আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বাংলা ভাষায় প্রথম বারের মত ওয়ার্ডপ্রেসের সাথে (কন্টেট ডেলিভারী নেটওয়ার্ক)CDN যুক্ত করা
সম্পর্কে ১টি সম্পূর্ণ টিউটোরিয়াল দিতে
প্রধান ধাপ ১ :- ওয়ার্ডপ্রেসের সাথে CDN ইন্টারগ্রেট করা
>> ধাপ ১ : প্রথমে আপনি CDN পোর্টালে লগিন করুন http://portal.myinstantcdn.com এর পর Add Resource এ ক্লিক করুন
ছবি
ধাপ ২:এখানে আপনি Add CDN সাইট পেইজ দেখতে পাবেন.সেটিং প্যানেলে, কনফিগার করতে হবে আপনার CDN Hostname এবং origin সাইট. বুঝতে কষ্ট হলে স্ক্নীনসট দেখুন. এখানে CDN হোস্ট নাম লিখুন, টাইপ করুন cdn.yourdomain.com এবং originসাইট নাম হবে এভাবে yourdomain.com
ছবি
ধাপ ৩: এবার Advanced এ গিয়ে কনফিগার করুন যেমন: Hotlinking Protection, Content Partitioning, URL Signing এবং Multiple Origins. আপনি যদি এই সেটিংস ব্যবহার না করেন তবে সুবিদা গুলো পাবেন না
ধাপ ৪ : এখন OK করুন, এরপর আপনি ১টি পরবর্তী পাতা দেখতে পাবেন যেখানে লেখা আছে validation অথবা CNAME রেকর্ড state এবং CDN একটিভ হবে. এবং আপনি control panel (cPanel) এ যান এবং কনফিগার করুন CNAME রেকর্ড refer করা CDN hostname দ্বারা
CDN থেকে ক্লিক করুন Simple DNS Zone এডিটর আপনার cPanel থেকে. যদি বুঝতে সমস্যা হয় তবে দয়া করে নিচের ছবি দেখুন
ধাপ ৫: কনফিগার মেষ হলে এবার আপনি সি প্যানেল থেকে লগ আউট করুন কেননা আপনার প্রথম কাজ শেষ. পরবর্তী কাজ হল আপনার সিডিএন কে আপ করা
প্রধান ধাপ ২:
এবার W3 Total Cache Plugin একটিভ করুন কেননা এটি আপনার CDN চালু করবে
এবার আবার আপনার CDN portal লগিন করুন এভাবে Resources > List Resources > Select the CDN আপনি যেটি আগে ক্রিয়েট করেছেন এবং ক্লিক করুন
দয়া করে এবার আপনি এই টপিক্স টি দেখুন http://www.wordpress.org/extend/plugins/w3-total-cache/
আপনি নিচের ছবির মত একটি পাতা দেখুন
ক : ডাউনলোড করে নিন W3 Total Cache plugins.
খ : এবং এটি ইনস্টল করুন, আপনি একটি ড্যাসবোর্ড দেখতে পাবেন
গ : ক্লিক করুন General প্রিভিউ দেখুন মোড চালু আছে কিনা. এবার টার্ন অফ বাটনে ক্লিক করে এটি ডিসাবেল করে দিন
প্রয়োজনে ছবি দেখুন
ঘ : এভন মাউস স্ক্রল করে নিছে নামুন এবং এখানে যান “Content Delivery Network” এবং সিলেক্ট করুন enable CDN সার্ভিস চেকবক্স ক্লিক করে এরপর সিলেক্ট করুন Original Pull (Mirror) CDN টাইপ এর জন্যে এবং সেভ করুন.
ছবি
ঙ : সিডিএন পেইজ থেকে CDN Performance এ ক্লিক দিন. আপনার সাইট এর hostname রিপ্লেস করুন আপনার CNAME রেকর্ড দ্বারা. (উদাহরন cdn.drunkenmunkie.com) আপনার প্রথম সেটিং পেইজ মত
এবার সেভ অল করুন
ছবি
এই ২ টি প্রধান কাজ শেষ হলেই আপনার ওয়ার্ডপ্রেস সাইট টি CDN এর সাথে ইন্টারগ্রেশন হয়ে যাবে।
লেখাটির সোর্স
Note: প্রিয় মডারেটর
আমি টেকটিউন্স এর নিয়মিত টিউনার না তবুও ব্যাস্ততার পাঁকে দু একটি টিউন লেখার চেষ্টা করি
কিন্তু গত কয়েকদিন আগে আমার ফ্রি হোস্টিং সমস্যা সমাধানের টিউনটি মডারেটর কেন যেন মুছে পেলেছেন
তো আমাকে আমার ভুলটি ধরিয়ে দিবেন । আর যদি আপনারা টিউন বার বার ডিলেট করে দেন তবে আর এত কষ্ট করে সময় দিয়ে টিউন লিখব কেন এর জবাব টা দিবেন
আমি সিএক্স রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
WordPress Developer, Visual Composer and Recurring Payments Expert.
Thanks.