কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকের টিউন এ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এ clipart এবং image অ্যাড করা যায়।
***প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।
***এবার যেকোন বিষয়ে কিছু লিখুন।
***এবার, insert>picture>clip art…. এ ক্লিক করুন।
***এবার, পেজ এর ডানে go লেখায় ক্লিক করুন।
***এবার, যেকোন একটি clip art এ ক্লিক করুন।
***দেখুন, একটি clip art অ্যাড হয়ে গেছে।
***আপনার ডেক্সটপ থেকে কোন ইমেজ অ্যাড করতে চাইলে insert>picture>from file…. এ ক্লিক করুন।
***এবার, ডেক্সটপ থেকে যেকোন ইমেজ সিলেক্ট করে insert এ ক্লিক করুন।দেখবেন আপনার ইমেজটি চলে এসেছে।
সবাই ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
আপা অপেক্ষায় ছিলাম পার্ট ১৭ পাোয়ার জন্য এত সময় নিলেন কেন?
আমার একটা সমস্যা হচ্ছে বাংলায় o লিখতে গেলে ো এরকম হচ্ছে আশাকরি সমাধানটা দিবেন।