র‍্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড, ফাইলসার্ভ, ফাইলসনিকের মত সাইট থেকে ফ্রিতে প্রিমিয়াম ইউজারের সুবিধা নিয়ে ডাউনলোডের জন্য নতুন একটা লিচিং সাইট!

লিচিং করি র‍্যাপিডশেয়ার, হটফাইল, মেগাআপলোড, ফাইলসনিক, ডেপোসিটফাইলস এর মত ফাইল শেয়ারিং সাইট থেকে ফ্রিতে ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টসহ ডাউনলোড করার জন্য। লিচিং জিনিষটা কি, কেন ও কিভাবে করতে হয় এটা নিয়ে বিস্তারিত লিখেছিলাম এখানে

গত আড়াই বছর ধরে লিচিং এর জন্য ব্যবহার করে আসছি 6ybh সাইটটি। ফ্রি ইউজারদের জন্য লিচিং, রিমোট আপলোড আর ৪৮ ঘন্টার নির্বিঘ্ন রিজিউম সুবিধার মত চমৎকার ফিচার সম্বলিত স্ট্যাবল এই সাইটটি আমার দেখা এ পর্যন্ত সেরা ফাইল হোস্টিং সাইট।

তবে অতিরিক্ত পরিমান ট্রাফিক থাকার কারনে ইদানিং মাঝে মাঝে এই সাইটের লিচিং সার্ভারটি ডাউন থাকে। আর ফাইলসার্ভ লিচিং এর সুবিধা না থাকায় ফাইলসার্ভে রাখা ফাইল লিচ করানোর উপায় নেই।

এই দুই সমস্যার এক ঢিলে সমাধান করে দিতে সক্ষম ডিনোজ.কম (লিঙ্ক দেয়া যাবেনা, ছবির বানান দেখে নিন অথবা গুগলে সার্চ করুন) -

ফ্রি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন আর ফ্রি ফ্রি সুবিধার মজা নিন! রেজিস্ট্রেশন, লিচিং আর ডাউনলোড প্রসেস 6ybh-এর মতই, আশা করি অসুবিধা হবেনা।

দিনে ১০০০ মেগাবাইট পর্যন্ত লিচিং সুবিধা, ডাউনলোড এক্সিলেটর সাপোর্ট আর ডাউনলোডে রিজিউম সুবিধা- সবই আছে এই সাইটটিতে। আর সাইটের লিচিং সার্ভারের স্পিড পুরাই উড়াধুরা :-/

আর কি? চলতে থাকুক লিচিং আর পুরোদমে ডাউনলোডিং...

হ্যাপি ডাউনলোডিং!!!

!:#P !:#P !:#P

পুনশ্চ ১- টেকটিউন্সের ইউজাররা ভুলেও এই সাইটের কোন লিঙ্ক শেয়ার করতে যাবেন না।  পাছে ঐ লিঙ্ক থেকে ভুলে ১০০০ জন ডাউনলোড করে ফেলতে পারে। আর এই পরিমাণ ডাউনলোডের জন্য আপনি না চাইলেও এই বদ সাইট আপনার একাউন্টে $0.৮০ ডলার তথা ৮০ সেন্ট জমা করে দিবে। টেকটিউন্সের ঘাড়ে চড়ে এই বিশাল অ্যামাউন্টের টাকা কামাবেন?! লাহাওলাওয়ালা কুয়াতা! যত সুবিধাই থাকুক না কেন, যে কোন অ্যাফিলিয়েট ফাইল হোস্ট টিটিতে হারাম! এই আকাম করার জন্য কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে আপনি সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারেন।

তাই ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টওলা ফাইলহোস্ট 6ybh কিংবা Dinnoz শুধু নিজেই ব্যবহার করুন, টিটিতে ভুলেও শেয়ার করবেন না। বরং ফ্রি লিচিং, রিমোট আপলোড, প্যারালাল ডাউনলোড, ডাউনলোড এক্সিলেটর আর রিজিউম সাপোর্টহীন rapidshare কিংবা hotfile এর লিঙ্ক দিন। এইগুলা টেকটিউন্স বান্ধব (মন্তব্য নিষ্প্রয়োজন) :-P

