আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি Magento Tutorial এর ১ম পর্বের ২ ভাগ। প্রথম পর্বে আমি আপনাদের Magento সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেছিলাম। আমার Tutorial লিখার অভিজ্ঞতা না থাকায় ভালো মতো বুঝাতে পারিনি তা আমি নিশ্চিত। আপনাদের কাছে আমার একটা Request আপনারা অন-লাইন এ search দিলে Magento সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন।
E-commerce site বানাতে Magento এর কোন বিকল্প হতে পারে না। কারন Online Transaction এর জন্য যে রকম security প্রয়োজন Magento তা দিচ্ছে।তাহলে আসুন এবার জেনে নেই কিভাবে Install করবো Magento।
Magento CMS টি Download করার জন্য চলে যান । সেখানে select your format অপশনটি দেখতে পারবেন। আপনি .zip select করে ডাউনলোড করুন।
আমরা ২ ভাবে Magento install করতে পারি।
১। Localhost (wamp server)-এ
২। Hosting Server এ
খুব ভালো, যারা wamp server সম্পর্কে জানেন ; কিন্তু যারা জানেন না তারা গুগল থেকে জেনে নিবেন অথবা আমাকে মেইল করলে আমি জানানোর চেষ্টা করবো । যারা জানেন না ভয় পাওয়ার কিছু নাই । wamp server অনেক সহজ জিনিস, আপনি পারবেন। Download করার জন্য চলে যান এই লিঙ্ক এ।
Local host এ Magento install করতে হলে ডাউনলোডকৃত Folder টি unzip করে যেখানে wamp install করেছেন সেই Drive এ যান। অতঃপর wamp folder এর ভিতরে প্রবেশ করুন যেমন : Local Disk(c:) >> wamp >> www>> paste করে দিন।
প্রথমে আমাদের একটা database create করতে হবে। ওয়াম্প server থেকে click করে phpMyAdmin এ যান। সেখানে create new database option টি দেখতে পাবেন। আপনি একটা maeningful database name দিন এবং create button এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল database create। ধরুন আমরা database name "Magento" ব্যাবহার করবো।
Step 1:
WAMP server থেকে PhpMyAdmin এ যান।
Step 2:
Local host এ Magento install করতে গেলে একটা সমস্যা হল Magento এর ভিতরের কিছু ফাইল এ কোড commenting করতে হয়। আগে এখানে "mcrypt" ও "curl" এই দুটি php extensions কে enable করে দিন।
Wamp Server এ install করতে হলে প্রথমে যেই drive এ ওয়াম্প ইন্সটল করেছেন সেখানে যান। সেখানে wamp নামের ফোল্ডার
1. \wamp\www\magento\js\prototype\validation.js
in 505 to 507 line comment
2. \wamp\www\magento\app\code\core\Mage\Core\Model\Session\Abstract\Varien.php
in 81 to 83 and 86 to 98 lines comment
এবার local host এ যান আর installation শুরু করে দিন
যেভাবে লিখা আছে সেভাবে শুধু Continue করে যান।
আগে একটা ডাটাবেজ বানান। সেই ডাটাবেজ এ ইউজার create করুন। Hosting site এ install করার জন্য সরাসরি ফাইল ম্যানেজার এ যান। এবং .zip file টি upload করুন। এবার zip করা file টি unzip করে নিন।ব্যাস এবার চলে যান সাইট এ আর শুরু করে দিন installation ।
আশা করি বুজতে সমস্যা হবে না। যদি কথাও।বুঝতে সমস্যা হয় তবে আমাকে মেইল করলে আমি ফিডব্যাক করবো। ভালো লাগলে অবশ্যই Comments করবেন। এই পার্টটা করতে অনেক কষ্ট হয়েছে। বাংলায় Tutorial লিখা অনেক ঝামেলার কাজ।
Tutorialটির ১ম পর্ব দেখতে হলে এখানে ক্লিক করুন।
আমি সাব্বির শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেকোনো সমস্যায় আমি আছি আপনাদের পাশে, আমাকে FACEBOOK, GOOGLE TALK এ পাবেন অ্যাড করে নিতে পারেন। ফেসবুক = http://www.facebook.com/shuvo.rpi গুগলটক = mbshuvo
Download করার জন্য অন্য একটা Link দিলে ভালো হয়।