আসুন শিখি Microsoft access part-1 (chart তৈরী………….)

আসুন শিখি Microsoft Access

  • আসুন শিখি Microsoft access part-1 (chart তৈরী………….)

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।


আজকে আমি Microsoft access এর উপর ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করব।আমার সাথে থাকবেন।


আমার Microsoft access এর সাথে Microsoft word এর টিউটোরিয়াল চলতে থাকবে।


***মাইক্রোসফট অ্যাক্সেস এর কাজ হল যেমন ধরেন আপনি একটা স্কুল চাকরি করেন।সেখানে আপনার একটা চার্ট বানাতে হবে,যেখানে একটা ক্লাস এর সবার নাম থাকবে, অবস্থান , বাসার address থাকবে। এখানে আপনার Microsoft access কাজে লাগবে।এছাড়া, অফিস, ব্যাংক,নানা প্রতিস্থানে এটা কাজে লাগবে।


আসুন শুরু করে দেই।


***প্রথমে, Microsoft access ওপেন করুন।


***এরপর, file>new তে ক্লিক করুন।


***তারপর, blank database ক্লিক করুন।


***তারপর, file name লিখুন techtunes, এরপর, create ক্লিক করুন।


***এবার, tables একবার ক্লিক করে new তে ক্লিক করুন।


***তারপর, design view তে ক্লিক করে ok ক্লিক করুন।


***দেখুন,একটি চার্ট এসেছে। এবার চার্ট এ field name এর নিচের ঘরে serial লিখে একবার tab বাটনটি চাপুন। তারপর, নিচের দিকে arrow তে ক্লিক করে text সিলেক্ট করুন। আরেকবার, tab চাপুন। দেখবেন, মাউস এর কার্সর description এর ঘরে যাবে।কিছু না লিখে আবার tab চাপুন।দেখবেন, মাউস প্রথম ঘরে এসেছে।


***তারপর, আগের মত field এর ঘরে name লিখে data type এ  text সিলেক্ট করুন।তারপর, description ফাঁকা রাখুন।এরপর, field গিয়ে position লিখে data type এ  number সিলেক্ট করুন।


***তারপর, আবার field এ quality লিখে text সিলেক্ট করুন।এরপর, favourite লিখে text সিলেক্ট করুন।


***এবার, serial লেখা ঘরে মাউস দিয়ে একবার ক্লিক করুন।


***তারপর, primary key বাটন একবার ক্লিক করুন।


***তারপর, file>save ক্লিক করুন।


***এবার, techtunes1 লিখে save ক্লিক করুন।


***এখন, close বাটন ক্লিক করুন।


***দেখুন, techtunes1 নামে একটি icon তৈরি হয়ে গেছে।আমাদের পরের কাজ এখান থেকে শুরু হবে।


জানিনা আপনারা বুজতে পেরেছেন কিনা।যদি কোন কিছু না বুঝেন তবে আমাকে জানান।আমি চেষ্টা করব।


Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাবিহা আপু, আপনাকে অনেক ধন্যবাদ । MS Access- এর এমন অনেক কিছু জানলাম, যা আগে জানা ছিল না ।

    আমি ভাই অত কিছু জানি না।জা জানি তা শেয়ার করি। কারন আমি যা শিখেছি techtunes থেকে শিখেছি। তাই, যেতুকু জানি তা শেয়ার করা আমার কর্তব্য।

    সাথে থাকবেন।

Level 0

আপু আরো বিস্তারিত লিখলে উপকৃত হব। আমি MS Access এ কাজ করতে চাই।

Level 0

সাবি আপু, তোমার টিউন টা খুব ভালো হয়েছে। আপু এটা বল না কেমন করে ইসকুল এর রেজালট সিট তৈরি করা যায়? সবার উপকারে আসবে।

    আস্তে আস্তে সব হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টিউন দেখলে এগুলো বানানো কঠিন মনে হবে না।

