ব্লগার সৌন্দর্যমন্ডিত করা (নতুন ব্লগার পেজ Create করা)==(পর্ব – ১)

সবাই কেমন আছেন? আসলে আমি ভেবে পারছিলাম না কি নিয়ে পোষ্ট করবো।হঠাৎ মাথায় চিন্তা আসলো ব্লগার কে সৌন্দর্য মন্ডিত করার পর্ব শুরু করি।তাই করতে বসে গেলাম কোনকিছু না ভেবে।যানিনা কতটুকু ঠিক হচ্ছে।কারণ ব্লগারে যাদেরকে আমি গুরু চিন্তা করি তারা হচ্ছেন নিশাচর নাইম ভাই, ফাহিম রেজা বাধন ভাই সহ আরও অনেকে তো আছেই তুবুও তাদের পাশে আমি এই পর্বটিউনস গুলি করবো বলে আশা করছি। আপনাদের যদি মনে হয় এটা ঠিক হয়নি তবে জানাবেন বন্ধ করে দেবো।

তাহলে আজকে শুরু করি কিভাবে একটি সম্পুর্ন ব্লগ তৈরি করবেন তা নিয়ে।

প্রথমে আপনাদের যা করতে হবে তা ধাপেধাপে আমি স্ক্রিনশট দিয়ে ভাল ভাবে বুঝিয়ে দিচ্ছি যদি কারও বুঝতে কষ্ট হয় তবে আমাকে জানাবেন আমি সংশোধন করে দিব।

কিভাবে একটি সম্পুর্ন ব্লগ তৈরি করবেন

১. প্রথমে http://www.blogger.com/  (এই ঠিকানায় ) যান এবং CREATE A BLOG বাটনে ক্লিক করুন।


চিত্র:-১

২. এই পেজে এসে সবগুলো ভালি ঘর সঠিক তথ্য দিয়ে পুরোন করুন এবং একদম নিচে ওয়ার্ড ভেরিফিকেশন এ সঠিক ওয়ার্ড বসিয়ে CONTINUE বাটনে ক্লিক করুন।


চিত্র:-২

৩. এবার যে পেজটি এসেছে এটি খুবই গুরুত্বপুর্ন একটি পেজ। এখান থেকে কয়েকটি তথ্য পুরোন করতে হবে যা আপনার ব্লগের জন্য একটি গুরুত্বপুর্ন জিনিস। যথা:- a. Blog title (পরিবর্তন পরে করা যাবে) b. Blog address(পরিবর্তন পরে করা যাবে কিন্তু বাঞ্ছনীয় নয়) যেটা http://deshmusic.blogspot.com/ এর মত কিছু হবে। তার পর ওয়ার্ড ভেরিফিকেশন পুরোন করে Continue ক্লিক করুন।

চিত্র:-৩

৪. এখন আপনাকে আপনার ব্লগ এর জন্য এই পেজ থেকে একটি টেমপ্লেট (পরবর্তিতে পরিবর্তন করা যাবে) পছন্দ করুন এবং Continue ক্লিক করুন।

চিত্র:-৪

ধন্যবাদ সবাইকে।

যদিও এই সম্পর্কে আমার আগে অনেকেই টিউনস করেছেন তবুও আমি একুই বিষয় নিয়ে টিউনস করছি কারন যে যে তার মনের মত ভাবে প্রকাশ করছেন সেহেতু আমি আমার মনের মত করে প্রকাশ করেছি এখানে কারও কোন দোষের কারন নাই বলে আমি মনে করি।

খুব শিগ্রই ২য় পর্ব নিয়ে হাজির হবো (deshmusic তে পূর্বে প্রকাশ)

Level 0

আমি আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালায়া যান নতুন দের কাজে লাগবে।

ধন্যবাদ নতুন করে বিষয়টি শেয়ার করার জন্য 😆

সুন্দরবনকে sms এর মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকুন ………………
কারন জানতে নিচে দেখুন
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এস,এম,এস ব্যাবসা ও এর পুরো ধান্দাবজী
https://www.techtunes.io/news/tune-id/80694/

ধন্যবাদ তাহের চৌধুরী (সুমন) ভাই কমেন্ট করার জন্য।

ধন্যবাদ বোকা ছেলে হ্যা সুন্দরবোনকে এস এম এস মাধ্যমে ভোট দেওয়া থেকে বিরত থাকা উচিৎ। তবে যারা এই প্রতারনা করছে তাদেরকে দেশের সাথে এই রকম প্রতারনা করা উচিৎ হয়নি।

আসাদ ভাই আপনার টিউনের সাথে টাইটেলের মিল খুজে পেলাম না।

প্রযুক্তিবিদ ভাই আমার টিউনসের টাইটেল হচ্ছে { ব্লগার সৌন্দর্যমন্ডিত করা (নতুন ব্লগার পেজ Create করা)==(পর্ব – ১) } এখানে বলাহয়েছে ব্লগারকে সৌন্দর্য মন্ডিত করা আর এটি একটি পর্ব টিউনস তাই একটি টিউনস দেখেই টাইটেল এর মিল দেখলে চলবে না । ব্লগার কে সৌন্দর্য মন্ডিত করার জন্য তো প্রথমে একটি ব্লগ প্রয়োজন হবে। তাইতো প্রথমে ব্লগ তৈরি নিয়েই টিউনস করা। (ধন্যবাদ কমেন্ট করার জন্য)