আমার এই টিউনটি মাইক্রোসফট ওয়ার্ড বিষয়ক। কিভাবে সহজে ও দ্রুত মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট পরিবর্তন করা যায় এ বিষয়ে একটি টিপস বিস্তারিত আলোচনা করেছি।
আমাদেরকে প্রায় সময় মাইক্রোসফট ওয়ার্ডে (এম এস ওয়ার্ডে) কাজ করতে গিয়ে একই সময় বাংলা ও ইংরেজী দুটো ভাষার টাইপ করতে হয়। এ সময় বাংলা ফন্ট ও ইংরেজী ফন্ট বারবার পরিবর্তন করতে অনেক ঝামেলা হয়। বিশেষ করে মেন্যুবার থেকে বারবার ফন্ট খুজে বের করতে হয়। তাছাড়া বারবার ফন্ট চেঞ্জ করতে অনেক সময় নষ্ট হয়। আপনি ইচ্ছা করলে এক ক্লিকে ফন্ট পরিবর্তন করতে পারবেন। এ জন্য আপনি মেন্যুবার থেকে Tools >Customize এ যান।
বাম পাশ থেকে প্রথমে খুজে বের করে font এ ক্লিক করুন।এখন ডান পাশে স্ক্রল বার চেপে নিচে গিয়ে খুজে Times New Roman বা আপনার অন্য কোন আপনার প্রয়োজনীয় ফন্টটি সিলেক্ট করুন।
এখন Times New Roman বা অন্য কোন আপনার প্রয়োজনীয় ফন্ট মাউস দ্বারা চেপে ধরুন (ড্রাগ করুন)। এটিকে মাইক্রোসফট ওয়ার্ডের মেন্যু বারে যেখানে Help লেখা রয়েছে তার ডান পাশে বা আপনার পছন্দমত জায়গায় স্থাপন করুন।
একইভবে ডান পাশে স্ক্রল বার চেপে নিচে গিয়ে খুজে SutonnyMJ বা অন্য কোন আপনার প্রয়োজনীয় ফন্ট মাউস দ্বারা চেপে ধরুন (ড্রাগ করুন)।
এটিকে মাইক্রোসফট ওয়ার্ডের মেন্যু বারে যেখানে Times New Roman ফন্টটি রয়েছে তার ডান পাশে বা আপনার পছন্দমত জায়গায় স্থাপন করুন।
এভাবে আপনার প্রয়োজনীয় ফন্ট গুলো মেন্যু বারে নিয়ে আসুন। পেজটি ক্লোজ করে দিন।
এখন থেকে পেজটি নিচের মত দেখাবে এবং এখান থেকে
এখন থেকে আপনাকে ফন্ট পরিবর্তন করার জন্য বারবার ফন্ট খুজে বের করতে হবে না, মাউস দ্বারা মেন্যূ বার থেকে এক ক্লিকেই ফন্ট পরিবর্তন করতে পারবেন। সবাই ভাল থাকবেন। পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। ভাল লাগলে কমেন্ট করবেন।
আমি এম, এইচ, মিনহাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student
ভাল