আসুন শিখি Microsoft office word part-11 (table:part-3:কিভাবে একটা table এ নতুন cell অ্যাড করা যায়)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমরা আলোচোনা কিভাবে একটা table এ  cell (সেল) অ্যাড করা যায়।

***প্রথমে, Microsoft word খুলুন।

***তারপর, আগের টিউন এর নিয়ম অনুযায়ী একটি table বানান।

***এরপর, মাউস table এর কোনায় নিয়ে drag করে table বড় করুন।

***এবার, table এ কিছু লিখুন।

***আপনি যেখানে নতুন একটি ঘর বা, cell অ্যাড করতে চান, মাউস এর কারসরটি সেখানে নিয়ে একবার ক্লিক করুন।

***এবার, table>insert>cells এ ক্লিক করুন।

***এবার, shift cells down এ ক্লিক করে ok ক্লিক করুন।

***দেখুন, নতুন একটি ঘর বা, cell অ্যাড হয়ে গেছে।আরেকটা জিনিষ shift cells down এ ক্লিক করলে আমরা যে সেল বা, ঘর কে সিলেক্ট করেছি তা একঘর নিচে নেমে যাবে।

***এবার, আগের উপায়ে, যেখানে নতুন সেল অ্যাড করতে চাই, সেখানে মাউস একবার ক্লিক করুন।

***এবার, shift cells right এ ক্লিক করে ok ক্লিক করুন।

***দেখুন, নতুন একটি সেল হয়ে গেছে।আর, আমরা যেই সেল এ ক্লিক করেছি তা ডানে চলে গেছে।

যাদের মন খারাপ তাদের জন্য একটা গানের কিছু লাইন তুলে ধরছি।এটা অফটপিক,প্লীজ কেউ কিছু মনে করবেন না।

#i dont khow what i want#,

#so dont ask me#,

#cause i am still trying to figure it out#,

#dont know whats down this road#,

#i am just walking#,

#trying to see through the rain coming down#,

#even though i am not the only one#,

#who feels the way i do#,

#i am alone#,

#on my own#,

#and thats all i know#,

#i will be strong#,

#i will be wrong#,

#oh, but life goes on#,

#oh i am just a girl#,

#trying to find a place in this world#,

#maybe i am just a girl on a mission#,

#but i am ready to flight#,

#i am alone#,

........................

........................

........................

........................

এটা দিলাম এখানে একটা ছোট মেয়ে তার মনের কথা বলে।তার কস্টের কথা বলে।

আশা করি সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনি নিয়মিত চালিয়ে যাচ্ছেন এটা দেখে ভালো লাগে।
গানের কথা গুলো আসাধারন।
ভালো থাকবেন।

আপনার চেইন টিউন দারুন হচ্ছে… 😛

টিউন অনেক ভাল হবে জানি। চেইন টিউন শেষ হলে যব একসাথে প্রিন্ট দিব। আমি অবশ্য লিনাক্সের open office ইউজ করি। ব্যাপার না !

( অফটপিকঃ গানটি কেও শুনতে চাইলে এই লিঙ্ক এ যেতে পারেন। http://www.elyrics.net/read/t/taylor-swift-lyrics/a-place-in-this-world-lyrics-18.html )