বৈজ্ঞানিক পদ্ধতিতে সহী “কুরআন শরীফ” শিক্ষা “৪র্থ খন্ড” (গুরুত্বপূর্ণ)

আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শবে ক্বদরের শুভেচ্ছা দিয়ে শুরু করছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষার ৪র্থ খন্ড। কুরআন শরীফ শিক্ষার জন্যে যা যা দরকার তা তা এখানে তুলে ধরা হল।

বিসমিল্লাহির রহমানির রহিম:(এখানে রাহিম/রাহমানির এগুলা পড়া যাবে না, যেহেতু "র" হরফ মোটা)

### লাম-এ আল্লহঃ লাম-এ আল্লহর ডাইনে যদি , পেশ কিম্বা যবর হয়, আল্লহ শব্দের 'লাম' তখন মোটা করে পড়তে হয়। যের হলে লাম কে পাতলা করে পড়তে হয়। আল্লহ শব্দের লাম ছাড়া , বাকী সব লাম পাতলা হয়।(মোটার বেলায় যবরে বাংলায় 'আ-কার' হয় না)
ছন্দ: লামে আল্লহর ডানে যবর ,লাম এ আল্লহ মোটা। লামে আল্লহর ডানে পেশ ,লাম এ আল্লহ মোটা। লামে আল্লহর ডানে যের ,লাম এ আল্লহ পাতলা। [সঠিক উচ্চারণ: "আল্লহ্"]

### মাদে ছ্বিলায় ক্বছীরহঃ খাড়া যের বা উল্টা পেশ, গোল 'হা'-এ পাইলে, তার নাম 'হা'- এ দ্বমীর, শব্দের শেষে থাকবে।
ছন্দ: হা-এ দ্বমীরের বামে যদি, হামজাহ্ না পাওয়া যায় , মাদে ছ্বিলায় ক্বছীরহ, এক আলিফ টানতে হয়।
যেমন: إِنَّهُ ('হা' তে উল্টা পেশ থাকার কারনে এক আলিফ টানতে হবে )

### মাদে ছ্বিলায় ত্ববীলাহ্ঃ 'হা' দ্বমীরের বামে ,হামজাহ্ যদি না থাকে ,তিন আলিফ মাদে ছ্বিলায় ত্ববীলাহ্। (দম ফেলিলে ১ আলিফ ,নইলে ৩ আলিফ টানতে হয়)

### মাদে ইঁওয়াদ্বঃ দুই যবরে দম ফেলিলে এক যবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একেই মাদে ইঁওয়াদ্ব কয়।
ওয়াক্বফে তামঃ গোল চিহ্ন ওয়াক্বফে তাম,দম না ফেলে আর পড়া যাবে না।

### আলিফ জা'ইদাহ্ঃ আরবী বর্ণে কোনটার উপর গোল চিহ্ন থাকলে, এবং তার বাম পাশে ছোট কিম্বা গোল হামজাহ থাকলে তাহা টেনে পড়া যাবে না।
বি: দ্র: أَنَا [চারটি শব্দ টানতে হবে ...যথা: ১। আনাবা ('না' এক আলিফ টানতে হবে) ২। আনাবু ৩। আনামিলা ৪। আনাসিই'য়া । বি: দ্র: এই চারটি শব্দে 'না' এক আলিফ টানতে হবে। কারন এগুলা আলিফ জাইদাহ্ এর আলিফ না, আনা শব্দের আলিফ না।]

### মাদে লীনে লাজিমঃ আঈন হারফ বানান করলে, হারফে লীনের বামে ,আছ্বলী সাকিন পাওয়া যায় , মাদে লীনে লাজিম ইহা, চার আলিফ টানতে হয়। যেমন:< عين <ع (আঈনের উপর যবর ,ইয়ার উপর সাকিন, নুনের উপর সাকিন)

### মাদে লাজিম হারফী মুখফ্-ফাফঃ যে হরফ বানান করলে ,মাদে আছ্বলীর বামে সাকিন হয়,মাদে লাজিম হারফী মুখফ্-ফাফ, চার আলিফ টানতে হয়। যেমন : ل = (লাম হরফ বানান করলে 'লাম-আলিফ-মীম' হবে) لام (চার আলিফ টানতে হবে)।

### মাদে লাজিম হারফী মুছাক্কলঃ যে হরফ বানান করলে ,মাদে আছ্বলীর বামে তাশদীদ হয়,মাদে লাজিম হারফী মুছাক্কল, চার আলিফ টানতে হয়।
লাম্ হারফের বামে ,'মীম' থাকার কারনে ,'লাম' হারফ বানান করলে, মাদে আছ্বলীর বামে তাশদীদ হয়, মাদে লাজিম হারফী মুছাক্বল, চার আলিফ টানতে হয়। যেমনঃ الم (আলিফ এ মাদ নাই, আলিফ টানা যাবে না, মীমের উপর তাশদীদ থাকার কারনে ,চার আলিফ টানতে হয়,এবং হারফী মুখফ্-ফাফ এর কারনে 'লাম' হারফ চার আলিফ টানতে হয়)

