এই সাইটে আমি আজই প্রথম পোষ্ট করছি । সাইটটিতে অনেক ভালো ভালো টিউনার রয়েছেন । এবং আমি বেশ কিছুদিন ধরেই তাদের টিউন গুলো থেকে অনেক অনেক কিছু জানতে পারছি । আর এখানে অনেকেই তো নিজ প্রচেষ্টায় টিউন করে থাকেন, তাই কালেকশন করা এই টিউনটি আপনাদের সাথে শেয়ার করতে একটু-আধটু ভয় হচ্ছে । যাই হোক, প্রথম পোষ্ট/ টিউন হিসেবে আমার ত্রুটি গুলো আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা প্রত্যেকেই বেশ কিছু মুভি আমাদের ইন্টারনাল/এক্সটার্নাল হার্ড ডিস্ক অথবা সিডি-ডিভিডিতে সংগ্রহ করে থাকি । কারওবা সংগ্রহে থাকে অনেক অনেক মুভি আর কারও বা হাতে গোনা কয়েকটি । তা যাই হোক, মেইন কথা হচ্ছে আমরা মুভি কালেকশন করে থাকি । আর কালেকশন করার ক্ষেত্রে আমাদের মাথায় যে জিনিসটি রাখি তা হচ্ছে “ভালো কোয়ালিটি” এবং “কম স্পেস” । আর এক্ষেত্রে সবচেয়ে ভালো ফরম্যাট হচ্ছে MKV (Matroska)। আমি অনেক দিন ধরেই বহু বহু সফটওয়্যার খুঁজেছি, ব্লগ পড়েছি কিন্তু কেন যেন আসি আসি করেও চোখের সামনে কায়দাটা আসেনি । হঠাৎ আজ পেয়ে গেলাম এবং নিজে ট্রাই করে দেখলাম ...। ঠিক যেমনটি চেয়েছিলাম ...। তাই আপনাদের সাথে শেয়ার করার লোভ কিছুতেই সামলতে পারলাম না ...। যারা জানেন তো জানেনই, যারা জানেন না – তাদের জন্যই এই পোষ্ট । আর এই বিষয়ক টিউন আগে হয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি ।
300- 400 MB mkv ফরম্যাটের জন্য আমাদের যা যা লাগবে ...
1. K-Lite Codec ( ডাউনলোড করুন )
2. MeGUI ( ডাউনলোড করুন )
3. AviSynth ( ডাউনলোড করুন )
K-Lite Codec সফটওয়্যারটি আমারা প্রায় সবাই ব্যাবহার করে থাকি । এই কোডেকটি কম্পিউটারে ইন্সটল করা থাকলে সব ফরম্যাটের অডিও এবং ভিডিও আপনি আপনার মিডিয়া প্লেয়ার দিয়ে প্লে করতে পারবেন । উপোরোক্ত সফটওয়্যার গুলো থেকে 1 ও 3 ইন্সটল করি । আর MeGUI সফটওয়্যারটি ZIP ফাইল হিসেবে থাকবে তাই এটি Extract করলেই হবে। এবার হবে মূল কাজ শুরু ।
MeGUI.exe ফাইলটিতে ডাবল ক্লিক করতে হবে ...। নিচের ছবির মতো একটি উইন্ডো আসবে । সফটওয়্যারটি আপডেট ফাইল শো করবে । আপডেট দিন ।
এই উইন্ডোটি আসার পর কিবোর্ডে Ctrl + R চাপুন । এতে Avisynth Script creator চালু হবে ঠিক নিচের ছবিটির মত ।
এখন Vedio Input অপশনে আপনি আপনার হার্ড ডিস্ক ড্রাইভের কোন ড্রাইভ থেকে কোন ছবিটি আপনি কনভার্ট করতে চান তা ব্রাউজ করুন । মনে রাখবেন এক্ষেত্রে আপনি যে মুভিটি সিলেক্ট করবেন সেটি অবশ্যই .avi/.mp4 ফরম্যাটের হলেই ভালো হয় । এখন আপনি একটি ফাইল ব্রাউজ করে সিলেক্ট করার সাথে সাথে নিচের ছবির মতো নতুন একটি উইন্ডো আসবে ।