পুনশ্চ ২- ঈমানে কই, কসম কইরা কই-- এই পোস্ট লেখার জন্য কিংবা এই পোস্টের কোন লিঙ্ক ধরে রেজিস্ট্রেশন করলে কোন জায়গা থেকে আমি এক পয়সাও পাবনা। তাই মডুরা, এই অধমরে ব্যান কইরেন না... "অন্যের উপকারও করমু আবার টাকাও কামামু" এই দুইটা যে পরস্পর বিপরীত জিনিষ এইটা মনে না নিলেও মেনে নিয়েছি।

পুনশ্চ ৩- লেখাটি আমার সামু ব্লগে পূর্বপ্রকাশিত

Level 0

আমি এলেবেলে এলেবেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ঘাড় ত্যাড়া, ছন্নছাড়া ব্লগার । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলি। বেশি ভাবাভাবির সময় নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এক পেজে তিনটি স্টিকি পোষ্ট!!!! এই প্রথম দেখলাম। আমার মনে হয় এই কারণেই এর পর থেকে নতুন টিউন কম করা হচ্ছে,কারণ কেউ চায় না,তার পোষ্ট খুব তাড়াতাড়ি পেছনের পেজে চলে যাক। যেহেতু তিনটি স্টিকি পোষ্টের জন্য লিস্ট স্পেস কমে গেছে। কতৃপক্ষের এ ব্যাপারে দৃষ্টি আকর্ষন করছি, স্টিকির ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়ার জন্য।

    কতৃপক্ষ কি জিনিষ ভাই? এইটা খায় না মাথায় দেয়?!

    Level 0

    এটার আরেক নাম এডমিন/মডারেটর।

অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং, লিংক ও সর্টলিংক গুলোর উপর নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্য, টিউনারের অর্থ আয়ের জন্য নয় বরং টেকটিউনসের Abuse রোধ করা। অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং, লিংক ও সর্টলিংক গুলোর জন্য বেশ কিছু টিউনার শুধু মাত্র রেফারাল, পয়েন্ট আয়ের জন্যই মানহীন টিউন করে এবং এর মাত্রা দিনদিন বৃদ্ধি পেতে থাকে।

ফাইল হোস্টিং এর তালিকা টি শুধু মাত্র অ্যাফিলিয়েট আর নন-অ্যাফিলিয়েটের ভিত্তিতে করা হয়েছে। ফাইল হোস্টিং এর সার্ভিস ফিচারের উপর ভিত্তি করে নয়। তবে ফাইল হোস্টিং এর তালিকা প্রয়োজনে পুনর্বিবেচনা করা হবে আপনারদের মতামতের উপর ভিত্তি করে। তবে শুধু মাত্র কোয়ালিটি টিউন, নির্দিষ্ট শব্দসীমা, উন্নত রিভিউ এসব বিষয়ে পূর্ণ টিউনে অ্যাফিলিয়েট ফাইল হোস্টের লিংক ব্যবহার করা যাবে, এধরনের একটি পরিকল্পনা আমাদের রয়েছে। এবং অ্যফিলিয়েট ফাইল যুক্ত টিউন স্থায়িত্বের ও স্থগিতের সম্পূর্ণ অধিকার টেকটিউনস এ টেকটিউনস মডারেটরদের থাকবে।

তবে টেকটিউনস সবসময়ই যেহেতু একটি নির্দিষ্ট মানদন্ড বজায় রাখে এবং টিউনারদের ও মানসম্মত টিউনে উৎসাহ করে তাই অ্যাফিলিয়েটের Abuse রোধ করা আমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আরও কোন মতামত থাকলে আমাদের জানান আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করব। কারণ টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে, আর ভালোবাসে প্রযুক্তি ভালোবাসা আপনাকে। ধন্যবাদ।

