বৈজ্ঞানিক পদ্ধতিতে সহী “কুরআন শরীফ” শিক্ষা (২য় খন্ড)

আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষার ২য় খন্ড(হরকত,তানবীন,সুকূন,তাশদীদ্ এর ব্যবহার)।
[আমি নিজেই হাতে কলমে সপ্তাহে ৫দিন সহ প্রায় ৩মাস ১ঘন্টা করে প্রশিক্ষণ নিয়েছি। আমাদের এলাকার মসজিদে। অর্থাৎ আমি নিজেই ভালমত প্রশিক্ষণটা নিয়ে আপনাদের সাথে Share করতেছি।]

বিসমিল্লাহির রহমানির রহিম:
**হারকত্:যের,যবর,পেশ কে হারকত্ বলা হয়। হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
**তানভীন: দুই যবর, দুই পেশ, দুই যের কে তানভীন বলা হয়। তানভীনের ভিতরে ,নূন সাকিন লুকায়িত থাকে।
**সুকূন: এটাকে জ্বজমও বলা হয়। যেমন-لُ
**তাশদীদ: এটিতে অতিরিক্ত একটি হারকত থাকে। যেমন-أنَّ
বি:দ্র: 'আলিফ' এর সাথে হারকত,তানভীন,সুকূন থাকলে আলিফ তখন 'হামজাহ' হয়।

## ইস্তিয়লা ৭ হরফ ...

ইস্তিয়লাঃ ص ض ط ظ ق غ خ সব সময় মোটা হবে এসব হরফ। যেমন ط যবর 'তা' না হয়ে , হবে 'ত্ব' ।
ق যবর 'ক্বা' না হয়ে হবে 'ক্ব' ।
ص যবর 'সা' না হয়ে হবে 'ছ্ব' ।
خ যবর 'খা' না হয়ে হবে 'খ' ।
ظ যবর 'জ্বা' না হয়ে হবে 'জ্ব'।
غ যবর 'গা' না হয়ে হবে 'গ'।

বি:দ্র: 'র' এর উপর যবর/পেশ থাকলে 'র' হরফ মোটা। যেমন- 'র' যবর 'রা' না হয়ে হবে 'র'।

## ছ্বফীরহঃ ছ্বফীরহ ৩টি হরফ নাম তার ص س ز । এই তিনটি অক্ষর উচ্চারিত হবার সময় শিষ আসবে। যেমন :
ز সিফাতে ছ্বফীরহ শিষ দেয় ছ্বফীরহ।
ص সিফাতে ছ্বফীরহ শিষ দেয় ছ্বফীরহ।
س সিফাতে ছ্বফীরহ শিষ দেয় ছ্বফীরহ।

## ক্বলক্বলাহ্ঃ ক্বলক্বলাহর ৫টি হরফ নাম তার ب ط ق د ج । এসব অক্ষরে সুকূন বা যজম ٨ থাকলে ক্বলক্বলায়ে পড়তে হয়। যেমন :
أ হামজাহ্ যবর 'আ' , 'আ' লাগবে ب সাকিন এর সাথে , তাহলে হবে "আব্"।
أ হামজাহ্ যবর 'আ' , 'আ' লাগবে ج সাকিন এর সাথে , তাহলে হবে "আজ্"।
أ হামজাহ্ যবর 'আ' , 'আ' লাগবে ط সাকিন এর সাথে , তাহলে হবে "আত্"।
(প্রতিধ্বনি সূষ্টি করে ক্বলক্বলায়ে পড়তে হয়){এভাবে অন্যান্য গুলো পড়তে হবে}

## ওয়াজিব গুন্নাহ্ : ওয়াজিব গুন্নাহ্ ২টি হরফ, নাম তার م ن এবং এদের উপর তাশদীদ থাকলে গুন্নাহ্ করা ওয়াজিব । গুন্নাহ্ এক আলিফ টানতে হয় । যেমন :
أ হামজাহ্ যবর 'আ' 'আ' লাগবে م তাশদীদ এর সাথে। তাহলে হবে আ'ম্মা ।
أ হামজাহ্ যবর 'আ' 'আ' লাগবে ن তাশদীদ এর সাথে। তাহলে হবে আ'ন্না । যেমন: أنَّ

সূত্রঃ
>>ক্বারী মাওলানা মুহাম্মাদ রমজান আলী (মূল লেখক)
যাদের কাছে কৃতজ্ঞ:
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল হক (খতীব,বায়তুল মুকাররম)
>মাওলানা মুহাম্মাদ মুহিউদ্দীন খান (সম্পাদক, মাসিক মদীনা)
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল্লাহ (রেডিও টিভি)
>ড.মুফতী মাওলানা মুহাম্মাদ ফারুক হোসেন
> এবং আরও অনেকে।

!!!! এক নজরে ১ম খন্ড: https://www.techtunes.io/tutorial/tune-id/83015/

Level 0

আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে…….

ভাই আপনার উদ্যোগ প্রসংশনিয়…উচ্চারন গুলা সুনে সুনে চর্চা করলে ভাল হতো। আল্লাহ পাক এর রহ মত আপনার উপর বর্ষিত হোক। আশা করি টিউন করে যাবেন। যাযাক আল্লাহ।

Level 0

ধন্যবাদ।

THs, want to next

আমার এক টা পরামর্শ আছে…হরফের উচ্চারন শুদ্ধ করার জন্য অডিও থাকলে আরও ভাল হতো…যদি থাকে আপ্লোড করবেন…

Level 0

thanks 4 this tune