আসুন শিখি Microsoft office word part-9 (table:part-1: কিভাবে table বানানো যায়,table বড় করা যায়, table move করা যায়।)

আসুন শিখি Microsoft Office Word

কেমন আছেন সবাই।আশা করি সবাই ভাল আছেন।

অনেকদিন পর আবার techtunes এ আবার টিউন করলাম।টিউন না করলেও সবসময় techtunes এর পাশেই ছিলাম।

আজকে আমি আলোচোনা করব কিভাবে table বানানো যায়,table বড় করা যায়, table move করা যায়।

***প্রথমে, Microsoft office word ওপেন করুন।

***তারপর, টুলবার এর insert table আইকন এ ক্লিক করুন।

***মাউস এর কারসরটি নিচের দিকে তিন ঘর নেমে ডানদিকে ৫ ঘর যেয়ে ৫ নাম্বার ঘরে মাউস ক্লিক করতে হবে।

***দেখুন, একটা table হয়ে গেছে।

***মাউস এর কারসরটি যখন table এর কোনায় নিবেন, দেখবেন মাউস এর কারসরটি নিচের মত হয়ে গেছে।

***এবার, মাউস এর left button ক্লিক করে ধরে রেখে নিচের দিকে নামান, মানে drag করে নিচের দিকে নামান।

***দেখুন, table টি বড় হয়ে গেছে।

***table এর উপরের বামে কোনায় মাউস এর কারসরটি নিয়ে মাউস এর left side ক্লিক করে ধরে রেখে মাউস টি নাড়ান, দেখবেন table টি move করছে।

যারা আমার powerpoint এর বই ডাউনলোড করেননি, তারা  নিচের image এ ক্লিক করুন।

আমার সবচেয়ে প্রিয় ২টি লাইন আপনাদেরকে dedicate করলাম।

“Family isn’t whose blood you carry.

Its who you love and who loves you.”

এটা Jackie chan এর “the spy next door” মুভি থেকে নেওয়া।

সবাই ভাল থাকবেন।

Level 0

আমি সাবিহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 753 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারন একটি মানুষ।সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকি।মুভি দেখি,ব্লগ এ ব্লগ এ ঘুরাঘুরি করি।পড়ালেখা করতে বরাবরই ভয় লাগে। আর ফেসবুক এ একটা পেজ খুলেছি।যারা সময় পাবেন একটু ঢু মেরে আসবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য ………….

অনেক দিন পর আপনার টিউন পেলাম, খুব ব্যস্ত নাকি ?
টিউন করা ভুলেই গেলেন মনে হয়…
আপনার টিউন নিয়মিত চাই।
ধন্যবাদ শেয়ার করার জন্য

    না ভাই। কিছু ভাল লাগে না। সারাদিন english movie ডাউনলোড করি।তারপর দেখি। তাই টিউন করতে পারি নি।এখন থেকে নিয়মিত হব। আপনাকে thanks.

ছবি সহ টিউন গুল ভালই লাগে ! তবে আপনি ম্যানুয়াল ভাবে টেবিল নেবার কথা বোধহয় বলেন নি । Word 2003 বা তার আগের version গুলতে menu bar এ Table নামে একটা মেনু থাকে, সেখানে টেবিলের আরও মজার মজার জিনিষ পাওয়া যায়। তবে তাপনি যেটুকু দিয়েছেন, অনেক সুন্দর হয়েছে । http://t4bd.com এ office program নিয়ে কাজ শুরু করেছিলাম, ব্যস্ততার কারনে বেশি দুর এগুনো হয়নাই, আশা করি সামনে ওটাকে নিয়ে বসবো।

    ভাই, এটা table বিষয়ক 1st টিউন। আপনি যেভাবে বললেন ওটা পরের part এ আলোচোনা করব। আমি মোটামুটি table বিষয়ক ৪-৫ টি টিউন করব।

Level 0

Its who you love and who loves you.—————like this status.

আপনার প্রচেষ্টাকে শ্রদ্ধা জানাই,
আপনি ভাল একটা কাজ করতেছেন এই ধরনের টিউন করে,
আমি পরে আপনার সব গুলু এই ধরনের টিউন একত্র করব,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাজের টিউনটির জন্য।

    আতাউর ভাই এতোদিন কথায় ছিলেন।আপনাকে আমরা সবাই খুব miss করেছি।

Good work thanks

Level 0

ধন্যবাদ এগিয়ে যান।

Many many thank's please continue.

sobaike thnks.

Level 0

Jackie chan Is my Favorite Hero.. Thank U For your "Microsoft office word" topic…