আসুন শিখি Microsoft excel part-2 (আজকে আমরা কিভাবে autofill অপশন ব্যাবহার করা হয় তা দেখব)

আসুন শিখি Microsoft Excel

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল এর auto fill অপশন এর ব্যাবহার দেখাব।

***প্রথমে, Microsoft excel ওপেন করুন।

***এবার, A1 আর A2 সেল এ 1 এবং 2 লেখি।

***এবার, A1 সেল হতে A20 সেল পর্যন্ত তার মানে 1 লেখা ঘর হতে ২০ লেখা ঘর পর্যন্ত মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করুন।

***এবার, edit>fill>series এ ক্লিক করুন।

***তারপর, autofill এ ক্লিক করে ok ক্লিক করুন।

***দেখুন ,A1 হতে A20 পর্যন্ত autofill হয়ে গেছে।

***আগেরমত B1 আর B2 সেল এ january এবং february লিখুন।

***এবার, B1 সেল হতে B20 সেল পর্যন্ত তার মানে 1 লেখা ঘর হতে ২০ লেখা ঘর পর্যন্ত মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করুন।

***এবার, edit>fill>series এ ক্লিক করুন।

***তারপর, autofill এ ক্লিক করে ok ক্লিক করুন।

***দেখুন , B1 হতে B20 পর্যন্ত autofill হয়ে গেছে।

সবাই ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি এক্সএল এর কিছুই জানি না আশাকরি নিয়মিত টিউন করবেন।

আপনার টউন সব সময়ই ভাল হয়

Avcy †Kgb Av‡Qb wbðq fv‡jv Av‡Qb Avwg cÖ_g Avcbvi wUD‡b gš—e¨ cvVvjvg| fv‡jv †j‡M‡Q Pvwj‡q hvb|

I have several drop-down lists on my worksheet that are quit long.
it would be nice if the user could just press the first letter of the word he is looking for and the dropdown would automatically go to the first word with this letter. I know this feature exists in pretty much every drop-down on the web, etc, but how can I implement this in excel?

I am sure there has to be some code for it.
Please Help me.
Thanks.

২০০৭/ ২০১০ এ এই অপশন কোথায় বলবেন কি ?

Microsoft Office Excel নিয়ে টিউন পেয়ে অনেক খুশি হলাম Microsoft Office Excel শিখার আগ্রহ অনেক আপনার এই প্রচেষ্টাকে স্বাগতম।

thanks brother pls next part quick

ভাল ই হচ্ছে। চালিয়ে যান।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

thanks

অনেক অনেক ধন্যবাদ ভাই টিউটোরিয়াল গুলু চালিয়ে যাওয়ার জন্য।

ধন্যবাদ।

For ur kind attention. No need to use autofill option to done this type of work.

Simply type cell-A1(1) and cell-A1(2) drug 1&2 and scroll that. Easily you can do that without using autofill.

    আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি আপনার সাথে একমত। কিন্তু কথা হল যেকোন কাজ প্রথমে manually শিখতে হবে।তারপর, shortcut. এখানে অনেকেই আছে বিগিনার।তাদের কথা চিন্তা করবেন না। যেমন আপনি যদি আমার মাইক্রোসফট ওয়ার্ড এর টিউনগুলো দেখেন তাহলে দেখবেন আমি সেখানে বলছি আপনারা copy, paste করার জন্য মেনুতে গিয়ে এটা ক্লিক করুন,ওটা ক্লিক করুন।এটার দরকার কী? শুধু ctrl+c আর ctrl+v দিয়েই ত এই কাজ করা যায়।আমি আগে manually দেখিএছি।সবাই যখন বুঝেছে তারপর shortcut command এর উপর টিউন করেছি।এখানেও একই কথা । আগেই যদি আমি শর্টকাট নিয়ে কথা বলি তাহলে মাইক্রোসফট কেন file,edit,view.format,tools এসব অপশন রেখেছে।এসবের তো কন দরকার ছিল না।ওটারও দরকার আছে, এটারও দরকার আছে।আমাদের সব শিখতে হবে।আজকে টিউনএ manually সিখিয়েছি।আগামি টিউন এ কিভাবে শর্টকাট নিয়মে এই কাজ করা যায় তা দেখাব।সাথে থাকবেন।অবশ্য আমি যে সব জানি তা না,যতটুকু জানি তা টেকটিউনসকে জানানো আমার কর্তব্য।কারন এই টেকটিউন্স না থাকলে এই কম্পিউটার জগতেই আমি প্রবেশ করতে পারতাম না।তাই আমি যতটুকু জানি তার সব আমি টেকটিউনসকে দিব।এতে যদি আমার কয়েক বছর লাগে লাগুক কোন সমস্যা নেই।যতদিন টেকটিউনস আছে ততদিন আমি তার পাশে আছি।

    আপনি কিন্তু আমার কথায় mind কইরেন না।টেকটিউনস আর আপনাদের অনেক ভালবাসি বলেই এই কথা বলেছি।আমরা সবাই টেকটিউনস এ বন্ধু।

Level 0

আপু ২০০৭ ভার্সন ব্যাবহারে অটো ফিল অনেক সহজ.

Dada Microsoft er ki 2 ta part e tune koresen? jodi aro kore thaken tobe kindly amake link gulo diben ami net theke load kore nibo. othoba jodi shombob hoy tobe direct mail kore diben ([email protected])

oreeeeeeee sabiha excel’r ar baki part guli kobe pabo reeeeeee.

@সাবিহা, আপনার টিউনগুলো চমৎকার, তবে যে কাজটা সহজে করা যায় তা এত জটিল করে তুলে লাভ কি ? Prodip Sutradhar যে উপায়ের কথা বলেছেন সেটাই আপনি আরেকটু সুন্দর করে বলতে পারতেন, আমি প্রায় ২ বছর একটা কম্পিটার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক হিসাবে কাজ করেছি। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, এসব কাজগুলো শর্টকাট থেকে করাটা যেমন সহজ তেমনি শেখাটাও। Edit>Fill>Series>Autofill এতগুলো অপশন মনে রাখার চেয়ে সিলেক্ট করে ড্রাগ করাটা খুব সহজেই মনে থাকবে সকলের।

@সাবিহা, আপনার টিউনগুলো আমি গত কয়েকদিন ভালভাবেই দেখলাম, তবে বিষয় হলো টিউন খুবই ছোট হয়ে যায় এবং মান আর একটু বাড়াতে হবে। শুধু পোষ্ট এর সংখ্যার দিকে না তাকিয়ে পোষ্টের বিষয়গুলোর দিকে তাকাবেন প্লিজ। ধন্যবাদ

সাবিহা আপু মনেহয় মাইন্ড করছে, ,তাই বাকি পোষ্ট গুলো আর করছেন না,,,
.

প্লিজ, এক্সেল এর টিউটোরিয়াল গুলো চালিয়ে যান,প্লিজ,!!! আমার খুব কাজে লাগবে,

Level 0

কি ভাই 1,2 পার্ট তো ভালোই হয়েছে পরের গুলো দিলে উপকৃত হতাম
প্লিজ::::
প্লিজ;;;;
—প্লিজ—

Many many thanks to post your tune.

part 3 koi apu??
prothom 2 ta valo laglo..tnx