Magento দিয়ে সম্পূর্ণ E-commerce Site [পর্ব-২] :: Magento Installation

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি Magento Tutorial এর ১ম পর্বের ২ ভাগ। প্রথম পর্বে আমি আপনাদের Magento সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছিলাম। আমার Tutorial লিখার অভিজ্ঞতা না থাকায় ভালো মতো বুঝাতে পারিনি তা আমি নিশ্চিত। আপনাদের কাছে আমার একটা Request আপনারা অন-লাইন এ search দিলে Magento সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।

E-commerce site বানাতে Magento এর কোন বিকল্প হতে পারে না। কারন Online Transaction এর জন্য যে রকম security প্রয়োজন Magento তা দিচ্ছে।তাহলে আসুন এবার জেনে নেই কিভাবে Install করবো Magento।

Magento CMS টি Download করার জন্য চলে যান  । সেখানে select your format অপশনটি দেখতে পারবেন। আপনি .zip select করে ডাউনলোড করুন।

আমরা ২ ভাবে Magento install করতে পারি।
১। Localhost (wamp server)-এ
২। Hosting Server এ

Localhost (wamp server) :

খুব ভালো, যারা wamp server সম্পর্কে জানেন ; কিন্তু যারা জানেন না তারা গুগল থেকে জেনে নিবেন অথবা আমাকে মেইল করলে আমি জানানোর চেষ্টা করবো । যারা জানেন না ভয় পাওয়ার কিছু নাই । wamp server অনেক সহজ জিনিস, আপনি পারবেন। Download করার জন্য চলে যান  এই লিঙ্ক এ।

Local host এ Magento install করতে হলে ডাউনলোডকৃত Folder টি unzip করে যেখানে wamp install করেছেন সেই Drive এ যান। অতঃপর wamp folder এর ভিতরে প্রবেশ করুন যেমন : Local Disk(c:) >> wamp >> www>> paste করে দিন।

Database তৈরি :

প্রথমে আমাদের একটা database create করতে হবে। ওয়াম্প server থেকে click করে phpMyAdmin এ যান। সেখানে create new database option টি দেখতে পাবেন। আপনি একটা maeningful database name দিন এবং create button এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল database create। ধরুন আমরা database name "Magento" ব্যাবহার করবো।

Step 1:

WAMP server থেকে PhpMyAdmin এ যান।

Step 2:

File Commenting:

Local host এ Magento install করতে গেলে একটা সমস্যা হল Magento এর ভিতরের কিছু ফাইল এ  কোড commenting করতে হয়। আগে এখানে "mcrypt" ও "curl" এই দুটি php extensions কে enable করে দিন।

Wamp Server এ install করতে হলে প্রথমে যেই drive এ ওয়াম্প ইন্সটল করেছেন সেখানে যান। সেখানে wamp নামের ফোল্ডার

1.  \wamp\www\magento\js\prototype\validation.js
in 505 to 507 line comment

2.  \wamp\www\magento\app\code\core\Mage\Core\Model\Session\Abstract\Varien.php

in 81 to 83 and 86 to 98 lines comment

এবার local host  এ যান আর installation শুরু করে দিন


যেভাবে লিখা আছে সেভাবে শুধু Continue করে যান।

Hosting এ Installation:

আগে একটা ডাটাবেজ বানান। সেই ডাটাবেজ এ ইউজার create করুন। Hosting site এ install করার জন্য সরাসরি ফাইল ম্যানেজার এ যান। এবং .zip file টি upload করুন। এবার zip করা file টি unzip করে নিন।ব্যাস এবার চলে যান সাইট এ আর শুরু করে দিন installation ।

আশা করি বুজতে সমস্যা হবে না। যদি কথাও।বুঝতে সমস্যা হয় তবে আমাকে মেইল করলে আমি ফিডব্যাক করবো। ভালো লাগলে অবশ্যই Comments  করবেন। এই পার্টটা করতে অনেক কষ্ট হয়েছে। বাংলায় Tutorial লিখা অনেক ঝামেলার কাজ।

Tutorialটির ১ম পর্ব দেখতে হলে এখানে ক্লিক করুন

Level 0

আমি সাব্বির শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যেকোনো সমস্যায় আমি আছি আপনাদের পাশে, আমাকে FACEBOOK, GOOGLE TALK এ পাবেন অ্যাড করে নিতে পারেন। ফেসবুক = http://www.facebook.com/shuvo.rpi গুগলটক = mbshuvo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Download করার জন্য অন্য একটা Link দিলে ভালো হয়।

    @ভাই মো: রাফি: ভাই, বুঝতে পারলাম না কোনটা ডাউনলোড করার জন্য লিঙ্ক দিব? আমার জানা মতে সব লিঙ্ক দিয়েছি। অনুগ্রহ করে জানাবেন।

Level 0

Sir, apni kothay chole gieachhilen? ami apnake koto khujchhi, jai hok, fire eshechhen ,shetai boro kotha, apni shustho thaken ,ei kamona kori

    @learner: ভাই, অনুগ্রহ করে স্যার বলবেন না। আপনাকে কাছে পেয়ে ভালো লাগলো। আপনিও ভালো থাকবেন।

Sorry, Download Link কাজ হয়ছে . . . .

