আসুন jQuery শিখি :: jQuery Events [পর্ব-২]

আসুন jQuery শিখি

২য় পর্বের সব কোড ডাউনলোড লিংক।

সহজে বলতে গেলে, web page এর মাঝে কোন কিছুর উপর ক্লিক করা, মাউস উপরে নেয়া, মাউস সরিয়ে ফেলা এ সবই আলাদা আলাদা event

ডেমো

যেমন,

>

<html>
<head>
<script type="text/javascript" src="jquery.js"></script>
<script type="text/javascript">
$(document).ready(function(){
$("button").click(function(){
alert("Do not click me again. STUPID");
});
});
</script>
</head>
<body>
<div style="background:yellow;width:300px;height:300px">
<button>Click to Be warned</button>
</body>
</html>

একই ভাবে,

$("button").click কে, অন্য event name দিয়ে replace করে দেখতে পারেন।

যেমন,

$("button").hover(function(){
alert("Do not Enter my region. STUPID");
});

এছাড়া আছে, dblclick, focus, mouseover ..... jQuery events er total reference পাবেন, http://www.w3schools.com/jquery/jquery_ref_events.asp

reference এর কোন কিছু বুঝতে সমস্যা হলে জিজ্ঞাস করতে পারেন।

Level 0

আমি নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গণনা যন্রের কারিগর।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জুমলা সাইটে কেমনে ব্যবহার করব?

    একই ভাবে জুমলা template এর head এ jQuery Library use korben.
    Then body তে jQuery এর কোড add করবেন।

vi apner mail id ki??

দারুন ভাই, চালিয়েন যান, আমি আপনার নিয়মিত ছাত্র ! 😉

ভালো হচ্ছে, চালিয়ে যান। আমরা কিছু শিখতে পারব আশা করি, এই সুযোগে। ধন্যবাদ আপনাকে।

Level 0

@নাহিদ:
Vai ar post koi? Please aro likhen……

Level 0

Vai ar post koi? Please aro likhen……

Level 0

গায়েব হইয়া গেলেন

Level 0

new post chai