    "ফাইল হোস্টিং এর তালিকা টি শুধু মাত্র অ্যাফিলিয়েট আর নন-অ্যাফিলিয়েটের ভিত্তিতে করা হয়েছে। ফাইল হোস্টিং এর সার্ভিস ফিচারের উপর ভিত্তি করে নয়।" — এই বিষয়ে মডারেটরদের মধ্যেই স্পষ্ট দ্বন্দ দেখা গিয়েছে। কারণ, জনৈক মডারেটর বলেছেন-

    ডিজে আরিফ says: ৪ জুন, ২০১১ at 10:07 পুর্বাহ্ন
    দুঃখিত 6ybh-upload কে টিটি বান্ধব তালিকায় যুক্ত করা যাচ্ছে না, কারণ এটি রিজিউম সাপোর্ট করলেও ইউজার ফ্রেন্ডলি না…

    — আমার কথা হল ইউজার ফ্রেন্ডলির মানদন্ড চাপিয়ে দেয়া হবে কেন? আমাদের মতামত "গুরুত্বের" সাথে বিবেচনা করা হবে এমন কথাগুলো খুব নাটুকে শোনায় যখন কালো তালিকা কিংবা লাল তালিকায় কোন সাইটকে ফেলার ব্যাপারে মডারেটররা তাদের ক্ষমতার যথেচ্ছ ব্যবহার করেন। এই একছত্র ক্ষমতা দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার মাধ্যমে যে সাধারণ ব্লগারদের অবজ্ঞা করা হচ্ছে এটা দিনের আলোর মতই পরিষ্কার । https://www.techtunes.io/techtunes/tune-id/68446/ টিউনটিতে বারবার মডারেটরদের যৌক্তিক বক্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা বিষয়টাকে আমলেই নেননি।

    যদি সত্যিকার অর্থেই পাঠক চাহিদা জানতে চান তাহলে যাচাইয়ের জন্য একটা জরিপ করে দেখেন তো টিউনাররা একটি ফাইলের 6ybh এর লিঙ্ক আর Rapidshare এর লিঙ্ক এই দুইয়ের মধ্য থেকে কোনটা বেছে নেবেন? – এই জরিপের উত্তর কি আসবে সবারই জানা। অবশ্য মডারেটররা যদি মনে করেন টিউনাররা ঘাস খান তাহলে অবশ্য ভিন্ন কথা।

    মানুষ মাত্রই ভুল করে এবং মডারেটররাও মানুষ। কিন্তু দুঃখ পাই, কষ্ট লাগে যখন একটি ভুলকে চোখে আঙ্গুল দিয়ে যৌক্তিকভাবে দেখিয়ে দেয়ার পরও অযৌক্তিক ক্ষমতার দম্ভ আর ego রক্ষার্থে সেই ভুল মেনে নিতে অস্বীকার করা হয়। Abuse রোধ করা মানে মাথা ব্যাথা সারানো, মাথা কেটে ফেলা নয়। মানহীন টিউন, ফ্লাডিং কিংবা ব্লগের পরিবেশ নষ্ট করে এমন কোন লেখাকে মডারেশনের ক্ষমতা মডারেটরদের আগে থেকেই আছে, তার জন্যে অ্যাফিলিয়েট ফাইল হোস্টিং এর উপর অযাচিত নিষেধাজ্ঞা আরোপ করাটা নিতান্তই ছেলেমানুষি ও দুঃখজনক।

    এই বিষয়টি নিয়ে আমিও আপত্তি জানালাম, শুধু এততুকু জানানো হলও 'ইউজার ফ্রেন্ডলি না', ইউজার ফ্রেন্ডলির সঠিক কোনও ব্যাখ্যা দেয়া হয়নি, প্রথম পাতায় তিনটি পোস্ট স্টিকি করে রাখা হয়েছে, এটা কতটা ইউজার ফ্রেন্ডলি জানালে খুশি হতাম, একজন নতুন ভিজিটর আসলে স্বাভাবিক ভাবেই হতাশ হবে, কিছুদিন আগেও একজন একটি সাহিত্য সামু থেকে এনে পোস্ট করে দিল, এবং সেটা বহাল তবিওতে ছিল, আমি ভাই নতুন মানুষ এত কেচাল বুঝিনা, শুধু এতটুকু জানি টেকটিউন্সের সাথে আছি অনেক আগে থেকেই, থাকবও

