এসে গেল !!বৈজ্ঞানিক পদ্ধতিতে সহী “কুরআন শরীফ” শিক্ষা (১ম খন্ড)

আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। যারা কুরআন শরীফ পড়তে জানেন না বা অল্প জানেন এই টিউনটি তাদের জন্যে। কুরআন শরীফ এখন আপনার জন্যে আরও সহজ ভাবে শিখতে চালু হল বৈজ্ঞানিক পদ্ধতি।
এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলার কারন: ক্বারী মাওলানা রমজান আলী সহ বড় বড় আলেমদের সহযোগিতায় তিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন। এই উদ্যগটি তাহার নিজের। আর শিখানোর জন্যে আলাদা প্রশিক্ষক শিক্ষক আছে। যাহার প্রশিক্ষণ প্রাপ্ত তাহার কাছ থেকে।
বিশেষ কারন: সর্বজন শ্রদ্বেয় আলীম এ দ্বীন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারম খতীব,প্রাপ্তণ হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব তিনি এ পদ্ধতি দেখে অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, " এ পদ্ধতি সর্ম্পকে আমার কোন ধারনা ছিল না, এখন দেখে বুঝতে পারলাম, ক্বারী মাওলানা রমজান আলীকে আল্লাহ্ পাক কুরআন শিক্ষা দেবার হিকমত দান করেছেন। "

আমি নিজেই হাতে কলমে সপ্তাহে ৫দিন সহ প্রায় ৩মাস ১ঘন্টা করে প্রশিক্ষণ নিয়েছি। আমাদের এলাকার মসজিদে। অর্থাৎ আমি নিজেই ভালমত প্রশিক্ষণটা নিয়ে আপনাদের সাথে Share করতেছি।
আজকে প্রথম পর্বে বিপদজনক মাখরাজ গুলো নিয়ে আলোচনা করা হল ।

আরবে বর্ণমালা গুলো কিভাবে উচ্চারিত হয় ত নিম্নে দেয়া হল :
ا ب ت ث ج ح خ د ذ ر ز س ش ص ض ط ظ ع غ ف ق ك ل م ن ه و أ ي

১। হলকের শুরু হইতে শক্ত ভাবে আদায় হবে হামজা أ
২। ث(ছা) জিহ্বার আগার কিনারা সামনের নিচের দাঁতের কিনারা হতে নরম ভাবে আদায় হবে।
৩। [অন্যান্য অক্ষর গুলো নরমাল ভাবে আদায় হবে।]
৪। ح(লম্বা হা) হলকের মাঝখান হতে গলায় শোঁ শোঁ শব্দ হবে।
৫। ج(জীম্) জিহ্বার মাঝখান(উপরের তালু ) থেকে শক্ত ভাবে আদায় হবে।
৬। ذ(যাল্) জিহ্বার আগা(সামনের উপরের দুই দাঁতের আগা) থেকে নরম ভাবে আদায় হবে।
৭। ز(জা/যা্) জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগা থেকে শিষসহ পাতলাভাবে আদায় হবে।
৮। س(সীন্) জিহ্বার আগা সামনের নিচের দাঁতের আগা থেকে শিষ সহ পাতলা ভাবে আদায় হবে।
৯। ص(ছ্বদ্) জিহ্বার আগা সামনের নিচের দাঁতের আগা থেকে শিষ সহ মোটা ভাবে আদায় হবে।
১০। ض(দ্বদ্) সামনের দাঁতের সাথে জিহ্বার আগা না লাগিয়ে , জিহ্বার গোড়ার বাম কিনারার উপরের মাড়ি দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে।
১১। ط(ত্ব) জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে।
১২। ظ(জ্ব) জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগা থেকে মোটা ভাবে আদায় হবে।
১৩। ع(আঈন) হলকের মধ্য থেকে গলায় চিপে আদায় হবে।
১৪। ق(ক্বফ্) জিহ্বার গোড়া থেকে মোটা ভাবে আদায় হবে।
১৫। و(ওয়াও) দুই ঠোঁটের মাঝখানের ফাঁক থেকে আদায় হবে।
১৬। ي(ইয়া) জিহ্বার মাঝখান থেকে নরম ভাবে আদায় হবে।
১৭। أ(হামজাহ্) হলকের শুরু হতে শক্ত ভাবে আদায় হবে।

