কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।
আজকে আমরা আলোচোনা কিভাবে একটা table এ cell (সেল) অ্যাড করা যায়।
***প্রথমে, Microsoft word খুলুন।
***তারপর, আগের টিউন এর নিয়ম অনুযায়ী একটি table বানান।
***এরপর, মাউস table এর কোনায় নিয়ে drag করে table বড় করুন।
***এবার, table এ কিছু লিখুন।
***আপনি যেখানে নতুন একটি ঘর বা, cell অ্যাড করতে চান, মাউস এর কারসরটি সেখানে নিয়ে একবার ক্লিক করুন।
***এবার, table>insert>cells এ ক্লিক করুন।
***এবার, shift cells down এ ক্লিক করে ok ক্লিক করুন।
***দেখুন, নতুন একটি ঘর বা, cell অ্যাড হয়ে গেছে।আরেকটা জিনিষ shift cells down এ ক্লিক করলে আমরা যে সেল বা, ঘর কে সিলেক্ট করেছি তা একঘর নিচে নেমে যাবে।
***এবার, আগের উপায়ে, যেখানে নতুন সেল অ্যাড করতে চাই, সেখানে মাউস একবার ক্লিক করুন।
***এবার, shift cells right এ ক্লিক করে ok ক্লিক করুন।
***দেখুন, নতুন একটি সেল হয়ে গেছে।আর, আমরা যেই সেল এ ক্লিক করেছি তা ডানে চলে গেছে।
যাদের মন খারাপ তাদের জন্য একটা গানের কিছু লাইন তুলে ধরছি।এটা অফটপিক,প্লীজ কেউ কিছু মনে করবেন না।
#i dont khow what i want#,
#so dont ask me#,
#cause i am still trying to figure it out#,
#dont know whats down this road#,
#i am just walking#,
#trying to see through the rain coming down#,
#even though i am not the only one#,
#who feels the way i do#,
#i am alone#,
#on my own#,
#and thats all i know#,
#i will be strong#,
#i will be wrong#,
#oh, but life goes on#,
#oh i am just a girl#,
#trying to find a place in this world#,
#maybe i am just a girl on a mission#,
#but i am ready to flight#,
#i am alone#,
........................
........................
........................
........................
এটা দিলাম এখানে একটা ছোট মেয়ে তার মনের কথা বলে।তার কস্টের কথা বলে।
আশা করি সবাই ভাল থাকবেন।
আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি নিয়মিত চালিয়ে যাচ্ছেন এটা দেখে ভালো লাগে।
গানের কথা গুলো আসাধারন।
ভালো থাকবেন।