    Level 0

    না, আসলে 6ybh একটি আপলোড ইঙ্কামিং সাইট। তাই এটাতে আমার আপত্তি আছে।

    MITHU ভাই কেউ যদি কষ্ট করে একটি ভালো টিউন করে কোনও কিছু আপলোড করে দুই পয়সা কামায় তাহলে আমাদের সমস্যা কোথায়? এখানেত আমাদের কোনও ক্ষতি নেই, আমরাতো রিজিউম সহই ডাউনলোড করছি। আপনি আবার মনে করবেন না আমি এইভাবে ইনকাম করি, ইনশা'আল্লাহ এইভাবে ইনকামের দিন এখনো আসে নাই 😀

    আগেই বলা হয়েছে এখানে কোন নির্দিষ্ট ফাইল হোস্ট নয় বরং অ্যাফিলিয়েট আর নন-অ্যাফিলিয়েটের ভিত্তিতে করা হয়েছে। 6ybh আর Rapidshare এর তুলনা করে করা হয়নি। আর তাই 6ybh লাল তালিকায় আর Rapidshare সাদা তালিকায় থাকাটাই স্বভাবিক। আর মডারেটররা কোন অযৌক্তিক ক্ষমতার ব্যবহার করে নি। টেকটিউনসের মান বজায় রাখতে সেটা তাদের করণীয়। আর ভাল আর মান সম্মত টিউনের জন্য অ্যফিলিয়েট ফাইল হোস্টিং কখনই আবশ্যকীয় নয়। টেকটিউনস কমিউনিটির কথা বিবেচনা করেই সিদ্ধান্ত গুলো নেয়া হয়। তাই পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। তাই এখানে নাটকীয়তার সুযোগ নেই। আশাকরি বুঝতে পরেছেন।

    Level 2

    ধন্যবাদ।
    আপনাদের প্রত্যেক নীতিমালা কে আমরা গ্রহন করেছি।
    আমার কথা হচ্ছে হ্যাকিং কে আপনারা সহজ ভাবে শিক্ষা মুলক টিউন হিসেবে নিয়েছেন এবং অ্যফিলিয়েট ফাইল ও নন- অ্যফিলিয়েট ফাইল এই দুই টা অপশন এর নীতিমালা যাচাই বাছাই করে কিছু বাদ ও ঠিক করেছেন।

    একটি বিষয় হল নামকরা অ্যফিলিয়েট ফাইল হোস্ট এর একটি ফাইলসনিক- কে লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে কিন্তু হটফাইল কে গ্রহন যোগ্যতা দেওয়া হয়েছে।আমি বলতে চাই ফাইলসনিক- বেশিরভাগ অ্যফিলিয়েট ফাইল ও নন-অ্যফিলিয়েট ফাইল হোস্ট এর থেকে অনেক সেফ রাখে ফাইল কে এবং ৪০০মেগাবাইট ফাইল ফ্রি ডাউনলোড ওপশন দেওয়া আছে ও বেশির ভাগ ফাইল ভাগকরে দেওয়া হয় ২০০ -১০০ মেগাবাইট করে দেওয়া হয় এবং ফ্রী ডাউনলোডে কোন আয় আসেনা(আশারাখি -অনুমতি পাব)।

    আমাদের মাঝে কিছু টিউনার- লিস্টে বাদ পরা আপলোডার হোস্ট সাইট কে ব্যবহার করে কিছু আল্প মেগাবাইট এর ফাইল শেয়ার করত, কিন্তু সবাইতো অ্যফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহা্র করে, কোন প্রতারনা করতনা।আপনারা অনুগ্রহ করে খুব দ্রত গ্রহন যোগত্যা সহয়াক এই বিষয় টি দেখবেন।একটা কথা আছে ''বাবার হোটেলে খাই,মা কাছে গুমাই''।আমি মানি যে টিউনের মানসমত রক্ষায় এই নীতিমালা।