সূত্রঃ
>>ক্বারী মাওলানা মুহাম্মাদ রমজান আলী (মূল লেখক)
যাদের কাছে কৃতজ্ঞ:
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল হক (খতীব,বায়তুল মুকাররম)
>মাওলানা মুহাম্মাদ মুহিউদ্দীন খান (সম্পাদক, মাসিক মদীনা)
>মাওলানা মুহাম্মাদ ওবায়দুল্লাহ (রেডিও টিভি)
> এবং আরও অনেকে।

Level 0

আমি Kiron Best। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 306 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

*** You are beyond me, I can teach you nothing more. " তুমি আমার চেয়ে বেশি জান, তোমাকে শেখানো মত আমার কিছু জানা নেই "


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধারাবাহিক ভাবে প্রকাশিত হবে………..

ভাল উদ্দোগ। আপনি সফল হোন…

Level 0

ধন্যবাদ ……..

Level 0

একবার চিন্তা করে দেখুন , যেটা(সহী ভাবে কুরআন জানা) আমাদের জন্য কতটা জরুরি…আর সেটা থেকে আমরা নিজেরাই অনেক পিছিয়ে থাকি, শুধু মাত্র আমাদের দিলে আল্লাহর ভয় না থাকার কারনে !!!

ভাই অনেক ধন্যবাদ…আমার এক টা পরামর্শ আছে…হরফের উচ্চারন শুদ্ধ করার জন্য অডিও থাকলে আরও ভাল হতো…যদি থাকে আপ্লোড করবেন… আপনার চেষ্টা সফল হোক… ভাল থাকবেন

ধন্যবাদ, সুন্দর একটি বিষয়ের উদ্দ্যোগ নেয়ার জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুক এই কামনা করি

Level 0

Ami arbi porte bt may be uccarone problem ase. Apnar uddogke sagoto janai.

valo uddok ! ja jhak Allah

Ths, publish other tune.

ভাল উদ্যোগ। তবে এটাকে বৈজ্ঞানিক পদ্ধতী বলার যুক্তি কি? হলক কাকে বলে? সম্ভব হলে অডিও অথবা ভিডিও এড করুন।

    Level 0

    হাবীবুল্লাহ ভাই, ধন্যবাদ কমেন্টের জন্যে।
    এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলার কারন: ক্বারী মাওলানা রমজান আলী সহ বড় বড় আলেমদের সহযোগিতায় তিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন। কারন হিসেবে আরও , হাতে কলমে সপ্তাহে ৫দিন সহ প্রায় ৩মাস ১ঘন্টা করে শিখানো হয়। এবং এই উদ্যগটি তাহার নিজের। আর শিখানোর জন্যে আলাদা প্রশিক্ষক শিক্ষক আছে। যাহার প্রশিক্ষণ প্রাপ্ত তাহার কাছ থেকে।
    বিশেষ কারন: সর্বজন শ্রদ্বেয় আলীম এ দ্বীন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারম খতীব,প্রাপ্তণ হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব তিনি এ পদ্ধতি দেখে অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, " এ পদ্ধতি সর্ম্পকে আমার কোন ধারনা ছিল না, এখন দেখে বুঝতে পারলাম, ক্বারী মাওলানা রমজান আলীকে আল্লাহ্ পাক কুরআন শিক্ষা দেবার হিকমত দান করেছেন। "

আপনাকে অনেক ধন্যবাদ ।
সুন্দর টিউন ।আশা কোরি অন্য খন্ডগুলো খুব তারাতারি প্রকাশ করবেন ।

