Easy মোবাইল flash with JAF

বন্ধুরা আমি আজকে JAF দিয়ে কিভাবে Nokia Phone সহজে Flash করা যায় সে সম্পর্কে বলব।

বাজারে অনেক Flash Software আছে। আমার মতে Jaf সবচেয়ে সেরা, কারণ আপনি নিজেই বুঝবেন।

Flash করার আগে আপনাকে flash এর Software এবং File পেতে হবে। আর অবশ্যই আপনার Phone Model অনুযায়ী USB Cable লাগবে PC তে Phone Connect করার জন্য।

Flash file এর জন্য আপনি ইচ্ছে করলে Navifirm(free Download-http://adf.ly/1tk8M) ব্যবহার অথবা

http://www.btusers.com.ar/nan/nokia/ অথবা blue-nokia.com থেকে Download করতে পারেন ।

Jaf আপনি http://adf.ly/1tk97 থেকে ফ্রিতে Download করতে পারবেন।

এবার Jaf install করে ফেলুন আর Flash file যদি blue-nokia.com থেকে Download করলে তাও install করুন।

আর যদি Navifarm অথবা Btusers থেকে Downlaod করে থাকুন তাহলে আপনার RM-xxx=code অনুযায়ী

C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-xxx

এর মধ্যে file গুলো কপি করে ফেলুন। RM-xxx অবশ্যই আপনার নিজস্ব হতে হবে, আর তা জানতে আপনার mobile এর Bettery খুললেই দেখতে পাবেন। আর আবশ্যই RM code দিয়ে ফাইল কপি করবেন। যেমন -C:\Program Files\Common Files\Nokia\DataPackage\Products\RM-244

এবার Jaf emulator(free download-http://adf.ly/1tkAE) দিয়ে Jaf Open করুন

এবং আপনার নকিয়া ফোন USB Cable দিয়ে pc তে আপনার Phone Connect করুন।

এবার BB5 Tab এ গিয়ে Operations: INF তে Click করলে আপনার ফোন লোড হবে। অথবা Use INI tick করলে model list থেকে আপনারটি সিলেক্ট করুন।

মনে রাখবেন Dead Phone এর জন্য Manual Flash, Dead Usb tick দিয়ে রাখবেন Normal Phone এর জন্য শুধু Normal Mode আর Phone Downgrade করতে চাইলে Downgrade tick দিবেন।

তারপর Operations: FLASH ক্লিক করুন। কোনো Warning Bar আসলে Yes দিন

আমি যা বলেছি তা ঠিকমত করতে পারলে আপনার Mobile Flash হওয়া শুরু হবে।

বিশেষ কিছু তথ্য : ১/ Flash করবার পূর্বে অবশ্যই আপনার Nokia Pc Suite install করা থাকলে তা uninstall করুন নতুবা সম্পূর্ণ Exit রাখুন।

২/ Seven user রা শুধুমাত্র Emulator টি XP Compatible করে নিয়ে Jaf Run করতে পারবেন।

৩/ কিছু কিছু Pc তে Flash হওয়ার সময় Flash Driver install নাও হতে পারে সেজন্য পুনরায় Mobile Retart করে আবার Try করুন।

৪/ অবশ্যই Update Flash file use করবেন।

৫/ Incase আপনার Mobile Dead হয়ে গেলে ভয় পাবেন না আমি  আপনাদের জন্য http://freemovies-bd.blogspot.com/2011/06/flash-with-jaf.html এইখানে কিভাবে Dead Phone Flash করা হয় তা বলা রয়েছে।

বি: দ্র:  flashing phone বিপদজনক তবুও যদি আপনি করতে চান তা সম্পূর্ণ আপনার দায় এবং আমি আপনাকে অনুরোধ করছি সম্পূর্ণ process টি মনোযোগ সহকারে http://freemovies-bd.blogspot.com/2011/06/flash-with-jaf.html এইখান থেকে বুঝে নিন।

(বন্ধুরা আপনাদের মধ্য কেউ যদি এরকম একটি টিউন আগে থেকে করে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন নতুন করে এটি করার জন্য)

Level 0

আমি আবু মোর্শেদ জুলাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Hi, I am Julash and I am a student doing diploma in computer technology.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনাকে টেকটিউন্স পরিবারে স্বাগতম,
টিউন অনেক অনেক সুন্দর হইছে এই জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
বি: দ্র: flashing phone বিপদজনক তবুও যদি আপনি করতে চান তা সম্পূর্ণ আপনার দায়

চমৎকার পোস্ট, ছবির মাধ্যমে খুব সহজে বিঝিয়ে বলার জন্য ধন্যবাদ ! আচ্ছা ব্লু টুথ দিয়ে কি এটা করা যায় ?

    না রাসেল ভাই ব্লু টুথ দিয়ে সম্ভব না

মোরশেদ ভাই টিউনের জন্য ধন্যবাদ।কখনো লাগলে ব্যবহার করব।

নতুন টিউনার মোরসেদ ভাই টেকটিউনস এ আপনাকে স্বাগতম। ধন্যবাদ সুন্দর একটা টিউনের জন্য।

আমিও মোবাইল ফ্ল্যাশ করি তবে জ্যাফ বক্স ব্যবহার করে। আপনি হয়তো জানেন না আপনার এই টিউন দেখে কতজন নিজের মোবাইল ফ্ল্যাশ করার চেষ্টা করবে। তাই আপনাকে টিউনে আরও বেশ কয়েকটা কথা উল্লেখ করা উচিৎ ছিল।
যেমনঃ
০১) আপনি যে সফটওয়্যার টি দিয়েছেন সেটা উইন্ডোজ ভিস্তা বা সেভেন এ কাজ করে না। কিভাবে কাজ করে সেটার ব্যবস্থাটি লিখে দিতে হত!।
০২) যদিও আপনি লিখেছেন যে " flashing phone বিপদজনক তবুও যদি আপনি করতে চান তা সম্পূর্ণ আপনার দায়" কিন্তু এখানে ইউএসবি দিয়ে মোবাইল ফ্ল্যাশ করার কথা উল্লেখ করা উচিৎ ছিল।

এবার আরও একটা কথা আপনার টিউন এখনো সম্পুর্ন হইনি। যেমন ফ্ল্যাশের শেষ আরও কিছু করতে হয় তা উল্লেখ করেন নাই।
ধন্যবাদ!

