কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমি আপনাদের দেখব কিভাবে border দেওয়া যায়,border colour করা যায়, border এ নানা ডিজাইন অ্যাড করা যায়।
***প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড খুলুন।
***তারপর, মেনু হতে একটি টেবিল বানান।
***ড্রাগ করে টেবিলটি বড় করুন।
***টেবিল এ কিছু ডাটা অ্যাড করুন।
***ctrl আর A একসাথে চেপে বা, মাউস দিয়ে ড্রাগ করে পুরো টেবিলটি মার্ক করুন।
***তারপর, মেনু থেকে format>borders and shadings এ ক্লিক করুন।
***এবার, box ক্লিক করে সিলেক্ট করুন।
***তারপর, style থেকে যেকোন একটি style সিলেক্ট করুন।
***এবার, colour এ গিয়ে নিচের দিকে arrow তে ক্লিক করে যেকোন একটি colour সিলেক্ট করুন।
***width এ গিয়ে নিচের দিকের arrow তে ক্লিক করে আপনার পছন্দমত যেকোন একটি সিলেক্ট করুন।
***ok ক্লিক করুন।
***দেখুন, চারিদিকে border তৈরি হয়েছে।
সবাই ভাল থাকবেন। নিজেকে ভালবাসতে শিখি, তবেই অন্যকে ভালবাসা সম্ভব।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
সাবিহা আপু আপনার টিউন গুলো আনেক কাজের……………………ধন্যবাদ