Level 0

Sundor

ভাইজান আমি এই বইটি পড়ে ছিলাম এবং এই পদ্ধতির ক্বারী মাওলানা মুহাম্মাদ রমজান আলী (মূল লেখক)-এর প্রশিক্ষক ক্বারী মাওলানা মুহাম্মাদ সাইদুর রহমান (রাজশাহী) এর নিকট থেকে শিক্ষা গ্রহণ করেছিলাম তা আমার বেশ উপকারে এসেছে। তবে আমি যতদূর জানি কোন প্রশিক্ষক ছাড়া আপনাদের কারো পক্ষেই এই পদ্ধতিতে সহীহ্ ভাবে কুরআন পড়া সম্ভব হবে না। কারণ এর প্রশিক্ষণ নেয়া ছাড়া তা আপনি বুঝবেন না বা বুঝানো যাবে না। সবচেয়ে ভাল হয় আমি এই পদ্ধতির কোন প্রশিক্ষক এর কাছ থেকে প্রশিক্ষণ নিন। আর ভাল কথা উক্ত বইটি বর্তমানে কোথায় পেতে পারি তা কারো জানা থাকলে জানাতে ভুলবেন না আশা করি।

পারলে বইটির সফট কপি দিতে পারেন।

কিরণ ভাইকে ধন্যবাদ। পারলে বইটির সফট কপি দিয়েন।

Level 0

আরবি তাজবীদ শিখার ভালো কোন সফটওয়ার download link দিতে পারেন?Thanks

Level 0

হাবীবুল্লাহ ভাই, ধন্যবাদ কমেন্টের জন্যে।
এটাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলার কারন: ক্বারী মাওলানা রমজান আলী সহ বড় বড় আলেমদের সহযোগিতায় তিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন। কারন হিসেবে আরও , হাতে কলমে সপ্তাহে ৫দিন সহ প্রায় ৩মাস ১ঘন্টা করে শিখানো হয়। এবং এই উদ্যগটি তাহার নিজের। আর শিখানোর জন্যে আলাদা প্রশিক্ষক শিক্ষক আছে। যাহার প্রশিক্ষণ প্রাপ্ত তাহার কাছ থেকে।
বিশেষ কারন: সর্বজন শ্রদ্বেয় আলীম এ দ্বীন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকারম খতীব,প্রাপ্তণ হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব তিনি এ পদ্ধতি দেখে অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, " এ পদ্ধতি সর্ম্পকে আমার কোন ধারনা ছিল না, এখন দেখে বুঝতে পারলাম, ক্বারী মাওলানা রমজান আলীকে আল্লাহ্ পাক কুরআন শিক্ষা দেবার হিকমত দান করেছেন। "

Level 0

ওহাব ভাই, other tune এ প্রকাশ করা যাচ্ছে না।
Tahsin ভাই, ওদের কোন web link এই মুহূর্তে নাই।
Rubel ভাই, সফট কপি টা সরাসরি ওদের থেকে নিতে হবে। নিশ্চয় সফট কপিটা দেবার জন্যে ওদের ঠিকানা আপনাদের দিব। একটু অপেক্ষা করতে হবে…

Level 0

রুবেল ভাই, আপনি ঠিক বলেছেন,"কোন প্রশিক্ষক ছাড়া কারো পক্ষেই এই পদ্ধতিতে সহীহ্ ভাবে কুরআন পড়া সম্ভব হবে না"। কারণ এই পদ্ধতিতে হাতে কলমে সপ্তাহে ৫দিন সহ প্রায় ৩মাস ১ঘন্টা করে শিখানো হয়, কোন একটা এলাকার মসজিদে। আমি নিজেই ভালমত প্রশিক্ষণটা নিয়ে আপনাদের সাথে Share করতেছি।

Level 0

সুমন ভাই, আপনাকে কষ্ট করে cd টা নিজেই কালেক্ট করতে হবে। ওদের ঠিকানার জন্যে একটু অপেক্ষা করতে হবে…

Level 0

দেখুন টিউনটি আপডেট করা হয়েছে…….
>> আপনাদের কোন মতামত থাকলে শেয়ার করতে পারেন।

ভাই আমার মত পাপি মনে হয় নাই এই দুনিয়ায়। আমি ১৩ পাড়া হাফেজ ছিলাম। কিন্তু এখন আরবি দেখেও পরতে পারি না। আপনার এই উদ্যোগ দেখে আমি আজ ১০ বছর পর আবার আমি আরবি পরতে পারব, এর থেকে আর আননদের কি হতে পারে? দয়া করে পুরটা না শেষ করে টিউন করা ছারবেন না।