জিআইএস টিউটোরিয়াল ১ জিআইএস সফটওয়্যার এর সোর্স ও ডাউনলোড পদ্ধতি
বর্তমানে বাজারে অনেক জিআইএস সফটওয়ার প্যাকেজ আছে। এর মধ্যে আর্ক জিআইএস (ArcGIS) সবচেয়ে জনপ্রিয়। এটি তৈরি করেছে ইএসআরআই (ESRI) কোম্পানী। এছাড়াও MapInfo, IDRISI, Manifold, InterGraph GeoMedia, SmallWorld, GRASS, MS MapPoint , ERDAS Imagine ইত্যাদি বহুলভাবে ব্যবহৃত হয়।
বানিজ্যিক সফটওয়্যার এর পাশাপাশি আছে কিছূ ওপেন সোর্স সফটওয়্যার।
ডেক্সটপ জিআইএস (Desktop GIS)
ভেক্টর ডাটা বেইজ জিআইএস সফটওয়্যার যেমনঃ আর্ক জিআইএস (ArcGIS),
ম্যাপ ইনফো (MapInfo) আবার রাস্টার ডাটা ভিত্তিক সফটওয়্যার যেমনঃ ইলুইস (ILWIS), ইরদাস ইমাজিন(ERDAS IMAGINE), ইআর ম্যাপার (ER Mapper) ইত্যাদি। অনেকেই আবার রাস্টার ডাটা বেইজড সফটওয়্যার গুলিকে রিমোট সেনসিং (Remote Sensing) এর সফটওয়্যার বলে থাকে। তবে আমরা এই টিউটোরিয়ালগুলোতে ইএসআরআই (ESRI) কোম্পানীর আর্ক জিআইএস (ArcGIS) সফটওয়্যার ব্যবহার করবো।
সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে http://en.wikipedia.org/wiki/Category:GIS_software সাইটে দেখতে পারেন।
সফটওয়্যার ডাউনলোড ও সেটআপঃ
সফটওয়্যারটি বেশ দামী। বাংলাদেশে এটির কোন ডিস্ট্রিবিউটর নেই। লাইসেন্স কপি কিনতে আপনাকে যোগাযোগ করতে হবে ESRI Singapore অফিসে। একটি আর্ক জিআইএস (ইনফো ভার্সন) এর দাম আনুমানিক দেড় লক্ষ টাকা। তবে ক্রেতা ও ক্রেতা কি ধরনের ব্যবহার করবে তার উপর ভিত্তি করে দাম কম
বেশি হতে পারে। একাডেমিক ব্যবহারের কথা বলে কিনলে কমে পাবেন আর বাণিজ্যিক ব্যবহারের কথা বললে দাম আরও বেশি লাগতে পারে।
যারা লাইসেন্স কপি কিনতে পারবেন তারা কিনে ব্যব
হার করাই ভালো। আর যারা কিনতে পারবেন না তাদের জন্য রয়েছে বিভিন্ন সাইটে ক্রাক সহ পাইরাইটেড কপি।
টরেন্ট সাইট থেকে যারা ডাউনলোড করতে চান তাদের জন্য
ArcGIS Desktop 10 + Service Pack 1 + Patches + Tutorial Disk + License (5.99 GB)
ESRI ArcGIS 10 Desktop DVD (3.75 GB)
আর যারা টরেন্ট ব্যবহার করেন না তাদের জন্য
ArcGIS10 Size 3.65 GB
http://filesonic.com/file/1046240161/arcgis.10.desktop.rar.html
MiPony অথবা যেকোন shared file downloader দিয়ে এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। রেপিডশেয়ার, হটফাইন, মিডিয়াফায়ার ইত্যাদি সব সাইটেই পাবেন এই সফটওয়্যরটি। আমার জানামতে এই সফটওয়্যারটি র ডিভিডি আইডিবি তেও কিনতে পাওয়া যায়। আইডিবিতে তিনশ থেকে চারশ টাকার মধ্যে পেয়ে ডাবেন। এই সফটওয়ার প্যাকেজের দাম একটু বেশি (এক প্যাকেজ এর দাম প্রায় ডের লক্ষ টাকা) হওয়ায় এর ক্রাক করাও একটু কষ্ট। তবে ইন্টারনেটে ক্রাকও সহজলভ্য।
ডাইনলোড করুন / সংগ্রহ করুন। এরপর সেটআপ দিন। আর না পারলে আমি তো আছিই। চিত্রসহ সেটআপ এর টিউটোরিয়াল নিয়ে আসছি শীগ্রই।
আমি রেজাউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Fataia felcen.eae na hole tt.1.5 lak tk r jenes free