আবার নিয়ে আসলাম নতুন একটা লিচিং সাইটের খবর- র‍্যাপিডশেয়ার, হটফাইল, ফাইলসার্ভ, ফাইলসনিকের মত হোস্টিংসাইট থেকে ফ্রিতে প্রিমিয়াম সুবিধা নিয়ে ডাউনলোডের জন্য দেখতে পারেন…

লিচিং কেন করি?- র‍্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড, ফাইলসনিক, ডেপোসিটফাইলস এর মত ফাইল শেয়ারিং সাইট থেকে ফ্রিতে ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টসহ ডাউনলোড করার জন্য। লিচিং জিনিষটা কি, কেন ও কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত লিখেছিলাম এখানে

লিচিং জিনিষটা কি, কেন করি এগুলা পুরান প্যাচাল । 6ybh আর Dinnoz নিয়ে তো আগেই লিখেছি, পুরান কাসুন্দি নাইবা ঘাটলাম। গতমাস থেকে ফাইলসার্ভ এর ফাইল লিচিং এর জন্য ব্যবহার করছি একটা নতুন সাইট।

৭০০ জিবি পর্যন্ত ফাইল হোস্টিং এর পাশাপাশি ফ্রি একাউন্ট দিয়ে প্রতিদিন লিচ করানো যায় ৫ গিগাবাইট (মাত্র!) ;) ...আর লিচিং সাপোর্ট করে এই ফাইল হোস্ট গুলার- shared.com, 4shared.com, Easy-share.com, Filefactory.com, Fileserve.com, Filesonic.com, Hotfile.com, Rapidshare.com, Uploading.com. আর সাইটের লিচিং স্পিড? পুরাই উড়াধূরা :-*

সব সুবিধা লুফে নিতে রেজিস্ট্রেশন করে ফেলুন 10upload সাইটটায় (লিঙ্ক দেয়া যাবেনা, 10upload লিখে গুগলে সার্চ করুন)

রেজিস্ট্রেশনের নিয়ম আর লিচিং ও ডাউনলোডের অন্যান্য নিয়মকানুন 6ybh এর মতই :)

পুনশ্চ ১- টেকটিউন্সের ইউজাররা ভুলেও এই সাইটের কোন লিঙ্ক শেয়ার করতে যাবেন না।  পাছে ঐ লিঙ্ক থেকে ভুলে অনেকে ডাউনলোড করে ফেলতে পারে। আর একটা নির্দিষ্ট সংখ্যক ডাউনলোডের জন্য আপনি না চাইলেও এই বদ সাইট আপনার একাউন্টে ডলার জমা করে দিবে। টেকটিউন্সের ঘাড়ে চড়ে কোটি কোটি টাকা কামাবেন?! লাহাওলাওয়ালা কুয়াতা! যত সুবিধাই থাকুক না কেন, যে কোন অ্যাফিলিয়েট ফাইল হোস্ট টিটিতে হারাম! এই আকাম করার জন্য কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে আপনি সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারেন।

তাই ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টওলা ফাইলহোস্ট 6ybh, Dinnoz, 10upload শুধু নিজেই ব্যবহার করুন, টিটিতে ভুলেও শেয়ার করবেন না। বরং ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টহীন rapidshare কিংবা hotfile এর লিঙ্ক দিন। এইগুলা টেকটিউন্স বান্ধব (মন্তব্য নিষ্প্রয়োজন) emot slices 60 র‍্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড, ফাইলসার্ভ, ফাইলসনিকের মত সাইট থেকে ফ্রিতে প্রিমিয়াম ইউজারের সুবিধা নিয়ে ডাউনলোডের জন্য নতুন একটা লিচিং সাইট! | Techtunes

পুনশ্চ ২- ঈমানে কই, কসম কইরা কই-- এই পোস্ট লেখার জন্য কিংবা এই পোস্টের কোন লিঙ্ক ধরে রেজিস্ট্রেশন করলে কোন জায়গা থেকে আমি এক পয়সাও পাবনা। তাই মডুরা, এই অধমরে ব্যান কইরেন না... "অন্যের উপকারও করমু আবার টাকাও কামামু" এই দুইটা যে পরস্পর বিপরীত জিনিষ এইটা মনে না নিলেও মেনে নিয়েছি।

পুনশ্চ ৩- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

আর কি? হ্যাপি ডাউনলোডিং!!!