জানি অনেক কষ্ট হয়েছে। আপনার জন্য দোয়া রইল। আমি Ms Access এ নতুন। তাই যত সহজ করে টিউন করা যায় তত উপকৃত হব। আপু অনেক অনেক ……………এবং অনেক ধন্যবাদ।

    techtunes এর জন্য কোন কষ্ট আমার কষ্ট মনে হয় না। টিউন করার সময় আপনার কথা মাথায় রাখব।

Level 0

সাবিহা আপু, আপনাকে অনেক ধন্যবাদ।

এক্সেল টা কবে পাবো ভাই ? আমার না এক্সেল টা পুরাপুরি আয়ত্তে নাই তাই আজ মুখ ফুটে বলেই ফেললাম…
তাই আমি আপনার টিউনের অপেক্ষায় আছি। এগুলো মোটামুটি আয়ত্বে আছে।
আপনাকে চুপি চুপি একটা কথা বলি আপনার টিউন গুলান আমার কাছে অসাধারন লাগে বিশেষ করে রিউটোরিয়ালের ধরন টা।
যাক চালায়া যান ভাই… ধন্যবাদ আপনাকে।

অফ টপিকসঃ আচ্ছা আপনি জাহাঙ্গির নগর ইউনিভার্সিটিতে কোন ইয়ারে আর কোন ডিপার্টমেন্টে আছেন…
একটু জানান।

    কোন সমস্যা নেই। যত তাড়াতাড়ি পারি শুরু করে দিব।

    এতো প্রসনশা কইরেন না,লজ্জা লাগে। 🙂

    আমি jahangirnagar না jagannath এ পড়ি। 1st year, physics department।

    ও তবে তো কাছাকাছি ই আছি আমি kngc তে অনার্স ৩য় বর্ষ একাউন্টিং এ।
    ভাইরে মনে অনেক কষ্ট আছে এই পড়াশোনা নিয়া ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন একটা টিউওটোরিয়াল নিয়ে উপস্থিত হওয়ার জন্য।
আপনার এই ধারাবাহিকটারও সফলতা কামনা করছি।

Level 0

খুব ভালো । কাজের জিনিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Level 0

অনেক উপকার করলেন আমার…………ধন্যবাদ

MS-Excel এর টিউটরিয়াল গুলো শুরু করলে আমার অনেক ভালো হতো ।

আমি Microsoft access কিছু কাজ জানি কিন্তু একটা সমস্যায় পরেছি
Microsoft access এ কিভাবে ২ টি বা তার চেয়ে বেশী table যোগ or বিয়োগ করেত হয়?
যেমন-
purchase table abc কিছু পণ্য ক্রয় করল.
inventory table ঐ পণ্যর নামে তা যোগ হবে.
sold table zxy এর কাছে কিছু পণ্য বিক্রয় করলে.
inventory table ঐ পণ্যর নামে তা বিয়োগ হবে
এবং শেষে inventory table পণ্যর balance দেখাবে।
যদি এটার একটা টিউটরিয়াল অথবা Microsoft access একটা template হলে ভাল হতো.
my mail id [email protected]

আমার Microsoft access এ যে কন ব্যাংক,Departmental store এর উপর Microsoft access এ করা ফাইল লাগবে যদি করা থাকে তাহলে দিলে উপকৃত হব। আমার email id: [email protected]

Level 0

ami Access 2007 diye korte try korsilam……but ami kono kichu match korte parsi na apner
guideline er sathey…2007 a ki vabey korbo ektu share korley valo hoto……

Level 0

amar kub dorkar silo apu thanks .. 🙂

আমারও Access 2007 সর্ম্পকে ধারনা আছে। @সবিহা আপু MS Access এ আমার একটা প্রবলেম হইছে query নিয়ে। আমার কাছে একটা ডাটাবেস আছে যার মধ্যে ২,০০০ কর্মচারী তথ্য আছে আমি ৩০০ কর্মচারীকে কোয়েরির মাধ্যমে হাইড করতে চাচ্ছি ফরমূলাটা ছিল এই রকম Not Like ‘A2052*’ And Not Like ‘A2053*’ এই ভাবে ৩০০ বার যখন লিখছি তখন টু লং এর একটা এরর আসছে কি করতে পারি? তারাতাড়ি দিলে খুশি হব আর হে তোমার টিউনগুলো খুব সুন্দর হচ্ছে চালিয়ে যাও আমি access একটু আধটু পারি তারপরও তোমার থেকে আবার শিখে নিব।

