বৈজ্ঞানিক পদ্ধতিতে সহী “কুরআন শরীফ” শিক্ষা “৩য় খন্ড” (মাদের ব্যবহার))

আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষার ৩য় খন্ড (মাদের ব্যবহার)। কুরআন শরীফ শিক্ষার জন্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। মাদের ব্যবহার না জানলে সহীভাবে কুরআন পড়া অসম্ভব।

আপনি কি জানেন !! কুরআন শরীফ সেই গ্রন্থ যাতে কোন সন্দেহ নেই ? এই কুরআনের কারনে...
** হযরত মুহাম্মাদ(স) কে শ্রেষ্ঠ নবীর উপাধি দেওয়া হয়েছে।
** হযরত জীবরাঈল(আ) কে শ্রেষ্ঠ ফেরেশতার উপাধি দেওয়া হয়েছে।
** রমজান মাসকে শ্রেষ্ঠ মাস বলা হয়েছে, যেহেতু এই মাসে কুরআন নাযিল হয়েছে।
** শবে ক্বদরের রাত্র কে শ্রেষ্ঠ রাত বলা হয়েছে,শুধু এই কুরআনের কারনে।
** যারা কুরআন শিখে এবং শিক্ষা দেয়, তাদের কে শ্রেষ্ঠ মানুষ বলা হয়েছে।
** এছাড়াও আরও অনেক ফযিলত আছে।

যাই হোক মূল কথায় আসি।
বিসমিল্লাহির রহমানির রহিম:(এখানে রাহিম/রাহমানির এগুলা পড়া যাবে না, যেহেতু "র" হরফ মোটা)

### মাদে আছ্বলী(১ম খন্ড) : মাদের হরফ ৩টি, এর সাহায্যকারী তিনটি। যথা :

**যেরের বামে ইয়া সাকিন,নইলে যেরটা খাড়া হয়, এই দুই ধরণের যের থাকলে, এক আলিফ টানতে হয়।
** পেশের বামে ইয়া সাকিন,নইলে পেশটা উল্টা হয়, এই দুই ধরণের পেশ থাকলে, এক আলিফ টানতে হয়।
** যবরের বামে খালি আলিফ, নইলে যবর খাড়া হয়, এই দুই ধরণের যবর থাকলে ,এক আলিফ টানতে হয়।
সবগুলো মাদের হরফ এক আলিফ মাদে আছ্বলী।

### মাদে আছ্বলী(২য় খন্ড) : মাদের হরফ ৩টি, এর সাহায্যকারী তিনটি। যথা :

نوحيها নু(এক আলিফ টান)হি্(এক আলিফ টান)হা(এক আলিফ টান) কারন নুনের উপর পেশ আর ওয়াও এর উপর সাকিন, আবার হা্ এর নিচে যের আর ইয়া এর উপর সাকিন, আবার হা এর উপর যবর আর যবর এর বামে খালি আলিফ, তাই টান হবে। সবগুলো মাদের হরফ এক আলিফ মাদে আছ্বলী।

### মাদে মুংফাছ্বিল : মাদে আছ্বলীর বামে যদি লম্বা হামজাহ্ পাওয়া যায় , তাতে তিন আলিফ মাদে মুংফাছ্বিল। অর্থাৎ তিন আলিফ টানতে হবে। যেমন :
يَا أ
لَا أ [এখানে ي এর উপর যবর ,তার বামে খালি আলিফ (মাদে আছ্বলী) এবং তারও বামে লম্বা হামজাহ্, তাই ইয়া তিন আলিফ টানতে হবে।]

### মাদে মুত্তাছিল : মাদে আছ্বলীর বামে যদি গোল হামজাহ্ পাওয়া যায় , তাতে চারআলিফ মাদে মুত্তাছিল । অর্থাৎ চার আলিফ টানতে হবে। যেমন :
جَاءَ [এখানে ج উপর যবর ,তার বামে খালি আলিফ(মাদে আছ্বলী) এবং তারও বামে গোল হামজাহ্ ,তাই জা চার আলিফ টানতে হবে।]

