যেভাবে Home Recording Studio বানাবেন

শিক্ষানবিশদের জন্য বাসায় Home Studio বা Digital Audio Workstation (DAW) setup

এই পোষ্ট শুধু মাত্র শিক্ষানবিশদের জন্য professional-রা টেক-টিউনসের অন্য বিভাগ থেকে ঘুরে আসুন।

পৃথিবীর উন্নত দেশগুলোতে সাউন্ড ইঞ্জিনিয়ারিং বেশ সম্মানজনক এবং লাভজনক পেশা। আমাদের দেশেও এর ভালো ফিল্ড আছে। কিন্তু সাউন্ড এডিটিং এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে আমাদের দেশে বাংলায় টিউটোরিয়াল তো দূরের কথা টিউটরই নাই। এর কারন যাদের টিউটর হওয়ার মত মান আছে তাদের কাজের চাপ অনেক বেশি, তাই তাদের টিচিং দেয়ার মত সময় নাই। এছাড়া বাংলাদেশে সাউন্ডের উপর পড়ালেখা আছে এমন মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন।

অনেক কথা হল এবার আসল কাজে আসা যাক।

সাউন্ড ইঞ্জিনিয়ারদের কাজ কি? সাউন্ড ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে সাউন্ড রেকর্ডিং, এডিটিং এবং recorded sound  অথবা live sound কে শ্রোতাদের কাছে ভালো ভাবে উপস্থাপন করা। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় sound re-enforcement বা শব্দ পরিসঞ্চালন।

একটা সাধারণ ভুল - আমাদের দেশে সাউন্ড এডিটিং বলতে Sound re-enforcement-কে বুঝায়। আসলে সাউন্ড এডিটিং Sound re-enforcement-এর একটি অংশ।

আমাদের দেশে প্রচলিত আরেকটি ভুল: Sound re-enforcement বলতে মানুষ বোঝে গান রেকর্ডিং এবং তা এডিটিং করা, কিন্তু এটা হচ্ছে সাউন্ড-এর জগতের একটা অংশ। এছাড়া এর বিরাট যে অংশ রয়ে গেছে সেগুলো হচ্ছে:- লাইভ কনসার্ট, নাটক, সিনেমা, টিভি বিজ্ঞাপনের কথোকপনের শব্দ ধারন, ডাবিং, আবহ সঙ্গীত, রেডিও এবং টেলিভিশনে প্রচারিত সবরকম শব্দ ধারনই Sound re-enforcement -এর অন্তর্ভূক্ত।

Sound re-enforcement-এর বিশাল জগতে ঢুকতে হলে প্রথমেই জানতে হবে সাউন্ড রেকর্ডিং, আর সাউন্ড রেকর্ডিং এর জন্য দরকার সাউন্ড রেকর্ডিং স্টুডিও। এই সাউন্ড রেকর্ডিং স্টুডিও হতে পারে অনেক high-end professional equipment দিয়ে সাজানো professional স্টুডিও অথবা অল্প কিছু equipment দিয়ে সাজানো হোম স্টুডিও।

যেহেতু এটা শিক্ষানবিশদের জন্য তাই আমি এখানে হোম স্টুডিও setup করতে যা যা লাগবে তা নিয়েই আলোচনা করব।

আজ থেকে ১০ – ১২ বছর আগেও হোম স্টুডিও বানানো এবং তাতে রেকর্ডিং করা ছিল অবাস্তব। এখন technology সেই অবাস্তবকে বাস্তবে রূপ দিয়েছে, এবং হোম স্টুডিও বানানো-ও খরচ বহুল নয়

একটি হোম স্টুডিও

Home studio setup-এর জন্য কি কি দরকার?

Home studio setup-এর জন্য প্রথমেই দরকার একটি ভালো মানের ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার যার সাথে অবশ্যই firewire এবং usb পোর্ট থাকতে হবে। Audio recording-এর জন্য Windows based PC অথবা MAC–ই সবচেয়ে বেশি গ্রহন যোগ্য। Linux না, কারন Linux-এর সফটওয়্যারগুলো এখনো Audio Industry Standard-এ আসে নাই এবং অনেক file ফরম্যাট-ও সাপোর্ট করে না।

কম্পিউটারের পরেই দরকার একটি audio interface। Sound card এর professional version – কে Audio Interface বলা হয়। Audio Interface –  শব্দটি ব্যবহৃত হয় professional এর ক্ষেত্রে আর sound card ব্যবহৃত হয় consumer এর ক্ষেত্রে। বাজারে তিন ধরনের audio interface পাওয়া যায়।