### মাদে লাজিম কালমী মুখফ্-ফাফঃ যে শব্দ পড়তে গিয়ে মাদে আছ্বলীর বামে সাকিন হয়, মাদে লাজিম কালমী মুখফ্-ফাফ, চার আলিফ টানতে হয়। যেমন : হামজাহ্ এর খাড়া যবর থাকলে, এবং তার উপর মোটা চিহ্ন থাকলে , সেটি বানান করলে হয় কালমী মুখফ্-ফাফ, চার আলিফ টানতে হয়।

### মাদে লাজিম কালমী মুছা্ক্কলঃ যে শব্দ পড়তে গিয়ে মাদে আছ্বলীর বামে তাশদীদ হয়, মাদে লাজিম কালমী মুছা্ক্কল, চার আলিফ টানতে হয়। যেমন: মাদে হারফের বামের হারফে যদি তাশদীদ হয়, মাদে লাজিম কালমী মুছা্ক্কল চার আলিফ টানতে হয়।

### মাদে ইবদালঃ যবরের বামে খালি 'ইয়া' থাকলে ,দম ফেলিলে এক আলিফ মাদে ইবদাল। অর্থাৎ দম ফেলিলে এক আলিফ , না হয় টানা যাবে না।
মাদে ফাছ্বলীঃ যেরে বামে খালি ইয়া/পেশের বামে খালি ওয়াও , দম ফেলিলে এক আলিফ মাদে ফাছ্বলী । অর্থাৎ দম ফেলিলে এক আলিফ , না হয় টানা যাবে না।

সূত্রঃ
>>ক্বারী মাওলানা মুহাম্মাদ রমজান আলী (মূল লেখক)
যাদের কাছে কৃতজ্ঞ:
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল হক (খতীব,বায়তুল মুকাররম)
>মাওলানা মুহাম্মাদ মুহিউদ্দীন খান (সম্পাদক, মাসিক মদীনা)
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল্লাহ (রেডিও টিভি)
>ড.মুফতী মাওলানা মুহাম্মাদ ফারুক হোসেন
> এবং আরও অনেকে।

!!!! এক নজরে ১ম খন্ড: https://www.techtunes.io/tutorial/tune-id/83015/
!!!! এক নজরে ২ম খন্ড: https://www.techtunes.io/tutorial/tune-id/83101/
!!!! এক নজরে ৩য় খন্ড: https://www.techtunes.io/tutorial/tune-id/83321/

-------------------------আমিন-------------------------------

বোনাস হিসেব একটি হাদিস:
[আল্লামা শারানী(রহঃ) 'কাশফুল গুম্মাহ' কিতাবে হুযূর(সঃ)এর এরশাদ নকল করিয়াছেন যে, যে ব্যক্তি রমযান মাসে দশদিন এতেকাফ করিবে,সে দুই হজ্জ ও দুই উমরার সওয়াব পাইবে। আর যে ব্যক্তি জামাআতে নামায পড়া হয় এমন মসজিদে মাগরিব হইতে এশা পর্যন্ত এতেকাফ করিবে এবং এই সময় কারও সহিত কথা না বলিয়া নামায ও কুরআন তেলাওয়াতে মগ্ন থাকিবে, আল্লহ তায়ালা তাহার জন্যে জান্নাতে একটি মহল তৈয়ার করে দিবেন। ]

Level 0

আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধারবাহিক ভাবে ৫ম খন্ড(শেষ পর্ব) প্রকাশিত হবে…….

Level 0

টেটির হাসান ভাই থেকে নেয়া, দেখুন: http://www.youtube.com/ourholyquran#p/c/0/W5QenWyLfmY
{বৈজ্ঞানিক পদ্ধতির এখনো কোন ওয়েব সাইট বাহির হয় নাই, যেহেতু সবাইকে হাতে কলমে শিখানো হচ্ছে

ধন্যবাদ।

Level 2

ধন্যবাদ।++++++++++++++++++++++++++++++++++++++দিলাম

ছন্দ: হা-এ দ্বমীরের বামে যদি, হামজাহ্ না পাওয়া যায় , মাদে ছ্বিলায় ক্বছীরহ, এক আলিফ টানতে হয়।
যেমন: إِنَّهُ (‘হা’ তে উল্টা পেশ থাকার কারনে এক আলিফ টানতে হবে )
vai ekhane to pesh sojai ase Ulta kothai?

ulta pesh to upor hoye thakbe. tai noy ki?