আসুন শিখি Microsoft office word part-10 (table:part-2:আরেকভাবে কিভাবে table বানানো যায়, কিভাবে নতুন row, column table এ অ্যাড করা যায়।)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমরা দেখব কিভাবে আরেকভাবে table বানানো যায়।আর, কিভাবে একটা table এ নতুন column, row add করা যায়।আশা করি সাথে থাকবেন।

***প্রথমে, Microsoft office word খুলুন।

***তারপর, মেনু থেকে table>insert>table….. এ ক্লিক করুন।

***দেখুন, একটি dial up বক্স এসেছে।

***columns এর ঘরে 7 আর, rows এর ঘরে 4 লিখুন।তারপর, ok ক্লিক করুন।

***দেখুন, table হয়ে গেছে।

*******এবার দেখব কিভাবে নতুন column আর row add করা যায়।

***Microsoft word ওপেন করুন।

***তারপর, উপরের নিয়মে বা, আগের টিউন এর নিয়মে একটি table বানান।

***এবার, table এর কোনায় মাউস এর কারসর রেখে drag করে table টি বড় করুন।

***এবার, table এ কিছু লিখুন।

***যদি, আপনি row বাড়াতে চান‌‌, তাহলে যেখানে row বাড়াতে চান, ঠিক তার বাহিরে বামে একবার মাউস ক্লিক করুন।

***এবার, table>insert>rows above এ ক্লিক করুন।

***দেখুন, একটি নতুন row হয়ে গেছে।

***নতুন column অ্যাড করার জন্য যেখানে column অ্যাড করতে চান, ঠিক তার উপরে table এর বাহিরে ক্লিক করুন।

***তারপর, table>insert>columns to the left এ ক্লিক করুন।

***দেখুন, নতুন একটি column অ্যাড হয়ে গেছে।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার যে অনেক কষ্ট হয় এবং সাথে সময় ব্যয় হয় টা কিন্তু আপনার টিউন দেখেই বুঝা যায়।
খুব ভালো হয়েছে। আপনার টিউনটা MS Word এ যারা নতুন তাদের বিভিন্ন কাজে অনেক হেল্পফুল হবে।
আমি নিজেও কিছু না জানা ব্যাপার শিখেছি আপনার অতীত টিউন গুলো থেকে।
আপনাকে ধন্যবাদ নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য।
ভালো থাকেন।

ধন্যবাদ।ভাইয়া আমি একটা জিনিস জানিনা।আমি বিজয় দিয়ে লিখতে পারিনা।একটু Help করবেন? কিভাবে বিজয় দিয়ে লিখবো।শুনেছি বিজয় Setup দেয়ার সময় ও নাকি অনেক বিষয় মাথায় রাখতে হয়।

    ভাই বিজয় সেটআপ দেওয়া অন্যান্য প্রোগ্রামের মতই। বিজয় বায়ান্নোতে তো সিরিয়ান কী দেবার ঝামেলাও নেই।

আগেই জানতাম। ধন্যবাদ আপনাকে মনে করিয়ে দেবার জন্য। যারা জানতেন না তাদের অনেক কাজে দেবে।

আপনার প্রতিটি পর্বই মনোযোগ দিয়ে পড়ছি। যদিও আমি ওয়ার্ড পারি। তবে ওয়ার্ড বিশাল এক প্রোগ্রাম। প্রচলিত বইতে খুঁটিনাটিঁ অনেক বিষয়ই থাকে না। আশা করি ঐসব বিষয় বা কৌশল আপনার পোষ্টে থাকবে। অনেক ধন্যবাদ।

ওরে বাপরে! আপনি এখনো চালিয়ে যাচ্ছেন? আপনার ধের্য্যের তারিফ না করে পারলাম না। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।