আসুন শিখি Microsoft office word part-17 (আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এ clip art এবং image অ্যাড করা যায়)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকের টিউন এ আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড এ clipart এবং image অ্যাড করা যায়।

***প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করুন।

***এবার যেকোন বিষয়ে কিছু লিখুন।

***এবার, insert>picture>clip art…. এ ক্লিক করুন।

***এবার, পেজ এর ডানে go লেখায় ক্লিক করুন।

***এবার, যেকোন একটি clip art এ ক্লিক করুন।

***দেখুন, একটি clip art অ্যাড হয়ে গেছে।

***আপনার ডেক্সটপ থেকে কোন ইমেজ অ্যাড করতে চাইলে insert>picture>from file…. এ ক্লিক করুন।

***এবার, ডেক্সটপ থেকে যেকোন ইমেজ সিলেক্ট করে insert এ ক্লিক করুন।দেখবেন আপনার ইমেজটি চলে এসেছে।

সবাই ভাল থাকবেন।আমার জন্য দোয়া করবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপা অপেক্ষায় ছিলাম পার্ট ১৭ পাোয়ার জন্য এত সময় নিলেন কেন?
আমার একটা সমস্যা হচ্ছে বাংলায় o লিখতে গেলে ো এরকম হচ্ছে আশাকরি সমাধানটা দিবেন।

আচ্ছা আর একটা কথা কিছু দিন হলো টেকটিউনে রেজিস্ট্রেশন করলে নিশ্চত করন লিংক মেইলে পাোয়া যাচ্ছে না কি সমস্যা?

ভাল লাগল

চালিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।

সুন্দর টিউটো অনেকেরই উপকারে আসবে।

শুধুমাত্র microsoft word 2010/2007 এর ডাউনলোড লিঙ্ক দিতে পারবেন একটা?? প্লিজ?? মানে হল মাইক্রোসফট অফিস পুরোটা না। শুধুমাত্র ওয়ার্ড ।
সাথে পাওয়ার পয়েন্ট পেলে খুব লাভ হত।

ভাল লাগল

ekhane aro kichu kaj thake, jmn picture er vitor likha, etc,!!! ektu details alochona korte partn

Level 0

vai,osom tune apnar valo laglo onek gula porlam…