    আচ্ছা বলেন তো- ফ্রিন্যানসিং এর কাজ বাদে কত জন টাকা কামাই এই অনলাইন থেকে ।সবাই তো মনে করি অ্যফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার এ অনেক টাকা কামাই।বাবা এবং মা এই দুজন কত টাক ব্যয় করে তার ছেলে-মেয়ে এর পিছনে তা আপনি ভালো জানেন।
    যাই হোক,
    টিটির সর্ব সহযোগিতা চাই এবং করব।
    সবাই ভালো থাকবেন….@টেকটিউনস

    Level 2

    *কথায় যুক্তি আছে @এলেবেলে

    *সবাই খুশি মনে ভালো টিউন করার জন্য ।টেকটিউনন্সে এর নীতিমালা মধ্যে (অ্যাফিলিয়েট আর নন-অ্যাফিলিয়েটের) এর বিষয় নিয়ে সবার মতামত টিটি জানতে চেয়েছে ।
    ''''আপনাদের আরও কোন মতামত থাকলে আমাদের জানান আমরা তা গুরুত্বের সাথে বিবেচনা করব'''এলেখাটা দেখা উচিতৎ।
    ভাই এখানে নাটকীয়তার সুযোগ নেই এই কাথার যুক্তি নেই।
    আশা করি সবার একতাই টিটির মান বারতে সহযোগিতায় এগিয়ে আশি।@মেহেদী হাসান

    টিটির এ আজব অর্থহীন টিউনটি নিয়ে আসলেই খুব অবাক হয়েছি। অস্পষ্টতায় ভরা টিউনটি প্রকাশিত হওয়ার পর মূহুর্তেই ড্রাফট করা হয়, তারপর খুব সম্ভবত একদিন পর কিছু পরিবর্তন করে আবার প্রকাশিত হয়। এদ্বারাই কিন্তু স্পষ্ট হয় যে এ নীতিমালা নিয়ে খোদ মডুরাই দ্বিধাবিভক্ত।

    ডিজে আরিফ says: ৪ জুন, ২০১১ at 10:07 পুর্বাহ্ন
    দুঃখিত 6ybh-upload কে টিটি বান্ধব তালিকায় যুক্ত করা যাচ্ছে না, কারণ এটি রিজিউম সাপোর্ট করলেও ইউজার ফ্রেন্ডলি না…

    এ মন্তব্যটি পড়ে খুব হেসেছি। মডুর কাছে তা ইউজার ফ্রেন্ডলি মনে হয়নি অথচ মন্তব্যের ঘরে সকল মন্তব্যকারীই এর পক্ষে বলেছে, তারা সাইটটিকে ইউজার ফ্রেন্ডলি বলেছে। ………………….!!

    @মেহেদী হাসান ভাই, মিসকোট কেন করছেন? কেউ কখনোই দাবী করেনি মানসম্মত টিউনের জন্য অ্যফিলিয়েট ফাইল হোস্টিং আবশ্যকীয়, বরং বলা হয়েছে লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে টিউনারের নিজস্ব পছন্দ আর পাঠকের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করেই লেখার স্বাধীনতা থাকা উচিত।

    একজন লেখককে তার প্রাপ্য সম্মান ও স্বাধীনতা না দিলে সে কেন অযথা নিজের সাধের লেখার ধর্ষন সইবে? তবে মডারেটরা যদি মনে করেন টিউনারদের লেখাগুলো মডারেটরদের নিজস্ব সম্পত্তি আর একজন লেখক কি লিখবেন না লিখবেন এটাও মডারেটরাই ঠিক করে দিবেন তাহলে আর কিছু বলার নাই… আপনারাই বলে দিবেন কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে আর আমরা গৃহপালিত পশুর মত আজ্ঞা পালন করে যাব।

    @ টেকটিউনস আপনি দয়া করে আমাদের দেখান যে, বিগত কয়েকমাসে অ্যাফিলিয়েট লিঙ্ক যুক্ত করার কারনে কতগুলো "মানহীন" টিউন এসেছে। বাস্তবতা হচ্ছে সার্ভারজনিত ত্রুটি, অপ্রাসংগিক আর ভুল বানানে ভরপুর, বৈচিত্রহীন টিউনের কারনেই টিটির মান আগের চাইতে পড়ে গেছে, মোটেই অ্যাফিলেয়েটের কারনে নয়। প্রায়োরিটি বেসিসে অনেক করনীয় কাজ ব্যাতিরেকেই নিরিহ অ্যাফিলিয়েটের উপর খড়গ আরোপণ একাধারে খাপছাড়া ও বিস্ময়কর।