:D :D :D :D :D :D

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

10upload theke download speed kub slow…r resume o supprt korena dekhtesi

শেয়ারের জন্যে মিডিয়াফায়ারতো আছেই।

দুই এক ডলার কামানোর জন্যে নিলর্জ্জের মতো এতোকিছু!!! অথচ টিটি যে মাগনা এতোদিন ধরে এরকম অসাধারণ ও প্রচন্ড জনপ্রিয় সাইট বিনা এ্যাড এ পরিচালিত করে আসছে তা মনে হয় কারো মনে থাকে না।

    "শেয়ারের জন্য মিডিয়াফায়ার তো আছেই"- এই জোক্সটা ভালো ছিল, হাসতেই আছি…ভাইজানের কি রিমোট আপলোডিং কিংবা লিচিং সম্পর্কে কোন আইডিয়া আছে? মনে হয়না।

    6ybh-upload এর ফাইল লিচিং ও রিমোট আপলোডিং সুবিধা থাকায় সাপোর্টেড সাইটগুলো থেকে খুব সহজেই ফাইল আপলোড করা যায়। আমাদের দেশের অতি স্লো ইন্টারনেটের কারনে কোন ফাইল ম্যানুয়ালি আপলোড করা যে কী বিড়ম্বনা তা সকলেই জানেন। সাইজে একটু বড় হলে তো কথাই নেই। এমনও হয়েছে, মিডিয়াফায়ারে ৪৫ মেগাবাইটের একটা ফাইল আপলোড করতে গিয়ে সারাদিন চলে গিয়েছে কিন্তু আপলোড আর করতে পারি না। অর্ধেকমত গিয়েই দেখায় নেটওয়ার্ক কানেকশন ফেইলিওর। তাই অনেক ক্ষেত্রেই ইচ্ছা থাকলেও এখন থেকে দরকারী কোন ফাইল শেয়ার করা সম্ভব হবে না।

    রিজ্যুম সাপোর্ট: 6ybh একটা ফাইলের জেনারেট করা লিঙ্কে ঐ আইপিতে টানা ৪৮ ঘন্টা পর্যন্ত এই সুবিধা প্রদান করে। আপনার মিডিয়াফায়ার এইটা দেয় শুধুমাত্র এক সেশনের জন্য। অর্থাৎ কোন কারনে নেট ডিসকানেক্ট হলে কিংবা কারেন্ট চলে গেলে পরবর্তিতে রিজিউম করতে গেলেই এরর দেখাবে। সেই এরর ফিক্স করতে আবার যেতে হবে লিঙ্ক রিপ্লেসিং ক্যাচালের মধ্য দিয়ে। এইবার বলেন কোনটা ভালো?

    যে জানেনা তাকে জানানো যায়, যে বুঝেনা তাকে বুঝানো যায় কিন্তু যে সব বুইঝাও না বোঝার ভান করে তাকে কিছু বোঝানোর চেষ্টা করাটা অর্থহীন। তারচেয়ে আপনাকে একটা গল্প শুনাই- আমার বন্ধু আমাকে ফটোশপ ডাউনলোডের জন্য একটা লিঙ্ক দিল যেইটা rapidshare এ হোস্ট করা। আমি বললাম- দোস্ত কারেন্টের যে করূন অবস্থা, রিজিউম সুবিধা ছাড়া ২০০মেগাবাইটের ফাইল ডাউনলোড দিমুনা, তুই রিজিউম সাপোর্টওলা ডাউনলোড লিঙ্ক দে। এইবার বন্ধুটি লিচ করিয়ে 6ybh এর লিঙ্ক দিল, আমিও খুশিমনে ডাউনলোড করে নিলাম ও আমার বন্ধুটির প্রতি কৃতজ্ঞতা জানালাম। কিন্তু অবাক বিষয়, এই ঘটনা দেখে তৃতীয় আরেকজন মহা ক্ষেপে গেল। বলল- "শালারা, ব্যবসা খুইলা বইচস? লিঙ্ক দিয়া কোটি কোটি টাকা কামাস, দিমুনা তোগোরে টাকা কামাইতে, আইজকা থিকা এইগুলান সব বন!" ……বন্ধ হয়ে গেল ফাইল শেয়ারিং। লাভটা হল কার?

