আসুন শিখি Microsoft office word part-15 (আজকের বিষয় কিভাবে পুরো পেজ জুড়ে border দেওয়া যায়।)

আসুন শিখি Microsoft Office Word

অক্ষমের লোভ আলাদীনের প্রদীপ এর গুজব শুনলেই লাফিয়ে উঠে।

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের মন প্রদর্শিত পথে চলুন।

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।প্রতিদিন ঘুম থেকে উঠে একটা প্রতিজ্ঞা করুন আজকে আমি একটা ভাল কাজ করব, তাহলে হিসেব করুন বছরে ৩৬৫ টি ভাল কাজ করা হয়ে যাবে।খারাপ কিসের।

***প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলুন।

***তারপর, মেনু হতে একটি টেবিল বানান।

***ড্রাগ করে টেবিলটি বড় করুন।

***টেবিল এ কিছু ডাটা অ্যাড করুন।

***ctrl আর A  একসাথে চেপে বা, মাউস দিয়ে ড্রাগ করে পুরো টেবিলটি মার্ক করুন।

***তারপর, মেনু থেকে format>borders and shadings এ ক্লিক করুন।

***তারপর, page border এ ক্লিক করুন।

***এবার, box ক্লিক করে সিলেক্ট করুন।

***তারপর, style থেকে যেকোন একটি style সিলেক্ট করুন।

***এবার, colour এ গিয়ে নিচের দিকে arrow তে ক্লিক করে যেকোন একটি colour সিলেক্ট করুন।

***ok ক্লিক করুন।

***দেখুন, আপনার পুরো পেজ জুড়ে border তৈরি হয়েছে।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল টিউন। এগিয়ে যান।

খুবই সুন্দর হচ্ছে, অনুগ্রহ করে চালিয়ে যান, টিউনের জন্য অনেক অনেক ধন্যবাদ।

ভাল হইতেছে এগিয়ে যান,
শুভকামনা রইল আপনার জন্য।

Level 0

অনেক মানুষের উপকারে আসবে

ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে… কোনো text কিভাবে boarder হিসেবে দিব । মানে ধরুন, ” MM publication” এই লিখাটা কিভাবে পেজ এর চারদিকে border এর মত দেওয়া যাবে…? বিভিন্ন গাইড বইতে চারদিকে যেভাবে দেওয়া থাকে… plzz reply…..