আসসালামুয়ালাইকুম,
ট্যাবড ব্রাউজিং, এটি এমন একটি সুবিধা যা ছাড়া কোন ব্রাউজারই স্বয়ংসম্পূর্ণ না। সকল ব্রাউজারেই এখন ট্যাব ফিচার থাকে। এই ট্যাবড ব্রাউজিং আমাদের ইন্টারনেট ব্রাউস করার অভিজ্ঞতা সম্পূর্ণরূপে পালটিয়ে দিয়েছে। একবার ভেবে দেখুন যখন কোন ব্রাউজারেই ট্যাবড ব্রাউজিং এর সুবিধা ছিল না তখন কতটা ঝামেলায় পড়তে হত নেট ব্রাউস করতে গেলে। প্রতিবার নতুন পেজ ওপেন করতে হলে নতুন উইন্ডো ওপেন করতে হতো আর প্রতিটা ওয়েবপেজ দেখতে চলে টাস্ক বার থেকে উইন্ডোতে ক্লিক করে ওপেন করে দেখতে হত। কিন্তু এখন ট্যাবড ব্রাউজিং সুবিধার সুবাদে, নতুন উইন্ডো ওপেন না করেই ট্যাবের মাধ্যমে আলাদা পেজ ওপেন করে ভিজিট করা যায়।
এখন কেমন হয় যদি আপনার সাদামাটা উইন্ডোজেও ট্যাব সুবিধা পান? ট্যাব সুবিধা এখনো যুক্ত করেনি মাইক্রোসফট, কিন্তু WindowTabs ইউজ করার মাধ্যমে এখন আপনিও পারবেন আপনার উইন্ডোজ এক্সপি, ভিস্তা বা সেভেনে ট্যাবড ব্রাউজিং এর সুবিধা যোগ করতে।
WindowTabs হল মাইক্রোসফট এক্সপি, ভিস্তা এবং সেভেনের জন্যে[৩২বিট এবং ৬৪ বিট] বানানো ছোট্ট একটি সফটওয়্যার, যা উইন্ডোজে ট্যাব সুবিধা প্রয়োজন করে। এই সুবিধার ফলে আপনি যতগুলো উইন্ডোই ওপেন করেন না কেন সবগুলোই ব্রাউজারের ট্যাবের মত শো করবে, কষ্ট করে বারবার টাস্ক-বার ওপেন করে দেখার প্রয়োজন পড়বে না। এই সফটওয়্যার ইউজের মাধ্যমে আপনি আপনার উইন্ডোজে ফাইল ব্রাউস করার অভিজ্ঞতাকে সম্পূর্ণ নতুন-রূপ দিতে পারবেন।
এই সফটওয়্যার আপনার উইন্ডোজে কোন মডিফিকেশন করবে না, এটি ব্যাকগ্রাউন্ডে রান হয়ে আপনার সব অ্যাপ্লিকেশন উইন্ডো কে ট্যাবে পরিণত করে 😀 । আপনি চাইলে সেই ট্যাবগুলোকে আপনার প্রয়োজন মাফিক সাজিয়ে-গুছিয়ে নিতে পারেন।
উদাহরণস্বরূপ ধরুন আপনি অফিসের জন্যে একটি প্রজেক্ট করছেন, যে প্রজেক্টের জন্যে একই সময়ে আপনাকে এম এস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং ফটোশপে কাজ করতে হচ্ছে [বোঝানোর জন্যে উদাহরণ মাত্র]। এখন প্রতিটা কাজ করার সময় আপনাকে বারবার করে টাস্ক ম্যানেজার থেকে উইন্ডো ওপেন করতে হচ্ছে; যা বেশ ঝামেলার, এখন আপনি যদি ট্যাব সুবিধা পান, তবে ফায়ারফক্স বা ক্রোমের মতি আপনি অতি সহজে এক উইন্ডো থেকে আরেক উইন্ডোতে ন্যাভিগেট করতে পারবেন। ফলে আপনার কাজ আরো তাড়াতাড়ি হবে এবং আপনি কাজ করতে একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন...
প্রথমেই আপনাকে এখান থেকে উইন্ডোজ ট্যাবস ডাউনলোড করে নিতে হবে। এর ইন্সটলেশন পদ্ধতি খুবই সোজা। ডাউনলোড করে ইন্সটলার ফাইলে ক্লিক করলে নিচের চিত্রের মত উইন্ডো আসবে। শুধু মাত্র Next এ ক্লিক করলেই ইন্সটল হয়ে যাবে।
ইন্সটলেশন শেষ হলে আপনি লক্ষ করবেন যে আপনার ওয়ারকস্পেসের প্রতিটি উইন্ডো এখন একেকটি সিঙ্গেল ট্যাবের অধিকারী। আপনি যদি এদের কে এক সাথে মাল্টিপল ট্যাবে পরিণত করতে চান তবে আপনাকে যেকোনো একটি ট্যাব এ ক্লিক করে ধরে রেখে ড্র্যাগ করে অন্য একটি ট্যাবের উপর ছেড়ে দিতে হবে, তাহলে মাল্টিপল ট্যাব পেয়ে যাবে। আর এটি একটা অসাধারণ ফিচার এই সফটওয়্যারটির। এভাবে ড্র্যাগ করে আপনি একাধিক উইন্ডোকে মাল্টিপল ট্যাবের আওতায় আনতে পারবেন
আপনি চাইলে ডিফল্ট সেটিংসেই এই সফটওয়্যার ইউজ করতে পারেন, তবুও সেটিংস নিজের মত করে নেয়াটাই শ্রেয়। নিজের মত করে সেটিংস করে নিতে চাইলে যেকোনো ট্যাবে রাইট ক্লিক করে Settings এ ক্লিক করে আপনার সেটিংস ঠিক করে নিতে পারেন। আপনি যদি ফায়ারফক্স, ক্রোম বা এমন কোন ব্রাউজার এবং সফটওয়্যার ইউজ করে থাকেন যা ডিফল্ট ভাবে ট্যাবড ব্রাউজিং সাপোর্ট করে সেগুলোকে বাদ দিতে পারেন এই সফটওয়্যারের আওতায়। বাদ দিতে নিচের ইমেজের মত Filtering ট্যাবে গিয়ে Disable tabbing for the following applications এই রেডিও বাটনে ক্লিক করে যেসব প্রসেস এ আপনি ট্যাব ডিজেবল করতে চান মানে যেসব সফটওয়্যারে অলরেডি ট্যাব ফিচার আছে, সেগুলোতে এই অপশন যোগ করার প্রয়োজন নেই, তাই সেগুলোর প্রসেস এখানে দিয়ে Ok বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এখানে আমি ফায়ারফক্স এবং ক্রোমকে দিয়েছি।
আশা করি টিউনটি আপনাদের ভালো লেগেছে। আমার টিউন সম্পর্কে আপনাদের ভালো লাগা-মন্দ লাগা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না...
আমার আরো কিছু টিউন যা হয়তোবা আপনাদের কাজে লাগতে পারেঃ
আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।
ফাটাফাটি একটা টিউন হয়েছে। ডাউনলোড দিয়ে দেখছি।