    আপনার মন্তব্যের দ্বিতীয় লাইনে লিখেছেন- "দুই এক ডলার কামানোর জন্যে নিলর্জ্জের মতো এতোকিছু!!! অথচ টিটি যে মাগনা এতোদিন ধরে এরকম অসাধারণ ও প্রচন্ড জনপ্রিয় সাইট বিনা এ্যাড এ পরিচালিত করে আসছে তা মনে হয় কারো মনে থাকে না।" — এটা নিতান্তই অপ্রাসংকগিক ও খাপছাড়া একটা কথা। নিজের ওয়েবসাইটে এড দেয়া কিংবা অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ারিং মানেই খারাপ কিছু এই হাস্যকর ধারনা আপনার কি করে হল জানিনা। অ্যালেক্সাতে 6ybh এর ট্রাফিকই বলে দিচ্ছে বাংলাদেশে সাইটটি কি পরিমান জনপ্রিয়। তারপরও সন্দেহ থাকলে আমার পোস্টগুলো ঘুরে এসে বলেন তো আমার লেখাগুলায় উপকার ছাড়া কারও অপকার হয়েছে কিনা? একটা লিঙ্ক থেকে ডাউনলোড করবেন কি করবেননা এটায় কেউ কাউকে বাধ্য করছেনা বরং একান্তই পাঠকের ব্যক্তিগত ব্যাপার। এই স্বাধীনতার জায়গাটিতে অযাচিত হস্তক্ষেপ সংকীর্ন মানসিকতারই পরিচয় বহন করে।

কথাগুলো ঘুরিয়ে বললেইতো আর হলো না। ইনিয়ে বিনিয়ে ঠিক কি বলতে চাচ্ছেন তা ঠিকই বুঝা যাচ্ছে। আপনি টাকা কামাতে চাচ্ছেন সমস্যা নেই। কিন্তু তারজন্যে অন্য অনেক পথ রয়েছে।
তাছাড়া সবচেয়ে বড় কথা হলো – প্রত্যেকটি সাইটেরই নিদিষ্ট কিছু নীতিমালা রয়েছে। ব্যবহারকারী তার এগ্রিমেন্টে সেই নীতি মেনেই সাইটি ব্যবহার করে। টিটির নীতিমালায় বর্তমানে পরিস্কারভাবে দিকনির্দেশনা দেওয়া আছে এবং যারাই টিটি ব্যবহার করবে অবশ্যই সেই নীতিমালা মেনেই ব্যবহার করবে আশা করা যায়। কিন্তু তারপরও আপনি অঝথা নীতিমালা পরিবর্তন বা ভঙ্গের জন্যে উস্কানীমূলক লেখা দিলেন –
"|| পুনশ্চ ১- টেকটিউন্সের ইউজাররা ভুলেও এই সাইটের কোন লিঙ্ক শেয়ার করতে যাবেন না। পাছে ঐ লিঙ্ক থেকে ভুলে অনেকে ডাউনলোড করে ফেলতে পারে। আর একটা নির্দিষ্ট সংখ্যক ডাউনলোডের জন্য আপনি না চাইলেও এই বদ সাইট আপনার একাউন্টে ডলার জমা করে দিবে। টেকটিউন্সের ঘাড়ে চড়ে কোটি কোটি টাকা কামাবেন?! লাহাওলাওয়ালা কুয়াতা! যত সুবিধাই থাকুক না কেন, যে কোন অ্যাফিলিয়েট ফাইল হোস্ট টিটিতে হারাম! এই আকাম করার জন্য কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে আপনি সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারেন।

