Kaspersky হচ্ছে আমার মতে বেস্ট এন্টিভাইরাস। কিন্তু একটা সমস্যা হল প্রথমবার আপডেট করার সময় টাইম অনেক বেশি লাগে। আবার যখন ফরমাট করে নতুন করে ইন্সটল করার পর আবার নেট থেকে আপডেট করা খুবই কষ্টকর। বিশেষ করে বাংলাদেশে তো প্রায় ২:৩০ ঘন্টা লাগে শুধু আপডেট করতে। এখানে একটা কাজ করা যেতে পারে। আপডেট গুলো কপি করে রাখলে কাজ শেষ। পরেরবার রিস্টোর করে দিলেই হল।
আপডেট কপি করবেন যেভাবে:
kaspersky on korun. তারপর সেটিংস এ যান। তারপর এডিশনাল
তারপর কপি আপডেটস টু ফোল্ডার এ টিক দিন এবং আপনার পিসির যেকোন খানে ব্রাউস করে রেখে দিয়েন।
এখন থেকে নিয়মিত ওইখানে আপডেট সেভ হবে। ছবিগুলো দেখলে বুঝবেন।
এখান থেকে সেটিংস এ ক্লিক করেন।
তারপর যথাক্রমে আপডেট ও সেটিংস।
তারপর এডিশনাল। তারপর কপি আপডেটস টু ফোল্ডার। তারপর ব্রাউজ করে রেখে দিন
আপডেট রিস্টোর করবেন যেভাবে:
আগের মত সেটিংস থেকে আপডেট এ যেতে হবে। তারপর আবার সেটিংস। তারপর সোর্স এ ক্যাসপারস্কাই ল্যাব'স আপডেট সার্ভার থেকে টিক উঠাতে হবে। এবং এড এ যেয়ে আপনার সেভ করা আপডেট ফোল্ডার টা দেখিয়ে দিতে হবে। ছবিগুলো দেখুন
এখান থেকে সেটিংস এ ক্লিক করেন।
তারপর যথাক্রমে আপডেট ও সেটিংস।
ক্যাসপারস্কাই ল্যাব'স আপডেট সার্ভার এর টিক উঠিয়ে দিন। এবং নিচে + (এড) চিহ্ন থেকে আপনার আপডেট ফোল্ডারটা সিলেক্ট করুন।
ওকে করুন।
এবার মূল ইন্টারফেস এর আপডেট এ ক্লিক করুন। এবং স্টার্ট আপডেট দিন। দেখবেন যে ৩৯৩ কিলোবাইট পার সেকেন্ডে আপডেট হচ্ছে!!!
ENJOY IT
আমি সাইফ দি বস ৭। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 37 টি টিউন ও 204 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আর্টিকেলটি লিখেছেন সাইফ দি বস ৭। পুরো নাম সাইফ হাসান। ইন্টারনেটের এ জালের জগতে সাইফ দি বস ৭ নামেই বেশী পরিচিত। বি এ এফ শাহীন কলেজের নবম শ্রেণীর ছাত্র সাইফ প্রযুক্তি, কম্পিউটার সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, বিনোদন জগৎ ছাড়াও বিবিধ বিষয়ে লিখতে ভালবাসে। তার ব্যাক্তিগত ব্লগ আমার ঠিকানা... তে প্রতিনিয়ত...
Amio tomar moto 7 pori.tumi besh valo bangla write korcho abon tune ta jotil.mail add ki deoa jabe