কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আমাদের টেকটিউনস নতুন সার্ভার এ প্রবেশ করেছে।আস্তে আস্তে আমাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে।টেকটিউনস এর জন্য রইল শুভ কামনা।
আজকে আমি নতুন আরেকটি ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি।জানিনা কতটুকু বুঝাতে পারব।তবে আমি আমার সবটুকু দিয়ে বুঝানোর চেষ্টা করব।সবসময় পাশে থাকবেন।
***প্রথমে Microsoft excel ওপেন করুন।
***আপনাদের প্রথমে জিনিষের সাথে পরিচয় করিয়ে দেই।আপনারা বেশিরভাগই এগুলা জানেন।কিন্তু এটা যেহেতু ধারাবাহিক টিউটোরিয়াল তাই সবকিছু জানানো আমার কর্তব্য।
উপর থেকে নিচ বরাবর যেটা দেখছেন মানে A,B,C,…………… এগুলো হচ্ছে column.
***বাম থেকে ডানে 1,2,3,4,5,………….. এগুলোকে বলে row.
***আর ছোট ছোট বক্সগুলোকে বলে cell. এবার আপনাদেরকে দেখাই কিভাবে এই সেল গুলোর নামকরন করা হয়।দেখুন নিচের চিত্রে যেই সেল এর নামকরন করা হয়েছে c3, তা কিভাবে করা হল?C3 সেলটি c নাম্বার column এ আছে, আর এটি 3 নাম্বার row তে আছে।তাই একে C3 নামে অভিহিত করা হয়।
***এবার আসুন Microsoft excel এ কিছু ডাটা লিখি।মাউসটি A1 cell এ নিয়ে একবার ক্লিক করি, আর টাইপ করি SI. No
***SI. No লেখার পর একবার Tab চাপুন।দেখবেন, মাউস এর কার্সরটি ডানপাশের ঘরে চলে গেছে।এবার যথাক্রমে name,position,salary লিখুন।
***এরপর,একবার enter এ চাপুন।দেখবেন মাউস এর কার্সরটি A2 তে চলে এসেছে।এবার যথাক্রমে ডানে লিখুন 1,mizan,oficer,40000.
তারমানে আপনি যদি ডানে যেতে চান তাহলে Tab, আর নিচে যেতে চাইলে enter চাপুন।
***এভাবে আপনি আরো কিছু ডাটা পূরণ করুন।
***তারপর, file>save as এ ক্লিক করে file টি সেভ করুন।
আজকের এই বিষয়টি শুধু মাত্র বেসিক এর জন্য।সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
খুব ভালো হয়েছে ।অনেক কিছু শিখলাম।ধন্যবাদ