### মাদে আরদ্বী: মাদে আছ্বলীর বামে যদি আরদ্বী সাকিন্ হয়, তবে তিন আলিফ মাদে আরদ্বী। দম ফেলিলে ৩ আলিফ ,নইলে ১ আলিফ টানতে হবে। যেমন : حِيم
বি দ্র: ح এর নিচে যের এবং ي এর উপর সাকিন্ আছে , তাই م কে আরদ্বী সাকিন্ ধরে পড়তে হবে।

### মাদে লীনঃ হারফে লীন দুইটি । যথা: 'ইয়া' সাকিন ডাইনে যবর , 'ওয়াও' সাকিন ডাইনে যবর।
যের ,যবর, পেশ আর ২যবর, ২পেশ, পাইলে দম ফেলিবার সময়, সেথায় , আরদ্বী সাকিন হইবে। (আরদ্বী সাকিন মনে মনে ধরা সাকিন)
যথাঃ বাঈত ب > بيت এর যবর, ي এর উপর সাকিন, ت এর নিচে যের >
বি:দ্র: হারফে লীনের বামে , যদি আরদ্বী সাকিন হয় তাকে দুই আলিফ মাদে লীন কয়।

### মাদে বাদলঃ মাদে আছ্বলী যদি কখনো, হামজার সাথে পাওয়া যায় ,তার নাম মাদে বাদল, ১ আলিফ টানতে হয়।
যেমন: إِيلَافِهِمْ

### মাদে ছ্বিফাতে শাদীদাহ্ঃ হামজাহ্ ছিফাতে শাদীদাহ্, আওয়াজ শক্তভাবে বন্ধ করে শাদীদাহ্।
যেমন: يَأْكُلُ (ইয়া্কুলু)

সূত্রঃ
>>ক্বারী মাওলানা মুহাম্মাদ রমজান আলী (মূল লেখক)
যাদের কাছে কৃতজ্ঞ:
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল হক (খতীব,বায়তুল মুকাররম)
>মাওলানা মুহাম্মাদ মুহিউদ্দীন খান (সম্পাদক, মাসিক মদীনা)
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল্লাহ (রেডিও টিভি)
>ড.মুফতী মাওলানা মুহাম্মাদ ফারুক হোসেন
> এবং আরও অনেকে।

!!!! এক নজরে ১ম খন্ড: https://www.techtunes.io/tutorial/tune-id/83015/
!!!! এক নজরে ২ম খন্ড: https://www.techtunes.io/tutorial/tune-id/83101/

-------------------------আমিন-------------------------------
বোনাস হিসেব একটি হাদিস:
[ হযরত আবু হোরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত আছে যে, রসুল (স) এরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ঐ এলেম দুনিয়ার মালদৌলত হাসিল করার জন্য শিখিয়াছে যাহা আল্লহ্ তায়ালার সন্তুষ্টির জন্য হাসিল করা উচিত ছিল সে কেয়ামতের দিন জান্নাতের খুশবুও পাইবে না।] (আবু দাউদ থেকে সংকলিত)

Level 0

আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধারবাহিক ভাবে ৪র্থ খন্ড প্রকাশিত হবে……..

Level 0

টেটির হাসান ভাই থেকে নেয়া, দেখুন: http://www.youtube.com/ourholyquran#p/c/0/W5QenWyLfmY
{বৈজ্ঞানিক পদ্ধতির এখনো কোন ওয়েব সাইট বাহির হয় নাই, যেহেতু সবাইকে হাতে কলমে শিখানো হচ্ছে}

Ths, want to next post

Level 0

Alhamdolillah

আপনার কাছে এক শব্দে কুরান নামের বইয়ের কোন লিঙ্ক আছে

খুব দরকার ধন্যবাদ

আল্লাহ আপনার মঙ্গল করুক

Level 0

Thanks