    @ MITHU ভাই, দয়া করে মানসিকতার পরিবর্তন করুন। ইনকামিং সাইট বলে আপত্তি করে নিজেকে ছোট করবেন না। তারচেয়ে একটা গল্প শুনেন- আমার বন্ধু আমাকে ফটোশপ ডাউনলোডের জন্য একটা লিঙ্ক দিল যেইটা rapidshare এ হোস্ট করা। আমি বললাম- দোস্ত কারেন্টের যে করূন অবস্থা, রিজিউম সুবিধা ছাড়া ২০০মেগাবাইটের ফাইল ডাউনলোড দিমুনা, তুই রিজিউম সাপোর্টওলা ডাউনলোড লিঙ্ক দে। এইবার বন্ধুটি লিচ করিয়ে 6ybh এর লিঙ্ক দিল, আমিও খুশিমনে ডাউনলোড করে নিলাম ও আমার বন্ধুটির প্রতি কৃতজ্ঞতা জানালাম। কিন্তু অবাক বিষয়, এই ঘটনা দেখে তৃতীয় আরেকজন মহা ক্ষেপে গেল। বলল- "শালারা, ব্যবসা খুইলা বইচস? লিঙ্ক দিয়া কোটি কোটি টাকা কামাস, দিমুনা তোগোরে টাকা কামাইতে, আইজকা থিকা এইগুলান সব বন!" ……বন্ধ হয়ে গেল ফাইল শেয়ারিং। লাভটা হল কার?

    অ্যাফিলিয়েট লিঙ্ক মানেই খারাপ কিছু এই হাস্যকর ধারনা আপনার কি করে হল জানিনা। অ্যালেক্সাতে 6ybh এর ট্রাফিকই বলে দিচ্ছে বাংলাদেশে সাইটটি কি পরিমান জনপ্রিয়। তারপরও সন্দেহ থাকলে আমার পোস্টগুলো ঘুরে এসে বলেন তো আমার লেখাগুলায় উপকার ছাড়া কারও অপকার হয়েছে কিনা? একটা লিঙ্ক থেকে ডাউনলোড করবেন কি করবেননা এটায় কেউ কাউকে বাধ্য করছেনা বরং একান্তই পাঠকের ব্যক্তিগত ব্যাপার। এই স্বাধীনতার জায়গাটিতে অযাচিত হস্তক্ষেপ সংকীর্ন মানসিকতারই পরিচয় বহন করে।

Level 0

এলেবেলে ভাই, রেপিডশেয়ার হয় না, একটু দেখবেন কি ???, টিউনের জন্য ধন্যবাদ ।

    গতকালও র‍্যাপিডশেয়ারের ৫০০মেগার একটা মুভি লিচ করিয়েছি। হয়ত আজকের জন্য র‍্যাপিডশেয়ারের লিমিট শেষ হয়ে গিয়ে থাকতে পারে। যে লিঙ্কটা লিচ করাতে চাচ্ছেন ঐটা এখানে আমাকে দেন, আমি অন্য কোথাও লিচ করিয়ে দেয়ার চেষ্টা করছি

কি লিচিং শিখাইছিলেন আমারে এককালে, এখন আর ডাইউনলোডের কোনও চিন্তাই করিনা, খালি warezbb তে যাইয়া যা লাগব সার্চ দেই, আর লিঙ্ক নিয়া লিচ মারি 😀 আপনার লিচ নিয়া আগের টিউনে যেমনে খেপছিলেন আমিতো মনে করছিলাম আপনে আর টিটি তে এইটা নিয়া পোস্টই দিবেন না, জাউকগা আবার আমাদের মাঝে ফিরে আসছেন, আপনেরে অনেক আগে থেকেই খুব ভালা পাই, তয় আপনার রগ তেরা দেইখা কথা কইতে ডরাইতাম 🙁

