ট করার পর আপনার সিলেক্ট করা ছবিটি সহ একটি নতুন উইন্ডো খুলবে ।

৪

এই উইন্ডোটি মিনিমাইজ করুন এবং Avisynth script creator উইন্ডোতে এসে Save -এ ক্লিক করুন । চলুন আমরা আবার ফিরে এলাম MeGUI উইন্ডোতে ।

দ

দেখুন

Avisynth Script আপনি সিলেক্ট করে ফেলেছেন ।
Vedio Output অটোমেটিক সিলেক্ট হয়ে যাওয়ার কথা । যদি না হয়ে থাকে তবে সেট করুন ।
Encoder Settings এ x264:sratchpad দেয়াই থাকবে, না হলে "x264: sracthpad" সিলেক্ট করুন ।
File Format এ অবশ্যই MKV রাখুন ।
এবার,
Audio Input-এর জায়গায় আপনি যে প্যাথটি Vedio Input-এ দিয়েছেন, সেই প্যাথটি দিন ।
Audio Output যদি স্বয়ংক্রিয় ভাবে না এসে থাকে তবে সেট করে দিন ।
Audio Encoder এ Nero AAC: NDAAC-HE-48Kbps দেয়াই থাকবে । না থাকলে Nero AAC: NDAAC-HE-48Kbps কোডেকটি সেট করে নিন ।
Extension এ MP4-AAC সিলেক্ট করুন ।
এবার AutoEncode সিলেক্ট করুন ।
নিচের ছবির মত একটি উইন্ডো খুলবেঃ

৬

Container এ MKV সিলেক্ট করুন । এবং File Size সিলেক্ট করে আপনি যত MBতে আপনার ভিডিও ফাইলটি রাখতে চান তা লিখুন । আমি এখানে 300MB দিয়েছি । Size সিলেক্ট করতে নীলাভ তির বাটনটি প্রেস করে সাব মেনুর একবারে নিচে Select Size এ ক্লিক করে আপনার কাংখিত সাইজটি লিখুন । তবে চেষ্টা করবেন যে নিচের Average Bitrate যেন 450 kbit/s থাকে । এবার Queue চেপে MeGUI উইন্ডোতে ফিরে আসুন । এবং এবার উপরের ট্যাব থেকে আবার Queue চাপুন । নিচে দেখানো হলঃ

ফ

এবার এই উইন্ডোটি আসবেঃ

দ

এবার হলুদ মার্ক করা লাইনটি সিলেক্ট করে Start বাটন চাপ দিতে হবে একবার ।
ব্যাস ...। এবার অপেক্ষার পালা ।

কম কনফিগারেশনের পিসির ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে ।

হয়ে গেল 300MB'র মুভি ফাইল ...। তাও আবার চমৎকার কোয়ালিটিতেই ।

আমি ট্রাই করেছি এবং 700MB'র একটি মুভিকে 350MB তে কনভার্ট করেছি। কোয়ালিটি ইন্টারনেটে আমরা যে কোয়ালিটি পাই ঠিক তেমনই । বলা চলে যে ফাইলটি থেকে কনভার্ট করবেন, কনভার্টেড ফাইলটি ঠিক তেমনই থেকে যাবে কোয়ালিটির দিক থেকে । সমগ্র কাজটি করতে আমি কোন সমস্যার সম্মুখিন হইনি । যদি আপনাদের কোন প্রকার সমস্যা হয় তবে আওয়াজ দেবেন । আমি না পারলেও আমি জানি টেকটিউনের অনেকেই আপনার সমস্যার সমাধান করে দেবেন ।

গুছিয়ে লিখতে চেষ্টা করলাম ...।
সবাই ভালো থাকবেন ।

Level 0

আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনসে স্বাগতম। আপনার টিউনটি অনেক ভাল হয়েছে।

    @আদনান: ধন্যবাদ আপনাকে ।

    N.B: MeGUI (2028) এর লিঙ্ক দেয়া আছে । প্রবলেম হলে গুগলে সার্চ দিয়ে MeGUI (2050) নামিয়ে ব্যাবহার করবেন ।

Level 0

দারুন চেষ্টা ।খুব মান সম্মত লেখা ।NEXT টিউনের অপেক্ষায়….

    @Tarif: ধন্যবাদ । আশা করি আপনি মুভি কালেকশনের সাথে জড়িত থাকলে আপনার জন্য টিউনটি উপকারীই হবে ।

    N.B: MeGUI (2028) এর লিঙ্ক দেয়া আছে । প্রবলেম হলে গুগলে সার্চ দিয়ে MeGUI (2050) নামিয়ে ব্যাবহার করবেন ।

চালিয়ে যান

ভাই নিচের কিছু স্ক্রিনশট আসেনি একটু ঠিক করে দিন।

    @নুরুল ইসলাম: যদিও স্ক্রিনশটে প্রবলেম পাইনি তবুও ঠিক করে দিলাম ।

    N.B: MeGUI (2028) এর লিঙ্ক দেয়া আছে । প্রবলেম হলে গুগলে সার্চ দিয়ে MeGUI (2050) নামিয়ে ব্যাবহার করবেন ।

Level 2

mp4/avi file ki mkv te rupantorito hobe?