Sabiha di only 2 ta part tune korlen access’r upor? baki gulo koi pabo? jokhoni tune korben ekta project completely sesh kore tobei to onnota dorben. eta na hole amadero problem hoy. apni jodi kindly amake word, excel, access’r tutorials guli mail kore diten boro upokar hoto. na hoy sob guli tutorials download’r link diye diten ami download kore nitam. ([email protected])

আপু অসংখ্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ টিউন করেছেন। একটি অনুরোধ থাকল… কয়েকটি ছোট ছোট প্রজেক্ট বা কাজ ধাপ অনুসারে স্ক্রীনশটসহ টিউন করলে খুবই উপকৃত হবো। আমার এই বিষয়ে অনেক আগ্রহ আছে।
ভাল থাকবেন।

Level 0

সাবিহা আপু কেমন আছেন ? আশা করি ভাল আছেন । তারপরে ও সানতনা পাইতেছিনা আপনি আসলে ভাল আছেন নাকি খুব অসুস্থ , মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনি যাতে তাড়াতাড়ি ভাল হয়ে যান। টিটিতে আপনার লেখা পড়তে বসলে আমি চেয়ার থেকে উঠতেই মন চায় না । আর আপনার লেখা থেকে অনেক কিছু শিখতে পেড়েছি , অসাধারন লেখা , আপনার লেখা আমার কাছে খুবই প্রিয় । একসময় আমি কমেন্ট করতে জানতাম না । আপনি কি টিটিতে আর কোনদিন আসবেন না ??? আপনি কি আর কোন বিষয় নিয়ে লিখবেন না ? ?? আর কি টিটিতে কোন বাংলা বই দিবেন না্??? আমি জানি সকল ভিজিটর এটা ভালো করে জানি যে , আপনি এবং আপনারা কত কষ্ট করে আপনাদের লেখাগুলা তুলে বা ফুটিয়ে তুলেন যাতে আমার /আমাদের বুঝতে কষ্ট না হয় , । বিশেষ করে আমি একান্ত ভাবে বলবো আপনার লেখা অন্য সব ভাইদের কিংবা বোনদের লেখা থেকে যতটা না বুঝতে পারি তার চাইতে আপনার লেখা আর ও ভাল ভাবে বুঝতে পারি , তার কারন আপনি সব পাই পাই করে বুঝিয়ে দিন এতে আপনার কষ্ট ও হয় , আর আমড়া বা আমার মত যাড়া আছে তারা বার বার বলে থাকি যে , আপু আমাদের জন্য এভাবেই লিখে যান , অনেকে খারাপ মন্তব্য করে হয়তো তারা চায় না , অন্যরা শিখুক বা তারা অন্যদেরকে তাদের মতই মনে করে যে , সবাই তো বুঝে এমন কঠিন কি ইত্যাদি । সাবিহা আপুকে বলবো আপু আপনি আমাদের জন্য হলে আবার টিটিতে আসবেন আবার অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে লিখবেন । আবার আপনাকে দেখতে পাবো । আমার উপরের কথাতে যদি আপনাকে আমার মনের ভুলে কোন আঘাত দিয়ে থাকি তাহলে আমি নিজ আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । আপু আশা করছি আপনি আবার টিটিতে ফিরে আসবেন =ইতি আপনার ছোট ভাই মাইনুদ্দিন [email protected]

Level 0

অনেক উপকার করলেন আমার…………ধন্যবাদ

$সাবিহা: খুব ভালো লাগলো।।। কিন্তু Primary Key এর কাজ টা ঠিক বুঝলাম না আপু? এটা কেন use করেছেন? Access নিয়ে কি আপনি আর টিউন করছেন না? আপনর টিউন এর অপেক্ষায় আছি।।।।।।।।।