তাই ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টওলা ফাইলহোস্ট 6ybh, Dinnoz, 10upload শুধু নিজেই ব্যবহার করুন, টিটিতে ভুলেও শেয়ার করবেন না। বরং ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টহীন rapidshare কিংবা hotfile এর লিঙ্ক দিন। এইগুলা টেকটিউন্স বান্ধব (মন্তব্য নিষ্প্রয়োজন) emot slices 60 আবার নিয়ে আসলাম নতুন একটা লিচিং সাইটের খবর র‍্যাপিডশেয়ার, হটফাইল, ফাইলসার্ভ, ফাইলসনিকের মত হোস্টিংসাইট থেকে ফ্রিতে প্রিমিয়াম সুবিধা নিয়ে ডাউনলোডের জন্য দেখতে পারেন… | Techtunes

পুনশ্চ ২- ঈমানে কই, কসম কইরা কই– এই পোস্ট লেখার জন্য কিংবা এই পোস্টের কোন লিঙ্ক ধরে রেজিস্ট্রেশন করলে কোন জায়গা থেকে আমি এক পয়সাও পাবনা। তাই মডুরা, এই অধমরে ব্যান কইরেন না… "অন্যের উপকারও করমু আবার টাকাও কামামু" এই দুইটা যে পরস্পর বিপরীত জিনিষ এইটা মনে না নিলেও মেনে নিয়েছি। ||"
এবং তা ডিফেন্ড করছেন যা কিনা পরোক্ষভাবে নীতিমালার বিরোধী। এখন কথা হলো আপনি উপকার চান তা খুবই ভালো কথা কিন্তু খেয়াল রাখতে হবে তা আপনি কোন নীতিতে করছেন। নিদিষ্ট সাইট সেই নীতিকে সমর্থন দেয় কিনা। (আপনি নিশ্চয়ই জানেন বর্তমানে অনেক বাংলা সাইট রয়েছে নীতিমালার কারণে যারা কোন পাইরেটেড কনটেন্ড কোন ব্যবহারকারী শেয়ার করলেই বিনা নোটিশে তাকে ব্যান করে। সেদিক থেকেও কিন্তু টিটি অনেক সহনশীল।)
আরেকটি ব্যাপার বিনা লাভে মানুষের উপকারের নামে আপনি পন্ডশ্রম করতে রাজি নন। সেটিও কিন্তু আপনার মন-মানসিকতা এখানে কিন্তু কেউ আপনাকে বাধ্য করছে না।

একটি ব্যাপার এখানে ক্লিয়ার হওয়া দরকার – কেউ টাকা কামালে টিটি-র সমস্যা নেই। সমস্যা হলো এইসব অ্যাফিলিয়েট ফাইল হোস্টগুলো-র টিটি মান কমে যাচ্ছিল দিনকে দিন।

সর্বশেষে এটি নিয়ে আপনার সাথে আমি আর এই বিষয়ে তর্ক আগ্রহী নই। আপনার যদি বোধদয় হয় ভালো নয়তো যথাযথো কৃর্তপক্ষ আছেন। তারাই ব্যাপারগুলো খেয়াল করবেন।
আমার কোন কথায় যদি আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দু:খিত। ভালো থাকবেন।

