টিটি পরিবারের সবাইকে সালাম। TT তে প্রতিদিন আসি, Tune পড়ি আবার চলে যাই। তাই এবার ভাবলাম কিছু করা দরকার। তাই ওয়ার্ডপ্রেস নিয়ে Tutorial করতে চাই। এটা হবে প্রোফেসনাল সাইট বানানোর Tutorial. আশা করি সবাই উপকৃত হবেন । এখন আপনারা চাইলে এটা হবে আমার প্রথম Tune টিটিতে । আমি আপনাদের মতামতের জন্য অপেক্ষা করছি ।
সবাই ভালো থাকেন। টিটির সবার প্রতি ভালোবাসা রইলো।
আমি সাব্বির শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেকোনো সমস্যায় আমি আছি আপনাদের পাশে, আমাকে FACEBOOK, GOOGLE TALK এ পাবেন অ্যাড করে নিতে পারেন। ফেসবুক = http://www.facebook.com/shuvo.rpi গুগলটক = mbshuvo
ধন্যবাদ ভাই । বর্তমানে ওয়ার্ডপ্রেসের বিশাল চাহিদা । প্লিজ শুরু করে দিন । আপনার ইচ্ছাকে সাধুবাদ জানাচ্ছি ।