এই উইন্ডোতে আপনি DirectShowSource সিলেক্ট করুন । সিলেক্ট করার পর আপনার সিলেক্ট করা ছবিটি সহ একটি নতুন উইন্ডো খুলবে ।
এই উইন্ডোটি মিনিমাইজ করুন এবং Avisynth script creator উইন্ডোতে এসে Save -এ ক্লিক করুন । চলুন আমরা আবার ফিরে এলাম MeGUI উইন্ডোতে ।
দেখুন
Avisynth Script আপনি সিলেক্ট করে ফেলেছেন ।
Vedio Output অটোমেটিক সিলেক্ট হয়ে যাওয়ার কথা । যদি না হয়ে থাকে তবে সেট করুন ।
Encoder Settings এ x264:sratchpad দেয়াই থাকবে, না হলে "x264: sracthpad" সিলেক্ট করুন ।
File Format এ অবশ্যই MKV রাখুন ।
এবার,
Audio Input-এর জায়গায় আপনি যে প্যাথটি Vedio Input-এ দিয়েছেন, সেই প্যাথটি দিন ।
Audio Output যদি স্বয়ংক্রিয় ভাবে না এসে থাকে তবে সেট করে দিন ।
Audio Encoder এ Nero AAC: NDAAC-HE-48Kbps দেয়াই থাকবে । না থাকলে Nero AAC: NDAAC-HE-48Kbps কোডেকটি সেট করে নিন ।
Extension এ MP4-AAC সিলেক্ট করুন ।
এবার AutoEncode সিলেক্ট করুন ।
নিচের ছবির মত একটি উইন্ডো খুলবেঃ
Container এ MKV সিলেক্ট করুন । এবং File Size সিলেক্ট করে আপনি যত MBতে আপনার ভিডিও ফাইলটি রাখতে চান তা লিখুন । আমি এখানে 300MB দিয়েছি । Size সিলেক্ট করতে নীলাভ তির বাটনটি প্রেস করে সাব মেনুর একবারে নিচে Select Size এ ক্লিক করে আপনার কাংখিত সাইজটি লিখুন । তবে চেষ্টা করবেন যে নিচের Average Bitrate যেন 450 kbit/s থাকে । এবার Queue চেপে MeGUI উইন্ডোতে ফিরে আসুন । এবং এবার উপরের ট্যাব থেকে আবার Queue চাপুন । নিচে দেখানো হলঃ
এবার এই উইন্ডোটি আসবেঃ
এবার হলুদ মার্ক করা লাইনটি সিলেক্ট করে Start বাটন চাপ দিতে হবে একবার ।
ব্যাস ...। এবার অপেক্ষার পালা ।
কম কনফিগারেশনের পিসির ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে ।
হয়ে গেল 300MB'র মুভি ফাইল ...। তাও আবার চমৎকার কোয়ালিটিতেই ।
আমি ট্রাই করেছি এবং 700MB'র একটি মুভিকে 350MB তে কনভার্ট করেছি। কোয়ালিটি ইন্টারনেটে আমরা যে কোয়ালিটি পাই ঠিক তেমনই । বলা চলে যে ফাইলটি থেকে কনভার্ট করবেন, কনভার্টেড ফাইলটি ঠিক তেমনই থেকে যাবে কোয়ালিটির দিক থেকে । সমগ্র কাজটি করতে আমি কোন সমস্যার সম্মুখিন হইনি । যদি আপনাদের কোন প্রকার সমস্যা হয় তবে আওয়াজ দেবেন । আমি না পারলেও আমি জানি টেকটিউনের অনেকেই আপনার সমস্যার সমাধান করে দেবেন ।
গুছিয়ে লিখতে চেষ্টা করলাম ...।
সবাই ভালো থাকবেন ।
আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)
টেকটিউনসে স্বাগতম। আপনার টিউনটি অনেক ভাল হয়েছে।