মাইক্রো সফ্টওয়ার্ডে সহজে ও দ্রুত ফন্ট পরিবর্তন করুন খুব সহজে

সর্বপ্রথম আমি মহান আল্লাহর নামে শুরু করছি।

আমি একজন নতুন টিউনার হতে চাচ্ছি। যদি আপনাদের ভালোমত কমেন্ট পাই তবে আমি নিয়তমত টিউনস করবো ইনশাল্লাহ।

আমি অনেক দিন ধরে Techtunes এর একজন নিয়মিত দর্শক ছিলাম মাত্র

কিন্তু এখন হঠাৎ করে টিউন করার জন্য ইচ্ছা হল তাই আমি আমার প্রথম টিউনস

টি মাইক্রোসফ্টওয়ার্ড এর বাংলা ও ইংরেজী ফন্টকে দ্রুত ও খুব সহজে কিবোর্ড

এর মাধ্যমে পরিবর্তন করা যায় তার একটি ছোট্ট টিপস দিব। যদি আমার টিউনসে

কোন ভুল হয় তবে নতুন হিসাবে আমাকে সবাই ক্ষমা করে দিবেন ।

এবং যদি ভাল না লাগে তবে আমাকে লিখবেন আমি মুছে দিব।

আর যদি এই টিউনস টি আগে কেহ করেন তবে আমাকে ক্ষামা করবেন এবং আমাকে জানাবেন আমি আমার টিউনস টি মুছে দিব।

আর কথা না বাড়িয়ে কাজের কথায় আসি আমাদেরেক প্রায় সময় মাইক্রোসফ্ট ওয়ার্ডে (এম এস এয়ার্ডে) কাজ করতে যেয়ে একই সময় বাংলা ও ইংরেজী দুটো ভাষায় টাইপ করতে হয়।

এ সময় বাংলা ও ইংরেজী ফন্ট বারবার পরিবর্তন করতে হয় অনেক ঝামেলা হয়। বিশেষে করে মেনু বার থেকে বার বার খুজে বের করতে হয় । তাছাড়া বারবার ফন্ট পরিবর্তন করতে অনেক সময় নষ্ট হয়। আপনি ইচ্ছা করলে আপনার মূল্যবান সময় বেশি নষ্ট না করে কিবোর্ডের মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে পারেন। এ জন্য আপনি মেনু বার থেকে Tools>Customize এ যান

এর পর key board এ ক্লিক করুন

বাংলা লেখার জন্য উপরের চিত্রের অনুযায়ি Edit করুন

আবার ইংরেজী লেখার জন্য উপরের চিত্র অনুযায়ী Edit করুন


*উপরের চিত্র অনুযায়ী কাজ করার পরে আপনাকে বাংলায় লিখতে চাইলে Alt+Ctrl+B চেপে লেখা আরাম্ভ করতে পারবেন

*এবং উপরের চিত্র অনুযায়ী কাজ করার পরে আপনাকে বাংলার সাথে সাথে ইংরেজী লিখতে চাইলে Alt+Ctrl+B চেপে বিজয় Disable করে Alt+Ctrl+E চেপে times new roman ফন্ট টি সিলেক্ট করতে হবে। এবং সেই সাথে ইংরেজী লেখার জন্য প্রস্তুত হয়ে যাব।

বি:দ্র: এই পদ্ধতিতে কাজ করতে হলে আপনাকে বিজয় এর যেকোন ভার্সনের সফ্টওয়্যার ব্যাবহার করতে হবে।

আজ এই পর্যন্ত সকলেই ভাল ভাল কমেন্ট করবেন এটাই আমার আশা

কারন সকলকে উচিৎ নতুনদের কে উৎসাহিত করা ।

সকলকে ধন্যবাদ।

Level 0

আমি আসাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি windows7 এ ব্যাবহার করা যাবে।

Level 0

nice tune.good starting . I wish you will be good tuner.

সুখন ভাই অনেক অনেক ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য আর হ্যা এটা windows 7 এ কাজ করবে। ‍‍"পরীক্ষিত"

jhantu.sa ভাই অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন সকলকে ভাল ভাল টিউনস উপহার দিতে পারি।

অনেক সুন্দর হয়েছে আসাদ ভাই।

ধন্যবাদ রায়হান (শুধুমাত্র তোমার কমেন্টস করার জন্য)

microsoft word2010 e kivabe droto font paribartan kora jai. help plz. apnar eyi technic word2003 porjanto kaj kore.

mohammad khalid hosain ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য। তবে আমার কাছে microsoft word2010 ভার্সন নাই তাই Microsoft word 2007 এ পরীক্ষা করে দেখলাম কাজ করে সেহেতু microsoft word2010 ভার্সনে কাজ করাই স্বাভাবিক।
সমস্যা হলে আমার Blogspot এ দেখতে পারেন http://www.deshmusic.co.cc/2011/07/microsoft-word-2007.html এই ঠিকানায়।

কীবোর্ড এবং ফন্ট দুইটা কি একই সাথে পরিবর্তন হবে। যেহেতু আমার বিজয় কীবোর্ড পরিবর্তন করতে এই কমান্ড ব্যবহার করি। আপনার জন্য শুভ কামনা রহিল। ভবিষ্যতে আর ভাল পোস্ট আশা করছি। ধন্যবাদ।