মান-সম্মত লেখা… পাশাপাশি হার্ড ডিস্ক স্পেস যাদের কম কিন্তু মুভি কালেক্ট করতে ইচ্ছুক তাদের কাজে দিবে… ধন্যবাদ শেয়ার করার জন্যে…

প্রথম টিউন হিসেবে চমৎকার হয়েছে। 😀
আশা করি নিয়মিত টিউন করবেন।
ধন্যবাদ।

Level 0

(1) Prothom bar megui update korar shomoy profile select ar jhamela arate niche link theke download kore program directory te “all profiles” a replace korun——

http://www.mediafire.com/?xbd0eihmlbq5x4f

(2) Convert korar shomoy Video profile “HQ-SLOW” and Audio nero-aac HE-48KBPS Select korun

(3) Target size a proti 30 min ar jonno 100MB hole quality loseless hobe

Level New

darun…………….

Level 0

Valo Laglo Jodeo Ame Movie Collect Kore Na Tobe HD Gaan Collect Kore 🙂

আমার দরকার ছিল কারন আমি ইদানিং মুভি কালেক্ট করতেছি। ধন্যবাদ এবং সাগতম টেকটিউনস পরিবারে।

অশেষ ধন্যবাদ আপনাকে। টেকটিউনসে স্বাগতম।
সত্যি কথা বলতে, আমারও ইচ্ছা ছিল এই বিষয়টি নিয়ে একটি টিউন করার। কিন্তু তার আগেই আপনি করে ফেলেছেন। নিঃসন্দেহে অসম্ভব উপকারী একটি টিউন।
আর হ্যাঁ, আপনি হয়তো জেনে থাকবেন যে, একই কাজ Handbrake এর মাধ্যমে আরো সহজেই করা যায়। http://for-tech-lovers.blogspot.com/2011/09/reduce-50-file-size-from-movie-without.html

    @Shakil Wahid: হ্যা ভাইয়া জানি । এটা নিয়েও একটা পোষ্ট দিব । আপনার ব্লগ ঘুরে এলাম । চমৎকার ।

      @রুমার: ঘুরেও এলেন , চমৎকারও লেগেছে কিন্তু একটি কমেন্টও করলেন না আমার ব্লগে। হায়রে আমার পোড়া কপাল……… !

অসাধারণ, দারুন কাজের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। টেকটিউনসে স্বাগতম। 😀

হ্যাটস অফ 😀
আমার অভিনন্দন নিন 😀 … জটিলজ শেয়ার! 😀

অনেক সুন্দর টিউন হয়েছে। আশা করছি ভবিষ্যতে আরো সুন্দর টিউন উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে।

এমন টিউন সোজা প্রিয়তে

অনেক ধন্যবাদ।

আমার দরকার ছিল কারন আমি ইদানিং মুভি কালেক্ট করতেছি। ধন্যবাদ এবং সাগতম টেকটিউনস পরিবারে।

এতদিনে avi/mp4 এর জঙ্গল দূর করবার একটা উপায় পেলাম। সরাসরি প্রিয়তে……… আপনার প্রথম টিউনটি চমৎকার হয়েছে – টেকটিউনসে স্বাগতম

Level 0

এতদিন কোথায় ছিলে বস………অসাধারণ…

    @Sabuj P: আপনাদের টিউন গুলো লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম আর সুবিধা ভোগ করছিলাম …। আর আমাকে এত ক্রেডিট দেয়ার কোনই প্রয়োজন নেই বস …। এটা তো আমি কালেকশন করেছি মাত্র …।

অসাধারণ টিউন হয়েছে! Hats off !! বিনা বাক্য ব্যয়ে প্রিয়তে গেল। প্রিন্টও নিলাম একটা!
ধন্যবাদ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সফটওয়্যারটি শেয়ার করার জন্য। আমি অনেকদিন ধরে খুজতেছিলাম কিন্তু পাইনাই… আমার ১.৫ টেরাবাইট হার্ডডিস্ক একদম ভোরে গেছে। আজকে দেখি কনভার্ট করে কিছু জায়গা খালি করা যায় কিনা। ভাল থাকবেন… পরবর্তি টিউনের অপেক্ষায় আছি।

অনেক দিন থেকে এটাই খুজছিলাম, ধন্যবাদ আপনাকে। তবে আপডেট দেওয়ার সময় আমার সমস্যা হচ্ছে…”neroaacenc” এই ফাইল টা ম্যানুয়ালি আপডেট করতে বলছে। এই ঠিকানা থেকে http://www.nero.com/eng/downloads-nerodigital-nero-aac-codec.php ডাউনলোড করার পর ব্যবহার কিভাবে করব বুঝতে পারছিন। দয়া করে একটু সাহায্য করুন……

একই সমস্যার সম্মুখীন হওয়ায় এই আপডেটটি আমি গ্রহন করিনি । আপনি বরং https://www.techtunes.io/tutorial/tune-id/86573/ এই টিউটোরিয়ালটি লক্ষ্য করুন ।

অথবা, ওই ফাইলটি ছাড়াও এই প্রক্রিয়ায় ট্রাই করতে পারেন ।

Level 0

মুহিবকে বলছি, আপনি megui>tools এ গিয়ে neroaacenc নামে একটা ফোল্ডার খুলে তার ভেতর আপনার ডাউনলোড করা কোডেকগুলো থেকে neroAacEnc.exe কোডেকটি কপি করুন। তারপর MeGUI.exe টি রান করে আপডেট করুন। আশা করি আর সমস্যায় পরবেন না।

ভাই মুভি তো ভালই কনভার্ট হয়, কিন্তু ফ্রেম রেট কখনো ২৪,৩০,২৫ আসে ফলে সাবটাইটেল খুজে পাওয়া যায়, ফ্রেম রেট ঠিক করার কোন উপায় জানা আছে কি ??