গুগল ওয়েবমাস্টার টিউটোরিয়াল

আপনার ব্লগটাকে অনলাইনে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেয়ার প্রধান ও অন্যতম মাধ্যম হচ্ছে সার্চ ইঞ্জিন। আর এই ব্লগটাকে সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে আনার যাবতীয় কাজই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার ব্লগটার লিংক গুলো যদি ঠিক মতো ইনডেক্স ই না হয় তবে SERP এ ভালো অবস্থান থাকা তো অনেক দূরের কথা।

আর সার্চ ইঞ্জিন গুলোতে দ্রুত ইনডেক্স সাইট করতে ওয়েবমাস্টার অনেক সহায়ক। যার মাধ্যমে আপনি আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করতে পারবেন। অনেকেই বলে থাকেন যে ওয়েবমাস্টার একটা পোলাপাইনা কাজ, কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সাইটম্যাপ অনেক বড় একটা ফ্যাক্টর। আর সেটাই যদি না হত তবে গুগল, ইয়াহু আর বিং এর মতো সার্চ ইঞ্জিন রা ওয়েবমাস্টার টুলস সুবিধা দিত না।

যাই হোক আজ আমরা গুগল ওয়েবমাস্টার নিয়ে আলোচনা করবো। এখানে থাকবে স্ক্রিনশট সহ কিভাবে ওয়েবমাস্টারে ব্লগস্পট ব্লগ এড করতে হবে এবং সাইট ম্যাপ যুক্ত করতে হবে। এখান থেকে দেখে নিন কিভাবে বিং ওয়েবমাস্টারে এবং ইয়াহু ওয়েবমাস্টারে সাইট বা ব্লগের url সহ সাইট ম্যাপ সাবমিট করতে হয়। চলুন শুরু করা যাক গুগল ওয়েবমাস্টার টিউটোরিয়াল...

১। প্রথমে গুগল ওয়েবমাস্টার সেন্ট্রাল এ যান এবং ক্লিক করুন “Sign In to Webmaster Tools ”. এখন আপনাকে আপনার জিমেইল আইডি দিয়ে সাইন ইন করতে হবে, সাইন ইন করুন।

২। আপনি গুগল ওয়েবমাস্টারে প্রবেশ করলেন এখন নিচের দিকে “Add Site” নামে অপশন আসবে, এখানে ক্লিক করুন।

৩। নিচের ছবির মতো বক্সে আপানার সাইটের URL টা বসিয়ে ” Submit” অপশনে ক্লিক করুন। বেস আপানর সইট বা ব্লগ গুগল এ এড হয়ে গেলে।

৪। এখন আপনার সাইটের Authentication বা মালিকানা প্রমাণের জন্য একটা পেজ আসবে যেখানে আপনি ইয়াহু এবং বিং ওয়েবমাস্টার এর মতই ফাইল আপলোড এবং Meta Tag দিয়ে Ownership Verify করতে পারবেন।

৫। আমরা যেহেতু ব্লগস্পট ব্লগের জন্য ওয়েবমাস্টার ব্যবহার করছি তাই আমরা Meta Tag টাকে চয়েজ করবো। আর সেজন্য ছবিতে মার্ক করা Alternative Methods এ ক্লিক করবো।

৬। এখন Alternative Methods গুলো চলে আসবে, এখান থেকে আমরা Add a meta tag অপশন টা ক্লিক করবো। Blogger কখনো আপনাকে ফাইল আপলোড করার সুবিধা দেয় না, আর তাই আপনাকে Meta Tag chose করতে হবে, এমন কি অন্যান্য কেত্রেও আপনি Meta Tag দিয়েই Verify করতে পারবেন।

Meta Tag সহ একটা পপ আপ পেজ ওপেন হবে আর Meta Tag কপি করে আর একটা ট্যাব এ আমাদের ব্লগস্পট ওপেন করবো।

৭। এখন আপনার ব্লগস্পট এর Dashboard থেকে আপনার Desired Blog (যে ব্লগের ওয়েবমাস্টার করতে চাচ্ছেন ) এর Design / Layout এ যান। এখন ইডিট Edit Html এ ক্লিক করুন।

৮। আপনি আপনার Blog এর coding section দেখতে পাবেন। গুগল ওয়েবমাস্টার থেকে কপি করা Meta tag টা প্রথম Head এর পর paste করে দিন এবং Save Template এ ক্লিক করুন। নিচের ছবির মতোন..

৯। গুগল ওয়েবমাস্টারে ফিরে এসে ” Verify ” এ ক্লিক করুন নিচের ছবির মতন।

১০। ঠিক মতো Verify করা হলে সরাসরি আপনার ঐ সাইটের ডেসবোর্ড চলে আসবে। এখন আমাদের কে সাইটম্যাপ সাবমিট করতে হবে। (সাইট ম্যাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তি পোষ্টে করা হবে) ডেসবোর্ড এর নিচের ডান দিকে সাইট ম্যাপ অপশন আছে ওখানে “Add Sitemap” ক্লিক করুন।

১১। আপনার সাইটের সাইটম্যাপ হিসাবে rss.xml অথবা atom.xml টা বসিয়ে দিন, নিচের ছবির মতন। এর পর Submit Sitemap এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেলে। এখানে আপনি ইচ্ছা করলে একের অধিক সাইট ম্যাপ ব্যবহার করতে পারবেন ।

এই হচ্ছে গুগল ওয়েবমাস্টারে আপনার ব্লগ সাবমিট। কিছু সময়ের মধ্যেই গুগল আপনার সাইটের লিংক গুলোকে ইনডেক্স করে নিবে। পোস্ট টা পূর্বে EarnTricks.Com ব্লগে প্রকাশিত।  যদি উপরের লেখার কোথাও বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সময় করে পোস্ট টা পড়ার জন্য। ভালো থাকবেন।

Level 0

আমি আবু তাহের সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 1212 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি তাহের অনলাইন উদ্যোক্তা এবং ইন্টারনেট মার্কেটিং স্ট্রেটেজিস্ট হিসাবে কাজ করছি দীর্ঘ ১দশক যাবত। ২০১৭'তে প্রতিষ্ঠা করি ' আওয়ামাহ টেকনোলজিস লিমিটেড ' বর্তমানে এর প্রধান নির্বাহি কর্মকর্তা হিসেবে কর্মরত। আমার সম্পর্কে বিস্তারিত জানতে ইংরেজি ব্লগ 'ক্লিক করুন' । ধন্যবাদ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হচ্ছে চালিয়ে যান। সবার উপকার হবে।

Level 0

ভালো ইনফরমেশন। প্লিজ চালিয়ে যাবেন।

মাশাআল্লাহ ভালো হয়েছে…ভাইজান ধন্যবাদ…….

ভাল হয়েছে। ধন্যবাদ