Level 0

Very nice tune–but apnar navifirm kaj korsena aktu janaben ki–plz

nokia 5130c. আইমি(সিরিয়াল) নাম্বার নাই। গান বাজে না। নট এনাফ মেমরি দেখাই। এখন এটা কি করব কেউ কি বলতে পারবেন।

দারুন

Level 2

ভাই আপনি এখানে অনেক কিছুই উল্লেখ করেন নাই।প্রথমত, একটি ভাল মোবাইল ফ্লাস করতে হলে তার File Version চেক করতে হবে এভাবে *#০০০০# চেপে। এখন আপনার মোবাইলে যে File Version আছে সেটি থেকে কম্পিউটারে Update version আছে কিনা তা চেক করতে হবে। যেমন: আমারটা Nokia X6-00 Model File Version V 20.7.007, Version Date 14-10-2010, File Type RM-559. এখন যদি পিসিতে File Version V 20.8.007-এর Update থাকে যার Version Date 14-10-2010 এর পরে আপডেট হয়েছে তাহলে ফ্লাস দিন আর যদি না থাকে আর আপনি ফ্লাস দেন তাহলে আপনার মোবাইল সাথে সাথে ডেড হয়ে যাবে।এক কথায় ভাল মোবাইল ফ্লাস করতে হলে মিনিমাম মোবাইলে যে Version-টি আছে সেই Version দিয়ে ফ্লাস করতে হবে। এর পর যদি BB5 Model এর mobile হয় তাহলে ফ্লাস এর পর Unlock ও Formate করতে হবে। তাছারা আরও নিয়ম আছে যা সময়ের অভাবে উল্লেখ করতে পারি নাই। ধন্যবাদ আপনাকে।

ame nokia 5530 express music use kori. made by hungry. amar seter problem holo phone korle r kono kono phone receive korle set bondho hoye jay. anno shob kisu thik ase. sms internet use korle kono problem hoyna.

Please keo help koren. Kivabe ei problem solve korbo.

downgrade করতে গিয়া ফোন লক হয়ে গেছে। সিম ছাড়া নরমালি চালু হয় but সিম দিলে চালু হওয়ার সাথে সাথে phone restricted!! msg আসে এবং restriction code চায়।এখন কি করতে পারি। প্লিজ হেল্প। আমার ফোন nokia 3110 classic.

    ৩১১০ শুধু শুধু downgrade করার কনো প্রয়োজন নাই। আপনি হয়ত EMEA group এর কোনো country file দিয়ে flash করছেন, APAC use করেন

ভাল টিউন।টেকটিউনস পরিবারে স্বাগতম।আগে নিজের মোবাইল দিয়ে ট্রাই করে শিখতে হবে। 😀

সুন্দর। প্রিয়তে নিলাম।

জাফ দিয়ে অনেক বার ট্রাই করেছি কিন্তু ফ্লাস দিতে পারিনি।দেখায় যে তোমার ফাইল করাপ্টটেডকিন্তু একই ফাইল ফনিক্স সার্ভিস সফটওয়্যার দিয়ে সফলভাবে ফ্লাস দিতে পরেছি।

Level 0

ami abaro bolsi navifirm kaj korsena-instole dite gele -the application failed to initialize proparly(0xc000135)click on ok -ki korbo aktu bolben ki plz–anekdin dore try korsi

    ফয়েনিক্স ্বহার করে দেখুন!!

    ভাই আপনি বলার পর আমি Download করে চেক করছি, কাজ করছে। আপনি আপনার Anti virus এর All Protection disable করে আবার চেক করেন। হতে পারে আপনার Fire wall এটিকে Internetএ Connection করতে দিচ্ছে না। Navifirm চালাতে internetএর প্রয়োজন।

X3০০ set হবে?????

boss amar nokia e71(RM-346 510.21.009) flash dite gele bole "phone rebooted but not flash mode"

ki korbo boss pls………………………………..

Level 0

Vi ami first comment korlam. But apnar post ta good. Jodi mobile flash korar small software pan taile janaien. Tnx

Level 0

Reading flashid… Error getting flash id…
Ata kivave Solve korbo??

আমার নকিয়া 2730 ক্লাসিক ফনিক্স দিয়ে ফ্লাস দিতে গিয়ে ফাইল ইরেজ করার পর প্রসেস 100% হওয়ার পর মোবাইল ছেড়ে দেয়(ইউএসবি থেকে পেনড্রাইভ রিমুভ করলে যে সাউন্ড হয় সে রকম সাউন্ড) এবং রিট্রাই করতে বলে কিন্তু ফাইনালাইজিং আর হয় না ফেল হয়ে যায়। আবার প্রথম থেকে করতে গেলে ফনিক্স এ তিন সেকেন্ডের জন্য ফোন ইউএসবিতে পায় কিন্তু আর কাজ হয় না। জেফ দিয়েও কাজ হয় না একই অবস্থা। আমাকে হেল্প করেন ভাই।আমার মোবাইল নকিয়া 2730 ক্লাসিক।