আসুন শিখি Microsoft office word part-13 (table:part-5:আজকের বিষয় কিভাবে একটি cell কে split বা, বিভিন্ন row এবং column এ ভাগ করা যায়)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমরা আলোচোনা করব কিভাবে একটি cell কে কয়েকটি cell এ ভাগ করা যায়, বা split করা যায়।

***প্রথমে Microsoft office word ওপেন করুন।

***তারপর, আগের টিউনগুলোর নিয়ম অনুসারে একটি টেবিল বানান।

***তারপর, ড্রাগ করে টেবিলটি বড় করুন।

***এবার,টুলবার থেকে table এ ক্লিক করে নিচের দিকে arrow তে ক্লিক করুন।

***এরপর, split cells এ ক্লিক করুন।

***তারপর, column এর ঘরে 5 এবং row এর ঘরে 3 লিখুন।এরপর, ok ক্লিক করুন।

***দেখুন, সেলটিতে 5টি column এবং, 3টি row তৈরী হয়েছে।

আমার টেবিল বিষয়ক টিউন এখানেই শেষ। আগামী part এ মাইক্রোসফট ওয়ার্ড এর নতুন বিষয় নিয়ে আলোচোনা করব।সেই পযন্ত ভাল থাকুন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ! আশারাখি আপনার নিকট হতে Microsoft XL এর table সম্পর্কেও জানবো ।

    আমার microsoft word শেষ হলেই xl শুরু করব।

বরাবরের মত এই টিউনটা ও অনেক ভালো হয়েছে।

অনেক উপকারি টিউন,
কষ্টকরে টিউন ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।

    ভাই মাঝের কয়েকদিন আমাদের ছেড়ে কই ছিলেন।

সুন্দর টিউন…………………
২০০৭ অথবা ২০১০ এর হলে বেশী ভালো হতো

    ভাই ২০০৩ পারলে ২০০৭,২০১০ চেষ্টা করলেই হয়ে যাবে।

ভাই আমি ২০০৭ এ পারি না তো তাই বলেছিলাম। মাইন্ড কইরেন না ভাই

    কি করমু কন? আমার কাছে যে শুধু ২০০৩ আছে। ২০০৭ নাই। নারে ভাই মাইন্ড করি নাই।এটা তো মাইন্ড করার বিষয় না। আমি ২০০৭ সেট আপ মারমু, তারপর, দেখি কি করা যায়। ভাল থাকবেন।