এটা নিয়ে আগে টিউন হলেও আগের টিউনগুলোতে যে সফ্ট্ওয়্যারের কথা বলা হয়েছিল সেগুলোর চাইতে আজকে আমি যে সফ্ট্ওয়্যারের কথা আপনাদের বলব তা দিয়ে অনেক সহজে কাজ করতে পারবেন। তো এবার কাজের কথায় আসি….
এজন্য যা দরকার :
১. WinSetUPFromUSB v.1.0 সফ্ট্ওয়্যার (পোর্টেবল)
পাসওয়ার্ড: anik
২. ৪ অথবা ৮ জিবি পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড
৩. উইন্ডোজ, লিনাক্স, উবুন্ত DVD
এবার কাজ শুরু করা যাক
১. প্রথমে DVD Writer এ উইন্ডোজ, লিনাক্স, উবুন্ত DVD প্রবেশ করানোর পর DVD থেকে কপি করে উইন্ডোজের ফাইলগুলো যেকোন ফোল্ডারে পেষ্ট করুন।
২. তারপর CPU তে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড প্রবেশ করান।
৩. তারপর WinSetUPFromUSB পোর্টেবল সফ্ট্ওয়্যারটি ওপেন করুন। এরপর “Bootice” অপশনে ক্লিক করে “Perform Format” অপশনে ক্লিক করে পেনড্রাইভ অথবা মেমোরি কার্ড Format দিন।
৪. এবার আপনি উইন্ডোজ, লিনাক্স, উবুন্ত ইত্যাদি যেটি সেটআপ দিতে চান তার উপর “টিক” চিহ্ন দিন। তারপর উইন্ডোজের ফাইলগুলো যে
ফোল্ডারে কপি পেষ্ট করেছেন সেই ফোল্ডার সিলেক্ট করে দিন।
৫. এবার কোন অপশন পরিবর্তন না করে “GO” অপশন সিলেক্ট করুন। কাজ শেষ হলে “Job Done” মেসেজ আসবে।
৬. শেষ হওয়ার পর পিসি রি-স্টার্ট দিয়ে আপনাকে অবশ্যই Bios Setting এ গিয়ে বুট অপশনে ক্লিক করে সবগুলোর প্রথমে USB Boot সিলেক্ট করতে হবে। তারপর আবার রি-স্টার্ট দিলেই পেনড্রাইভ দিয়ে সেটআপ শুরু হবে।
আমি নোমান অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কারের সন্ধানে ছুটছি ..... cell: 01555555505
অনেক অনেক ধন্যবাদ। ডাউনলোড করলাম দেখি চেষ্টা করে।