আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি, বৈজ্ঞানিক পদ্ধতিতে কুরআন শিক্ষার ২য় খন্ড(হরকত,তানবীন,সুকূন,তাশদীদ্ এর ব্যবহার)।
[আমি নিজেই হাতে কলমে সপ্তাহে ৫দিন সহ প্রায় ৩মাস ১ঘন্টা করে প্রশিক্ষণ নিয়েছি। আমাদের এলাকার মসজিদে। অর্থাৎ আমি নিজেই ভালমত প্রশিক্ষণটা নিয়ে আপনাদের সাথে Share করতেছি।]
বিসমিল্লাহির রহমানির রহিম:
**হারকত্:যের,যবর,পেশ কে হারকত্ বলা হয়। হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়।
**তানভীন: দুই যবর, দুই পেশ, দুই যের কে তানভীন বলা হয়। তানভীনের ভিতরে ,নূন সাকিন লুকায়িত থাকে।
**সুকূন: এটাকে জ্বজমও বলা হয়। যেমন-لُ
**তাশদীদ: এটিতে অতিরিক্ত একটি হারকত থাকে। যেমন-أنَّ
বি:দ্র: 'আলিফ' এর সাথে হারকত,তানভীন,সুকূন থাকলে আলিফ তখন 'হামজাহ' হয়।
## ইস্তিয়লা ৭ হরফ ...
ইস্তিয়লাঃ ص ض ط ظ ق غ خ সব সময় মোটা হবে এসব হরফ। যেমন ط যবর 'তা' না হয়ে , হবে 'ত্ব' ।
ق যবর 'ক্বা' না হয়ে হবে 'ক্ব' ।
ص যবর 'সা' না হয়ে হবে 'ছ্ব' ।
خ যবর 'খা' না হয়ে হবে 'খ' ।
ظ যবর 'জ্বা' না হয়ে হবে 'জ্ব'।
غ যবর 'গা' না হয়ে হবে 'গ'।
বি:দ্র: 'র' এর উপর যবর/পেশ থাকলে 'র' হরফ মোটা। যেমন- 'র' যবর 'রা' না হয়ে হবে 'র'।
## ছ্বফীরহঃ ছ্বফীরহ ৩টি হরফ নাম তার ص س ز । এই তিনটি অক্ষর উচ্চারিত হবার সময় শিষ আসবে। যেমন :
ز সিফাতে ছ্বফীরহ শিষ দেয় ছ্বফীরহ।
ص সিফাতে ছ্বফীরহ শিষ দেয় ছ্বফীরহ।
س সিফাতে ছ্বফীরহ শিষ দেয় ছ্বফীরহ।
## ক্বলক্বলাহ্ঃ ক্বলক্বলাহর ৫টি হরফ নাম তার ب ط ق د ج । এসব অক্ষরে সুকূন বা যজম ٨ থাকলে ক্বলক্বলায়ে পড়তে হয়। যেমন :
أ হামজাহ্ যবর 'আ' , 'আ' লাগবে ب সাকিন এর সাথে , তাহলে হবে "আব্"।
أ হামজাহ্ যবর 'আ' , 'আ' লাগবে ج সাকিন এর সাথে , তাহলে হবে "আজ্"।
أ হামজাহ্ যবর 'আ' , 'আ' লাগবে ط সাকিন এর সাথে , তাহলে হবে "আত্"।
(প্রতিধ্বনি সূষ্টি করে ক্বলক্বলায়ে পড়তে হয়){এভাবে অন্যান্য গুলো পড়তে হবে}
## ওয়াজিব গুন্নাহ্ : ওয়াজিব গুন্নাহ্ ২টি হরফ, নাম তার م ن এবং এদের উপর তাশদীদ থাকলে গুন্নাহ্ করা ওয়াজিব । গুন্নাহ্ এক আলিফ টানতে হয় । যেমন :
أ হামজাহ্ যবর 'আ' 'আ' লাগবে م তাশদীদ এর সাথে। তাহলে হবে আ'ম্মা ।
أ হামজাহ্ যবর 'আ' 'আ' লাগবে ن তাশদীদ এর সাথে। তাহলে হবে আ'ন্না । যেমন: أنَّ
সূত্রঃ
>>ক্বারী মাওলানা মুহাম্মাদ রমজান আলী (মূল লেখক)
যাদের কাছে কৃতজ্ঞ:
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল হক (খতীব,বায়তুল মুকাররম)
>মাওলানা মুহাম্মাদ মুহিউদ্দীন খান (সম্পাদক, মাসিক মদীনা)
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল্লাহ (রেডিও টিভি)
>ড.মুফতী মাওলানা মুহাম্মাদ ফারুক হোসেন
> এবং আরও অনেকে।
!!!! এক নজরে ১ম খন্ড: https://www.techtunes.io/tutorial/tune-id/83015/
আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "
ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে…….