লিচিং কেন করি?- র্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড, ফাইলসনিক, ডেপোসিটফাইলস এর মত ফাইল শেয়ারিং সাইট থেকে ফ্রিতে ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টসহ ডাউনলোড করার জন্য। লিচিং জিনিষটা কি, কেন ও কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত লিখেছিলাম এখানে
লিচিং জিনিষটা কি, কেন করি এগুলা পুরান প্যাচাল । 6ybh আর Dinnoz নিয়ে তো আগেই লিখেছি, পুরান কাসুন্দি নাইবা ঘাটলাম। গতমাস থেকে ফাইলসার্ভ এর ফাইল লিচিং এর জন্য ব্যবহার করছি একটা নতুন সাইট।
৭০০ জিবি পর্যন্ত ফাইল হোস্টিং এর পাশাপাশি ফ্রি একাউন্ট দিয়ে প্রতিদিন লিচ করানো যায় ৫ গিগাবাইট (মাত্র!) ...আর লিচিং সাপোর্ট করে এই ফাইল হোস্ট গুলার- shared.com, 4shared.com, Easy-share.com, Filefactory.com, Fileserve.com, Filesonic.com, Hotfile.com, Rapidshare.com, Uploading.com. আর সাইটের লিচিং স্পিড? পুরাই উড়াধূরা
সব সুবিধা লুফে নিতে রেজিস্ট্রেশন করে ফেলুন 10upload সাইটটায় (লিঙ্ক দেয়া যাবেনা, 10upload লিখে গুগলে সার্চ করুন)
রেজিস্ট্রেশনের নিয়ম আর লিচিং ও ডাউনলোডের অন্যান্য নিয়মকানুন 6ybh এর মতই
পুনশ্চ ১- টেকটিউন্সের ইউজাররা ভুলেও এই সাইটের কোন লিঙ্ক শেয়ার করতে যাবেন না। পাছে ঐ লিঙ্ক থেকে ভুলে অনেকে ডাউনলোড করে ফেলতে পারে। আর একটা নির্দিষ্ট সংখ্যক ডাউনলোডের জন্য আপনি না চাইলেও এই বদ সাইট আপনার একাউন্টে ডলার জমা করে দিবে। টেকটিউন্সের ঘাড়ে চড়ে কোটি কোটি টাকা কামাবেন?! লাহাওলাওয়ালা কুয়াতা! যত সুবিধাই থাকুক না কেন, যে কোন অ্যাফিলিয়েট ফাইল হোস্ট টিটিতে হারাম! এই আকাম করার জন্য কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে আপনি সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারেন।
তাই ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টওলা ফাইলহোস্ট 6ybh, Dinnoz, 10upload শুধু নিজেই ব্যবহার করুন, টিটিতে ভুলেও শেয়ার করবেন না। বরং ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টহীন rapidshare কিংবা hotfile এর লিঙ্ক দিন। এইগুলা টেকটিউন্স বান্ধব (মন্তব্য নিষ্প্রয়োজন)
পুনশ্চ ২- ঈমানে কই, কসম কইরা কই-- এই পোস্ট লেখার জন্য কিংবা এই পোস্টের কোন লিঙ্ক ধরে রেজিস্ট্রেশন করলে কোন জায়গা থেকে আমি এক পয়সাও পাবনা। তাই মডুরা, এই অধমরে ব্যান কইরেন না... "অন্যের উপকারও করমু আবার টাকাও কামামু" এই দুইটা যে পরস্পর বিপরীত জিনিষ এইটা মনে না নিলেও মেনে নিয়েছি।
পুনশ্চ ৩- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত
আর কি? হ্যাপি ডাউনলোডিং!!!
আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।
10upload theke download speed kub slow…r resume o supprt korena dekhtesi