কিভাবে সরাসরি অনলাইনে পি.ডি.এফ. ই-বুক পড়বেন বা পড়তে দেবেন?

অনলাইনে আপনার প্রিয় বাংলা কিংবা ইংলিশ ই-বুক পড়েছেন কখনো? কোন এডবি রিডার বা ফক্সিট রিডার ছাড়া? ভাবছেন অনলাইনে কেন পড়ব?

আপনার বন্ধু আপনার কাছে একটা ই-বুক দেখে খুব পছন্দ করল। তক্ষুনি পেন ড্রাইভ না থাকায় সে সেটা নিতে পারল না। কখনো ভেবে দেখেছেন যদি এমন করা যেত অনলাইনে কোথাও সেই বইটি আপলোড করে দিলেন তাকে যেখানে সে ই-বুকটি সরাসরি পড়তে পারবে ও একই সাথে ডাউনলোড করতে চাইলে তা ডাউনলোডও করে নিতে পারবে?

কিংবা হয়ত কোন বই আপনার হার্ডডিস্কে রেখে পড়াটা শোভনীয় দেখায় না, আপনি গোপন রাখতে চাচ্ছেন। সরাসরি scribd এ আপলোড করে হার্ডডিস্কের কপিটা ডিলিট করে দিন। এবার scribd থেকেই সরাসরি পড়ুন। সমস্যা সমাধান হয়ে গেল।

এবার আসুন দেখি কি করে এটা করা যায়। একদম সহজ।

  • প্রথমে scribd তে ব্রাউজ করুন। উপরে ডানপাশে Register/Login থেকে একটি নতুন আইডি রেজিস্টার করে নিন।
  • রেজিস্ট্রেশন শেষ হলে সরাসরি লগিন হয়ে যাবে। কোন ভেরিফিকেশন বা ইমেইলে ক্লিক করা লাগবেনা।

  • এবার আপলোড বাটনে ক্লিক করে আপনার পিডিএফ ফাইলটি দেখিয়ে দিন।
  • আপলোড হতে থাকবে, এই ফাকে আপনি এতে কিছু সংক্ষিপ্ত বর্ণনা যোগ করে দিন।

  • আপলোড হয়ে গেলে দেখুন ম্যাজিক! পুরো বইটাই এখন আপনার চোখের সামনে। আপনি ইচ্ছে করলে এখন এটিকে আপনার সাইটে এমবেড করে দিতে পারেন। তখন আপনার সাইট থেকেই আপনার পছন্দের বইগুলো অন্যেরা পড়তে পারবেন scribd তে না গিয়েই।

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂

খুব ভালো লাগলো …… এটা আমার দরকার ছিল

জোশ্‌… অনেক অনেক ধন্যবাদ।

ভাই , এটাতে যে আমার কি উপকার হলো তা আপনাকে বুঝিয়ে বলতে পারছি না ! অনেক ধন্যবাদ ।। প্রিয়তে নিলাম ।

Level 0

ধন্যবাদ। আমি আমার wordpress সাইট এ কিভাবে embed করবো জানাবেন প্লিজ?সাহায্য করলে কৃতজ্ঞ থাকবো/

    দেখুন ৩ নাম্বার ছবিতে Facebook/Twitter/Buzz এর পাশে Embed নামে একটি লেখা আছে। সেখানে ক্লিক করে কোডটা কপি করুন। এর পর wordpress এর widgets এ text/html widget নিয়ে তাতে পেস্ট করুন।

ধন্যবাদ।

Level 0

আমি আপনাকে বিরক্ত করার জন্য সরি। আমি wordpress নতুন। কোথায় পেস্ট করবো বুজতেছিনা তাই যদি বিস্তারিত বলতেন প্লিজ?

এখানে 3rd ছবির এমবেড বাটনে ক্লিক করে কোডটা কপি করুন তার পর ওয়ার্ডপ্রেসে নতুন কোন পোস্ট লেখার সময় HTML view দিন। দিয়ে ঐ কোডটা পেস্ট করে এর পর আবার নরমাল ভিউ দিন। দেখুন এসে যাবে।