আশাকরি সকলেই আল্লাহর রহমতে ভালই আছেন, অনেক দিন পর আপনাদের সাথে একটি মজার সফটয়্যার নিয়ে কথা বলব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব Speaking Agent নামের একট সফটয়্যার নিয়ে। এই সফটয়্যারটি দিয়ে আপনি মজার মজার কাজ করতে পারবেন, যেমন সময় o তারিখ বলা, Own speech এ গিয়ে পাবেন কোন শব্দ লিখে দিলে সেটা বলা, Think এ চিন্তা করবে, Notepad গিয়ে Notepad খোলা যাবে, Help For System এ পাোয়া যাবে আরো কিছু অপশন সেখানে গিয়ে মনিটর টার্ন অফ করা, সিস্টেম টার্ন অফ, রিসাইকেলবিন পরিস্কার, টাস্কবারে আইকন হাইড ো সো করা যাবে। আর এগুলো করতে হবে সফটয়্যারটি সেটাপ করার পর কথা বলা বন্ধুটি চলে আসবে তার উপর রাইট বাটন ক্লিক করে। আশাকরি আপনাদের ভাল লাগবে। নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
আমি নুরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 171 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
জটিলললল !