পরথম থাম্ব আপ কিন্তু আমিই দিলাম, আর জানি অনেক বেকুব এইটা কাজে লাগাইতে না পাইরা এইখানে ফাল দিব, আপ্নে আবার খেইপেন না, আর সামুতে এটেন্ডেন্স দিতে না পারলেও পোস্ট প্রিয়তে, আর শেষমেষ একটা কথা, এইযে এত বই দেন, এগুলা পড়েন কেমনে? 😉 আজকেও আপ্নের দেয়া ১৩/১৪ টা নোভেল নামাইলাম

    ভাইরে, সিস্টেমের ভিতরে বসে সিস্টেমকে চ্যালেঞ্জ করার জন্য কিঞ্চিৎ রগ ত্যাড়া হতেই হয়। আগের আইডি ছেড়েছি ঠিক কিন্তু পাশাপাশি থাম্ব ডাউন দেয়ার নিম্নমুখি কালচার বন্ধ করার ক্ষেত্রেও একটা নাড়া দিয়ে গিয়েছি। একেবারেই মেরুদন্ডহীন হতে পারিনি এখনও তাই অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। ঘরের খেয়ে বনের মেষ তাড়ানো আর কি! 😛

    আর কোথাও লিখি বা না লিখি, সামুতে আমাকে নিয়মিতই পাবেন। প্রতিমাসের টেক ম্যাগাজিনের লেটেস্ট সংখ্যা শেয়ার করা অনেকটা রুটিন কাজ হয়ে গেছে। ম্যাগাজিনগুলোর পুরোটা পড়ার সময় না থাকলে বেছে বেছে পড়ি। ড্যান ব্রাউনের বইগুলা তো আগেই পড়া ছিল, শেয়ার করেছি গত পরশু। আর সিডনী শেলডনের ১৪টা নভেলের একটা শুরু করেছি…সময় পেলেই পড়ছি একটু একটু করে 🙂

Level 0

upload speed to ato ote na…karon ta ki?banglalion use kori 512

    ভুল বুঝেছেন। এটা আমার নেট লাইনের আপলোড স্পিড না, ডিনোজ সাইটটির সার্ভারের আপলোড স্পিড

    Level 0

    lul 😀

খুব ভাল লাগল,ধন্যবাদ।

ভাই কেমনে রেজিস্টার করবো? আমার তো পেপাল একাউন্ট নাই। 🙁

    রেজিস্ট্রেশনের জন্য পেপাল একাউন্ট থাকা আবশ্যক নয়। ঐ ঘরটি খালি রেখেই রেজিস্ট্রেশন করতে পারবেন 🙂

Level New

"বরং বলা হয়েছে লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে টিউনারের নিজস্ব পছন্দ আর পাঠকের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করেই লেখার স্বাধীনতা থাকা উচিত।

একজন লেখককে তার প্রাপ্য সম্মান ও স্বাধীনতা না দিলে সে কেন অযথা নিজের সাধের লেখার ধর্ষন সইবে? তবে মডারেটরা যদি মনে করেন টিউনারদের লেখাগুলো মডারেটরদের নিজস্ব সম্পত্তি আর একজন লেখক কি লিখবেন না লিখবেন এটাও মডারেটরাই ঠিক করে দিবেন তাহলে আর কিছু বলার নাই… আপনারাই বলে দিবেন কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে আর আমরা গৃহপালিত পশুর মত আজ্ঞা পালন করে যাব।"

অনেকদিন পর শুধুমাত্র কমেন্ট করার জন্য login করলাম।
আপনার কথার সাথে 100% সহমত।
ব্ল্যাকলিস্ট,হোয়াইট লিস্ট ইত্যাদি না করে বরং ফাইল শেয়ারিং টিউন এর ক্ষেত্রে সর্বনিন্ম শব্দসীমা,স্ক্রিনশট ইত্যাদি বেধে দেওয়া যেতে পারে।এতে মনে হয়না কেউ দ্বিমত করবে।আর টিউনগুলোও মানসম্মত হবে।