ডেকষ্টপের সটর্কাট আইকন হতে এ্যারো কি ডিলিট করার উপায়

icon1.JPGicon1.JPGডেকষ্টপের সটর্কাট আইকন হতে এ্যারো কি ডিলিট করার উপায় আমরা অনেক সময় ভিবিন্ন ফোল্ডার কে ডেকষ্টপ এ এনে রাখি আমাদের কাজের সুবিদার জন্য । কিন্তু আমাদের ঐ ফোল্ডারগুলো উইন্ডোজের অন্যান ফোল্ডার এর মত নরমাল দেখায় না বরং আমাদের আনিত ফোল্ডারগুলোর নিচে একটা এ্যারো কি যুক্ত হয়ে থাকে।চলুন ঐ এ্যারো কি থেকে মুক্ত করি আমাদের আনিত ফোল্ডারগুলোকে। তার জন্য যা করতে হবে:
প্রথমে ক্লিক করুন Start Menu -> Run এ regedit লিখে এন্টার দিন। Registry Editor চালু হবে। HKEY_CLASSES_ROOT \lnkfile এ যান। এরপর ডানদিকের প্যানেলে IsShortcut স্ট্রিংটি ডিলিট করে দিন। আবার HKEY_CLASSES_ROOT\piffile এ যান। ডানদিকের প্যানেলে IsShortcut স্ট্রিংটি ডিলিট করুন। এবার উইন্ডোজকে রিস্টার্ট করুন।
আশা করি মুক্ত হবেন ঐ এ্যারো কি থেকে ।

Level 0

আমি Bashir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

হুম। তবে এরো কী টা দরকার, বুঝতে সুবিধা হয়

Level 0

আমার টিউনটি মুছে যায় কেন? বুঝতে পারছিনা।

@Robayeth ডেকষ্টপের মধ্যে এ্যারো কি দেথতে চাইলে ক্লিক করুন start -> my music -> right click ->send to -> desktop (creat shortcut) ফোল্ডার এর নিচের দিকে লক্ষ করুন এ্যারো কি টি।
ধন্যবাদ

Level 0

Bashir ভাই আমারও একই প্রশ্ন টিউন মুছে যায় কেন ? বুঝতে পারছিনা।