আসুন শিখি Microsoft access part-2 ( আজকে আমরা দেখব কিভাবে চার্ট এ ডাটা অ্যাড করা যায়)

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমরা দেখব গতকালের তৈরি করা চার্ট এ কিভাবে ডাটা অ্যাড করা যায়।

***প্রথমে, Microsoft access ওপেন করুন।

***তারপর। file>open এ ক্লিক করুন।

***তারপর, আগের টিউন এ বানানো ফাইল মানে techtunes  এ একবার ক্লিক করে open এ ক্লিক করুন।

***এবার, একটি security warning বক্স আসবে তাতে open  এ ক্লিক করুন।

***তারপর, techtunes1  লেখা আইকন এ double click করে ওপেন করুন।

***এবার, দেখবেন একটি table  আসবে। তাতে প্রয়োজনীয় ডাটা পূর্ণ করুন।

আমি এখানে, আমি প্রথমে serial এর ঘরে 01  লিখেছি, তারপর, name এর ঘরে প্রবাসী ,তারপর, position  এর ঘরে 05 , quality  তে  excellent , তারপর, favourite  এর ঘরে software লিখেছি।

একইভাবে, পরের কলাম এ  02 , জাকির , 06 , excellent , soft &  tutorial  লিখুন।

এরপরের কলাম এ 03 , হাসান জোবায়ের , 13 , excellent , soft &tricks লিখুন।

এবার, লিখুন, 04 , মাইক্রোহ্যাকার আলমাস , 14 , excellent , haching .

এরপর, লিখুন, 05 , সাইফুল ইসলাম , 17 , excellent , mobile .

তারপর, o6 , mithu , 33 , excellent , tutorial লিখুন।

এবার, লিখুন , 07 , আমিনুল , 35 , excellent , soft & tricks .

***তারপর, cross বাটন এ ক্লিক করুন। ভয় পাবেন না আপনার কোন ডাটা হারিয়ে যায়নি, সব automatically সেভ হয়ে গেছে।

***আপনি এতক্ষন যা লিখলেন তা techtunes1 লেখা আইকন এ সেভ হয়ে গেছে।

কেমন হয়েছে জানাবেন। আশা করি আপনাদের বুজতে কোন সমস্যা

হয় নাই।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন টা খুব ভালো হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ

    আপ্নাকেও ধন্যবাদ। সবসময় পাশে থাকার জন্য।

ভালো লাগল;
পরবর্তী টিউন চাই ।

    একটু wait করুন। টিউন নিয়ে আবার আসছি।

আপনার টিউনগুলো আমার খুবই ভাল লাগে। বুঝতে কোন অসুবিধা হয় না। Power point এর বইটা খুব ভাল হইছে। ১ রাতে পুরোটা Complete করলাম

    সুন্দর কথাগুলোর জন্য থাঙ্কস।সবসময় পাশে থাকবেন। 🙂 8|

এগিয়ে যান থাকব আপনার সাথে এবং কাজের টিউনগুলুর সাথে,ধন্যবাদ।

    আপ্নাকেও অসংখ্য ধন্যবাদ।

Level 0

খুবই কাজের টিউন
আপনাকে অসংখ্য ধন্যবাদ
পরবর্তী টিউন চাই ।

Part 3-10 koi?

Level 0

Donnobad bro.

Level New

aro tune chai

2003 এর যুগ অনেক আগেই পার হযেছে এখন তক 2007 এ প্রগ্রাম করা যায় না?
ধন্যবাদ

    @আসাবুর রহমান: যে পারবে ২০০৩ থেকে শিখলেও পারবে ।

ধন্যবাদ আপু, ২ এর পরের টিউন কোথায় ? খুজে পাচ্ছি না ।