আসুন শিখি Microsoft office word part-14 (আজকের বিষয় কিভাবে border দেওয়া যায়,border colour করা যায়, border এ নানা ডিজাইন অ্যাড করা যায়।)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি আপনাদের দেখব কিভাবে border দেওয়া যায়,border colour করা যায়, border এ নানা ডিজাইন অ্যাড করা যায়।

***প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলুন।

***তারপর, মেনু হতে একটি টেবিল বানান।

***ড্রাগ করে টেবিলটি বড় করুন।

***টেবিল এ কিছু ডাটা অ্যাড করুন।

***ctrl আর A  একসাথে চেপে বা, মাউস দিয়ে ড্রাগ করে পুরো টেবিলটি মার্ক করুন।

***তারপর, মেনু থেকে format>borders and shadings এ ক্লিক করুন।

***এবার, box ক্লিক করে সিলেক্ট করুন।

***তারপর, style থেকে যেকোন একটি style সিলেক্ট করুন।

***এবার, colour এ গিয়ে নিচের দিকে arrow তে ক্লিক করে যেকোন একটি colour সিলেক্ট করুন।

***width এ গিয়ে নিচের দিকের arrow তে ক্লিক করে আপনার পছন্দমত যেকোন একটি সিলেক্ট করুন।

***ok ক্লিক করুন।

***দেখুন, চারিদিকে border তৈরি হয়েছে।

সবাই ভাল থাকবেন। নিজেকে ভালবাসতে শিখি, তবেই অন্যকে ভালবাসা সম্ভব।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাবিহা আপু আপনার টিউন গুলো আনেক কাজের……………………ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের কাজে লাগলে আমার টিউন করা সার্থক। ভাল থাকবেন।

আপনার টিউন গুলো নতুন দের জন্য অত্যন্ত উপকারি।
কারন এভাবে স্ক্রিনশট দিয়ে বুঝায়ে দিলে কে না বুঝবে বলেন !!!
আমি আপনার এক্সেলের চেইন টিউনের অপেক্ষায়।
ভালো থাকবেন ব্রাদার।

    একসময় আমি নতুন ছিলাম, তখন টেকটিউনস এর হাত ধরে বড় হয়েছি। এখন, আমার কর্তব্য আমি যা জানি তা সবার সাথে শেয়ার করা।

    আর কিছুদিন অপেক্ষা করেন এক্সেল শুরু করে দিব।

সাথে আছি ভাই,
চালিয়ে যান অনেক উপকারি টিউন,ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ আতাউর রহমান ভাই। সবসময় পাশে থাকবেন।

Level 0

অনেক ধন্যবাদ …….. চালিয়ে জান

অনেক সুন্দর টিউন। সামনের দিনগুলোতেও এ রকম টিউন আপনার কাছ থেকে আশা করছি। পরিশেষে আবারো বলছি ভাল থাকবেন।

    দোয়া করবেন যেন এরকম টিউন নয়ে আপনাদের মাঝে আসতে পারি।

Level 0

thanks for this. it very helpful to me.so please continue it

    আপনাদের কাজে লাগলে আমার ভাল লাগে। আর হাঁ চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে। পাশে থাকবেন।

আপনার টউন সব সময় ভাল হয়। ব্যস্ততার কারনে নিয়মিত হতে পারি না । প্রথম পার্ট পিডিএফ পেলাম আসা করি দ্বিতীয় পার্টও পাব

Level 0

বস আপনার কাছথাকে অনেক শিখার আছে ??????