অনলাইনে আপনার প্রিয় বাংলা কিংবা ইংলিশ ই-বুক পড়েছেন কখনো? কোন এডবি রিডার বা ফক্সিট রিডার ছাড়া? ভাবছেন অনলাইনে কেন পড়ব?
আপনার বন্ধু আপনার কাছে একটা ই-বুক দেখে খুব পছন্দ করল। তক্ষুনি পেন ড্রাইভ না থাকায় সে সেটা নিতে পারল না। কখনো ভেবে দেখেছেন যদি এমন করা যেত অনলাইনে কোথাও সেই বইটি আপলোড করে দিলেন তাকে যেখানে সে ই-বুকটি সরাসরি পড়তে পারবে ও একই সাথে ডাউনলোড করতে চাইলে তা ডাউনলোডও করে নিতে পারবে?
কিংবা হয়ত কোন বই আপনার হার্ডডিস্কে রেখে পড়াটা শোভনীয় দেখায় না, আপনি গোপন রাখতে চাচ্ছেন। সরাসরি scribd এ আপলোড করে হার্ডডিস্কের কপিটা ডিলিট করে দিন। এবার scribd থেকেই সরাসরি পড়ুন। সমস্যা সমাধান হয়ে গেল।
এবার আসুন দেখি কি করে এটা করা যায়। একদম সহজ।
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
🙂