    একটা প্রচলিত প্রবাদ মনে পড়ে গেল– "বিচার যাই হোক, তালগাছটা আমারই"… আপনি যে তালগাছপ্রেমী এই ব্যাপারটা জানা ছিলনা, জানা হল। তবে ইনিয়ে-বিনিয়ে কথা কিভাবে বলে সেটা অবশ্য এখনও জানা নেই, ভাবছি আপনার কাছ থেকেই শিখতে হবে। বাংলা ব্লগের দুনিয়ায় গত পাঁচ বছরে আপনার মত লোক নতুন দেখছিনা। আমি কি হনুরে ভাব নিয়ে নিজেকে সুশীল প্রমাণের ব্যর্থ চেষ্টার পর যে বিরাট মন্তব্য ফেঁদে বসলেন (যার সিংহভাগই অবশ্য আমার লেখার কোটেশন) তাতে আপনার মনঃযন্ত্রণাটা নগ্নভাবেই ফুটে উঠেছে…ব্যাপারনা! আমি কিছুই মনে করিনি, নূন্যতম সহনশীলতা আছে বলেই নিতান্ত অধম এই আমি অন্তর্জালে ব্লগিং চালিয়ে যেতে পারছি।

    আমার সম্পর্কে লিখেছেন "বিনা লাভে মানুষের উপকারের নামে আপনি পন্ডশ্রম করতে রাজি নন"- ও আচ্ছা, তাই নাকি? আলোচনাটা যেহেতু টিটি নীতিমালা থেকে ব্যক্তিগত আক্রমণের দিকে নিয়ে গেলেন তখন বিনয়ের সাথে জানিয়ে রাখি আপনার মত নেতিবাচক ও ক্ষুদ্র মানসিকতার একজনের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার আশায় এ অধম বসে নেই। লিঙ্ক শেয়ারিং করে টাকা কামানোটাই যদি মূল উদ্দ্যেশ্য হত তাহলে এত সময় আর শ্রম খরচ করে ব্লগিং এর প্রয়োজন পড়তো না। warez-bb-এর মত শতশত সাইটে লিঙ্ক শেয়ারিং করেই শতশত ডলার কামিয়ে নিতে পারতাম। নাকি আপনার ধারণা এই অধম ইংরেজি জানে না? বলা যায়না, আপনি এমনটা ভেবে থাকলেও অবাক হবনা। নেতিবাচক মন নিয়ে ইতিবাচক কিছু ভাবা সম্ভব নয় বলেই জানি।

    টিটির নীতিমালায় সন্তুষ্ট ছিলাম বলেই এখানে লেখা শুরু করি। কিন্তু আপত্তিটা আসে নতুন যুক্ত হওয়া অ্যাফিলিয়েট ফাইল হোস্টগুলোর ব্ল্যাকলিস্ট করা নিয়ে। মনে করে দেখুন তো, অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে সারাদিনে টিটিতে কয়টা পোস্ট আসতো। যেগুলা আসতো তার সবগুলোই কি নিম্নমানের ছিল? কতজন টিটি মেম্বার সেগুলোর বিপক্ষে ছিলেন? যদি অপছন্দই করে থাকেন, অ্যাফিলিয়েট পোস্টগুলোকে অপ্রয়োজনীয় মনে করেন তাহলে কেন আমার শেয়ার করা বইগুলোকে ডাউনলোড করেন? হাজারেরও অধিক পাঠক কেনইবা অযথা আমার শেয়ার করা "অপ্রয়োজনীয় নিম্নমানের পোস্ট" থেকে বই নামান… শুধু একটারই উদাহরণ দেই- পিসি ট্রাবলশুটিং নিয়ে পড়া আমার খুব প্রিয় একটা বই শেয়ার করেছিলাম টিটিতে- https://www.techtunes.io/download/tune-id/71422/
    …এই মন্তব্য যখন লিখছি তখন আপলোড সাইটে এই বইটার ডাউনলোড কাউন্ট সংখ্যা ১১০০ ছাড়িয়ে গেছে- http://i.imgur.com/Si6a7.png