যেমন:-

1. PCI

2. USB

3. Firewire

Home Studio-র জন্য সবচেয়ে ভালো হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার আর একটি ভালো PCI Audio Interface। PCI Audio Interface কিনলে অবশ্যই আলাদা একটা mixing console কিনতে হবে এবং PCI এর সবচেয়ে বড় সমস্যাই এর পোর্টেবিলিটি নিয়ে।

Mixing console ছাড়া PCI দিয়ে recording করা যাবে না। কারন professional PCI interface-এ (৩ কোটি টাকা দাম হলেও) consumer sound card- এর মত সরাসরি recording option থাকে না।

PCI Audio Interface

PCI এর পর-ই আছে firewire অথবা USB 2.0, আমাদের দেশে firewire audio interface –এর ন্যুনতম দাম ২০,০০০ টাকা এবং USB 2.0 এর ন্যুনতম দাম ১০,০০০ টাকা।

  • USB 2.0 supported audio interface পাওয়া না গেলে USB 1 supported audio interface কেনা উচিত না। USB 1 supported audio interface  গুলো অনেক পুরোনো এবং এদের data transfer ভালো না।

8in/8out Firewire audio interface

প্রাথমিক পর্যায়ে M-Audio – র audio interface কেনাটা ভালো।

(PCI is superior. এবং বিশ্বাস করুন speed এবং performance সবকিছুই আছে এর খেলায়।)

Microphone: অন্যতম প্রয়োজনীয় equipment। Professional Microphone মূলত দুই ধরনের

  1. Dynamic
  2. Condenser

Dynamic Microphone

Condenser Microphone

প্রাথমিক অবস্থায় dynamic microphone কেনা উচিত। Condenser microphone অনেক দাম এবং এর ব্যবহার অনেক জটিল।

Recording Software

Professional Recording Software এ recording করার সুবিধা ছাড়াও music create, sound producing, midi scoring, sound editing ইত্যাদি সুবিধা সহ আরো অন্যান্য অনেক audio ভিত্তিক সুবিধা থাকে। Recording Software নির্বাচন নির্ভর করে আপনি কোন প্লাটফর্মে কাজ করবেন Windows না MAC -এ ।

অনেক software আছে যেগুলো Windows এবং MAC উভয়টাতে চলে, এর জন্য আলাদা আলাদা installer download করতে হবে।

এখানে আমি কিছু professional sound scoring and recording software এর নাম দিলাম।

সফটওয়্যারের নামপ্লাটফর্মমন্তব্য
CubasePC/MACখুবই ভালো audio engine এবং user friendly
NuendoPC/MACCubase এবং Nuendo একই কোম্পানির, দেখতে এবং কাজ প্রায় একই রকম
Avid Pro ToolsPC/MACনিজস্ব Hardware ছাড়া চলে না। তাই এর pirated ভার্সন download করে লাভ নাই। Hardware + Software অনেক দাম। পৃথিবীর বেশিরভাগ sound engineer এবং musician দের পছন্দের তালিকায় ১ নম্বর।
Ableton LivePC/MACব্যবহার খুবই জটিল। এর নিজস্ব প্লাগ-ইনস এত বেশি যে অন্য প্লাগ-ইনস দরকার হয় না।
Cakewalk SonarPCসবচেয়ে বেশি বিক্রিত audio software। অনেক হালকা pc তেও চলে।
LogicMACব্যবহারিক দিক প্রায় Cubase/Nuendo- এর মত। Interface, audio engine এবং plugins ব্যবহারের দিক দিয়ে Cubase/Nuendo থেকে আলাদা। অনেক ভালো audio engine কিন্তু বেশিরভাগ plugins ব্যবহার করতে পারে না।
GarageBandMACLogic এর lighter version.

এছাড়াও বাজারে আরো অনেক কোম্পানির অনেক ধরনের software পাওয়া যায়। কিন্তু সবকিছু মিলিয়ে সেসব software এর কাজ এবং মান  এই ৭টির মত না।

Studio Monitor

Sound পর্যবেক্ষনের জন্য studio তে যেসব স্পিকার ব্যবহৃত হয় তাদেরকে Studio Monitor বলে। Studio Monitor স্পিকার আমাদের বাসায় ব্যবহৃত ডেস্কটপ woofer এর স্পিকার, dvd/cd HiFi সেটের স্পিকার অথবা লাইভ কনসার্টে ব্যবহৃত স্পিকার থেকে পুরোপুরিভাবে আলাদা। Studio Monitor  এর স্পেশালিটি হল এরা সত্য sound শোনায়। অর্থাৎ যা সোর্স থেকে পাঠানো হবে তা-ই Studio Monitor গুলো শোনাবে। এই স্পেশালিটির জন্য এদের দাম সাধারন স্পিকারের থেকে অনেক বেশি। সাধারণত যেসব স্পিকার গান শোনার জন্য ব্যবহৃত তা অনেক extra effect এবং noise ধরে। এর জন্য রেকর্ডিং এর সময় Studio Monitor ব্যবহার করতে হবে।