ধন্যবাদ শুভ ভাই । চালিয়ে যান । আমি আপনার tutorial দেখে শিখতেছি।

thanks. go on it.

Level 0

shuvo vai, download korlam , install o korlam, tarpore unjip kore paste o korlam www r bhitore, kintu tarpore WAMP server থেকে PhpMyAdmin এ gele automatic ei http://localhost/phpmyadmin/ site e chole jay, & oi site e ei likha ta ashe-
Welcome to phpMyAdmin
Error

MySQL said: Documentation
#2002 – The server is not responding (or the local MySQL server’s socket is not correctly configured)
ekhon ki korbo?

Level 0

apnake oshonkho thnx, agei apnake na jalaton kore ami boroncho ar ekbar notun kore download die install kore nei, dekhi download r shomoy file missing holo ki na, again thnx 4 response

সাব্বির ভাই টিউনটির জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি latest wamp and magento download করেছি। তারপর wamp install করে আপনার টিউনের file commenting সেকশনে এসে আটকে গেছি। কিভাবে “mcrypt” ও “curl” এই দুটি php extensions কে enable করব বুজতেছিনা? আপনার screenshot এর সাথে আমারটা মেলে না। লিন্ক- http://dnc.techtunes.io/tDrive/tuner/ojana-prosno/84946/wamp.png

এরপর আপনার 1. \wamp\www\js\prototype\validation.js in 505 to 507 line comment অনুসারে খোজলাম, কিন্তু আমি \wamp\www\ এর মধ্যে কোন js folder পেলাম না।

এরপর 2. \wamp\www\magento_rashel\app\code\core\Mage\Core\Model\Session\Abstract\Varien.php এর file পেলাম, কিন্তু কিভাবে comment করবো বুজতেছিনা।

Notepad++ দিয়ে varien.php open করেছি যার 81 to 83 ও 86 to 98 lines এর কোড যথাক্রমে নিম্নরুপ

// session cookie params
$cookieParams = array(
‘lifetime’ => $cookie->getLifetime(),
——————————————————————————
‘secure’ => $cookie->isSecure(),
‘httponly’ => $cookie->getHttponly()
);

if (!$cookieParams[‘httponly’]) {
unset($cookieParams[‘httponly’]);
if (!$cookieParams[‘secure’]) {
unset($cookieParams[‘secure’]);
if (!$cookieParams[‘domain’]) {
unset($cookieParams[‘domain’]);
}
}
}

আমি পরপর দুবার ডাউনলোড করেছি। একই রেজাল্ট। আমি কি কোন ভুল করলাম? দয়া করে জানাবেন।

ajana prosno er uttor ta amar o dorkar…..r ekta kotha xamp pe ki install deojabe.

ধন্যবাদ।
আমি xampp ব্যবহার করি।
এটাতে সমস্যা হচ্ছে, curl enable করতে হবে।

xampp a install deya jabe. curl enable kore nin. thx a lot

ভাই সাব্বির আপনি কি? ফ্রিল্যান্সার, আপনি কি e-commerce এর কাজ করেন জানাবেন প্লিজ।
>>>>>>ভাই XAMPP এ Install করতে পেরেছি CURL enable করার জন্য
xampp/php/php.ini Open করে Find curl তাহলে ;extension=php_curl.dll পাওয়া যাবে
প্রথমের কোলন(;) মুছে দিয়ে সেভ করতে হবে। শুধু extension=php_curl.dll থাকবে। রিস্টাট দিয়ে Install করুন।
অনেকেই xampp ব্যবহার করে তাই সবাই মিলে যেন প্রাকটিস করতে পারি তারই চেস্টা।
চালিয়ে যান আমার খুব দরকার।

Level 0

@চেস্টায় সাইদ ভাই এর কথা মতো curl এনাবল করেছি। C:\xampp\www\magento রাখলাম কিন্তু আর কিছুই করতে পারলাম না।

ভাই কাজতো হবার কথা আপনি নিশ্চয়ই ১.৭.১ এর নিচের ভার্সন ব্যবহার করেন। ১.৭.১ বা লেটেস্ট ডাউনলোড করে নিন
এবং localhost/magento না লিখে 127.0.0.1/magento লিখে Install করুন নিশ্চয়ই কাজ হবে।
আমি ১.৭.৩ ব্যবহার করছি।
আর curl এনাবল করার পর সার্ভার Restart করতে হবে। তা না হলে কাজ হবে না। আর মোজিলা ব্যবহার করুন।

আপনাদের installation এ প্রব্লেম হচ্ছে। কিছুদিন অপেক্ষা করুন, আমি আপনাদের সবকিছুর সমাধান দেয়ার চেষ্টা করবো। বাস্ততার কারনে এখন পারছি না। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।

Level 0

Thanks

Level 0

XAMPP diye hobe…………