    এখন, আপনার কি ধারণা টাকা কামানোর জন্য ঝাপিড়ে পড়া এই অধম হাজারেরও বেশী টিটি ইউজারকে বাধ্য করেছে বইটা ডাউনলোড করতে?- খুব সম্ভব আপনার ভাবনাটা অনেকটা এমনই। আমার চিন্তা, আমার বোধ আমার মাঝেই আছে, তবে আপনার নিজের মন-মানসিকতা সম্পর্কে আত্মবোধদয় হবে এমনটা দূরাশা করতে পারছিনা বলে দুঃখিত। কাজেই আপনার মত একজনের সাথে এই অধমের তর্কে যাওয়ার যৌক্তিকতাই নেই…

    নীল আকাশ আপনার সমস্যা কিরে ভাই? এইখানে এলেবেলে ভাই কোন যায়গায় লিঙ্ক রিফার করল? আপনার ভালো লাগেনা, জাস্ট ইগ্নোর করেন, আর খুব আপত্তি থাকলে মডুদের কাছে রিপোর্ট করেন। বেহুদা কেনও ফাল মারতেছেন, টিউনার যদি কোনও লিঙ্ক লিচ করে সেটা শেয়ার করত তাহলেও আপত্তি করা যেত, কিন্তু এখানে টিউনার শুধু একটি সাইট শেয়ার করেছেন মাত্র। আমার কোন কথায় যদি আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দু:খিত। ভালো থাকবেন।

    @টিপু ভাই, বাদ দেন। নিন্দুকেরা অনেক কথাই বলে, ইগনর কইরা যান …সবই মাগুর মাছের ভেলকিবাজি! :p …অন্যের অর্জনে গা জ্বালা করার লোক নতুন তো না! ত্যানা প্যাচানো বাদ দিয়ে আসেন একটা গল্প শুনাই-

    " একলোকের একটা কুকুর ছিল। তো, একদিন হঠাৎ ভদ্রলোক আবিষ্কার করলেন তার কুকুরটা পানির মধ্যে সাঁতার কাটে না, বরং পানির উপর দিয়ে দিব্যি হাঁটাচলা করতে পারে। কি আচানক ব্যাপার! এমন একটা কুকুরের মালিক হতে পেরে ভদ্রলোক আনন্দিত বোধ করলেন। ঠিক করলেন তার এই আনন্দ সবার সাথে শেয়ার করবেন। তাই পরদিন বিকালে এক বন্ধুকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন তার কুকুরের কেরামতি দেখিয়ে চমকে দিবেন বলে।

    পরদিন ঐ লোকের বন্ধু ঠিক সময়ে এসে উপস্থিত, তাকে সুইমিং পুলের পাশে বসতে দেয়া হল। ভদ্রলোকের কুকুরটি ছিল সুইমিং পুলের ঠিক বিপরীত পাশে। তো, বন্ধুকে চমক দেখাতে ঐ কুকুরের মালিক কুকুরটাকে পুলের এই পাশে ডাক দিলেন। কুকুরটা পানির উপর দিয়ে হেঁটেই এ পাড়ে চলে আসলো। গর্বিত ভাব নিয়ে লোকটা তার বন্ধুটিকে জিজ্ঞেস করলো- "কি দোস্ত, কেমন দেখলি আমার কুকুরের কেরামতি?" … বন্ধুটা একটু ভেবে উত্তর দিল- "দেখলাম তোর কুকুর। কিন্তু তোর কুকুরটা পানিতে সাঁতার কাটতে জানেনা।"

    — নেতিবাচক মানুষের চিন্তাভাবনা আর দেখার ভংগিটাই আলাদা। আর এই নেতিবাচকতা চূড়ান্ত রূপ পায় যখন এর সাথে অন্যের প্রাপ্তি আর অর্জন দেখে ঈর্ষা যুক্ত হয়। ব্যাপারনা…কিছু মানুষের এলার্জিটিক রিঅ্যাকশনে কিছু আসে-যায়না। বরং "ওদেরকে ওদের মত থাকতে দেন, ওরা নিজেকে নিজেদের মত গুছিয়ে নিয়েছে"… :p 😛 :p

      Level 0

      ঠিক ঠিক একদম ঠিক কথা বলছেন