বাজারে বিভিন্ন মানের এবং দামের studio monitor কিনতে পাওয়া যায়। আপনার সাধ্যমত ১ pair studio monitor কিনে নিন।

Studio Monitor Speaker

Cable: স্টুডিও তে তিন ধরনের তার ব্যবহার করা হয়:-

১. XLR যা microphone cable নামে পরিচিত

২. ¼ inch cable, যা গীটার বা ইন্সট্রুমেন্ট cable নামে পরিচিত

৩. RCA টেলিভিশন বা cd/dvd player-এর input/output –এর জন্য ব্যবহৃত হয়

একটি PCI bassed কানেকশন প্যাটার্ন দেওয়া হল।

* PC র বদলে Laptop আকার জন্য দুঃখিত

উপমহাদেশের বিখ্যাত সব composer-রা তাদের বাসাতে বসেই কাজ করেন। তাই এখানে যেসব equipment এর কথা লেখা হয়েছে তা থাকলে বাসায় বসেই professional quality-র sound produce এবং recording করা সম্ভব।

Boring টিউনটি পড়ার জন্য ধন্যবাদ।

Level 2

আমি Engl। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যিই ভাল লেগেছে। জানার মত অনেক কিছুই পেলাম। এর কানেকশন প্যাটার্ন তা কেমন হবে যদি সময় করে এঁকে দিতে পারেন তবে আর একটু ভাল হত। ধন্যবাদ ভাইয়া।

    Level 2

    ধন্যবাদ
    কানেকশন প্যাটার্ন দেয়া হল।

অসাধারন টিউন ! ! ! ! যা অনেক দিন পর পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জটিল টিউনটির জন্য। আমি ৩ বছর সনার দিয়ে মিডি তৈরি করি তাতে ভকাল দিয়। পেশাদার সাউন্ড এডিটিং এর বেলায় আপনার টিউনটি অনেক কাজে আসবে।

sound re-enforcement সম্পর্কে আরো টিউন আশা করি।

    Level 2

    ধন্যবাদ আপনাকেও এরকম একটা boring tune পড়ার জন্য।
    MIDI scoring –এর জন্য Cubase, Nuendo, FL studio হচ্ছে best। এগুলোতে MIDI-র sound tweak করা অন্যান্য যে কোন softwareএর থেকে সহজ। Sonar-ও ভালো কিন্তু MIDI Scoring –এর জন্য একটু টাফ বিশেষ করে newbie –দের জন্য।

আরও বিস্তারিত লিখলে ভাল হত।
আমার Home Recording Studio বানানোর চিন্তা আছে।
পারলে সাহায্য করবেন।
[email protected]
ধন্যবাদ।

    Level 2

    ধন্যবাদ।
    কি দরকার জানিয়ে e-mail করেন।
    বিস্তারিত লেখার জন্য অনেক সময় নিয়ে ধারাবাহিকভাবে টিউন করতে হবে। ইচ্ছা আছে সামনে ধারাবাহিক টিউন করব

অনেক দিন পর একটি ভাল টিউন পেলাম…ভা্ল লাগল..ভাই চালিয়ে যান।

মিউজিক ভালই লাগে। যদিও নিজে গান কখোনই গাইনি (বাসায় ছাড়া)। তবুও অনেক আগ্রহ নিয়ে পড়লাম এবং বেশ ভাল লাগল। আরও তথ্য নিয়ে আসবেন বলে আশা রাখছি। ধন্যবাদ আপনাকে এই সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।

Level New

অনেক সুন্দর হয়েছে। আশা করব এর উপর ধারাবাহিকভাবে টিউন করবেন। ধন্যবাদ।

অনেক কিছু জানতে পারলাম…ধন্যবাদ

প্রথম টিউন আপনার,
অনেক সুন্দর হইছে,অনেক কিছু জানতে পারলাম।
আশা করছি সামনেও ভাল ভাল টিউন উপহার দিবেন।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর টিউনটির জন্য।

Level 0

আমার মতো ছাত্রদের জন্য অনেক বেশী বায়বহুল.
আমাকে একটা ব্যপারে সাহায্য করতে পারবেন বলে মনে হচ্ছে.

MIDI Keyboard থেকে সরাসরি Sound Output দেয়ার জন্য কোন ধরনের Speaker কেনা উচিত ??

    Level 2

    Oooo…..ps
    techtunes লোড হতে এত সময় নেয়।
    Work Station keyboard এর মত MIDI Keyboard-এর নিজস্ব sound bank নাই, তাই midi keyboard দিয়ে কোন amplifier/speaker এর সাথে connect করে Play করলে সাউন্ড শোনা যাবে না। Work Station keyboard এর নিজস্ব sound bank আছে তাই Work Station keyboard কোন amplifier/speaker এর সাথে connect করে Play করলে সাউন্ড শোনা যাবে। midi keyboard এর জন্য অবশ্যই PC এবং midi compatible software with sound bank লাগবে। এর কোন বিকল্প নাই। PC এবং midi compatible software ছাড়া midi keyboard useless।

পুরো ফাটায় দিছেন

খুব ভালো টিউন,আশা করি চালিয়ে যাবেন.থামবেনা কিন্তু.

Very Nice Tune. Digital Tune. I Like It.
Thanks for Share.

জটিল টিউন, খুব ভালো হয়েছে
ভাই আমি জানতে চাচ্ছি স্টুডিও তৈরিতে খরচ কেমন

Dynamic Microphone এবং Condenser Microphone এর দাম কত?

    Level 2

    মাঝারি মানের Dynamic microphone এর দাম ৩০০০/- থেকে শুরু আর নিচু মানের condenser microphone এর দাম ১৫,০০০/- থেকে শুরু। মাঝারি মানের condenser microphone এর দাম ৭০,০০০/- থেকে শুরু।
    *প্রাথমিক অবস্থায় condenser microphone ব্যবহার না করাটাই ভালো কারন
    ১) নিচুমানের condenser microphone এর রেকর্ডিং quality ভালো না।
    ২) মাঝারিমানের condenser microphone এর অনেক দাম এবং এর ব্যবহার-ও অনেক জটিল।
    ৩) sound সম্পর্কে ভালো idea না থাকলে অনেক দামী condenser microphone দিয়ে ভালো সাউন্ড বের করা যাবে না।

midi keyboard এর দাম কত

    Studio Monitor Speaker দামটাও যদি দয়া করে বলেন

    আমার Home Recording Studio করার ইচ্ছা আছে তাই আপনার কাছে help চাচ্ছি

    Level 2

    ধন্যবাদ
    জনাব আমি musician। Instrument seller না। এভাবে আমার কাছে দাম জিজ্ঞেস করার থেকে কোন Musical equipment বিক্রির store এ গিয়ে জিজ্ঞেস করা ভালো। তাহলে আপনি আসল দাম জানতে পারবেন। তারপর-ও আপনার সুবিধার জন্য home studio করতে কত টাকা আর কি কি লাগবে তা লিখে দিলাম।
    Home studio budget: PC সহ ১,০০,০০০ – ১,২০,০০০/- আর যদি PC থাকে তাহলে ৬০,০০০-৮০,০০০/-.
    Basic home studioএর জন্য যা যা লাগবে:
    • Software:- Cakewalk Sonar/Cubase/Nuendo/Avid Pro Tools
    • Sound Card PCI based or USB/Firewire
    • MIDI keyboard (Optional)
    • Headphone
    • Microphone
    • Mixing console (if you use PCI based sound card)
    • Studio Monitor
    • PC/Laptop

    PC/Laptop পাওয়া যাবে Computer seller এর কাছে আর অন্যান্য equipment-গুলো পাওয়া যাবে দেশের যে কোন Musical Instrument Store-এ এবং দাম-ও জানতে পারবেন।

Level 0

Really cool!!!
Thanks a lot

এতদিন কোথায় ছিলেন ভাই !!! আমি তো আপনাকেই খুজছি !! ভাই আপনি কোন মেসেঞ্জার এ চ্যাট করেন ? ইয়াহু অথবা জিটক এ? আমার অতিসত্বর হেল্প দরকার আপনার। প্লিজ ব্রাদার হেল্প করুন ……… আপনার সাথে যোগাযোগের উপায় বলুন ……… জবাবের অপেক্ষায় রইলাম…

    Level 2

    Dear I m not a online chating guy. Rarely I use those. If u want to reach me plz send me e-mail.

Level 0

ওয়াও চরম পোস্ট

হেডলাইন পড়ে মনে হলো সাহায্য টিউন কিন্তু টিউনে ঢুকেতো চোখ ছানা ভরা।
জটিল টিউন হয়েছে। আরও চাই। 😀

শুধুমাত্র হাই কোয়ালিটি ভয়েস রেকর্ডিং এর জন্য কি কি লাগবে? কোন মাইক্রোফোন ভালো?

cubase 7 ba jekono cubase er serial key dewa gele upokar hoto…