ফটোশপ জোন(পর্বঃ৩০- জেলী বা জেল এর মত টেক্সট/জেল টেক্সট ইফেক্ট )

ফটোশপ জোন

বন্ধুরা কেমন আছেন সবাই? অ......নে......ক দিন পরে লিখতে বসলাম। ইদানিং খুব ব্যস্ত সময় কাটছে। আজ সময় পেয়ে তাই হয়ে গেলাম back in action . আজ আমি অসাধারণ একটি টেক্সট ইফেক্ট দেখাব, জেল বা জেলীর মত টেক্সট ইফেক্ট। আর কথা বাড়িয়ে চলুন শুরু করি। যা দেখতে নিচের মত হবে।

কাজ নিয়ে বিশ্লেষনঃ

জেল সাধারনত বাইরের দিকে হালকা রঙের এবং ভিতরের দিকে একটু গাঢ় রঙের হয়।তাছাড়া এর উপরের পৃষ্ঠে আলোর প্রতিফলনের জন্য জেল চকচক করে। এখানেও তাই করা হয়েছে।

একটি ডকুমেন্ট খুলুন,আমারটা ৮০০x৬০০ পিক্সেল। টেক্সট টুল সিলেক্ট করে এর জন্য নিচের মত সেটিংস ঠিক করুন।

এখন নিচের মত লিখুন।

blending mode এ গিয়ে নিচের মত মান নির্ধারণ করুন।

ফলে নিচের মত হবে।

এখন inner shadow এর জন্য নিচের মত মান নির্ধারন করুন। আপনি যে রঙ্গে লেখটি লিখেছেন,inner shadow এর জন্য তার জন্য আরেকটু গাঢ় রঙ নির্বাচন করুন। এর ফলে লেখটির উপরের অংশে এবং ভিতরের দিকের কিছু অংশের রঙ গাঢ় হবে।

নিচের মত পাবেন

এখন outer glow তে নিচের মত মান দিন। outer glow এর  উইন্ডোতে যে ছোট আকারের রঙ নির্বাচনের অপশন আছে তাতে  টেক্সট এর চেয়ে হালকা কালার সিলেক্ট করুন।

নিচের মত হবে

inner glow এর জন্য নিচের মত মান দিন। এক্ষেত্রে টেক্সট এর চেয়ে গাঢ় রঙ সিলেক্ট করুন

নিচের মত হবে

এবার bevel and emboss। এখানে attitude এর মান চেঞ্জ করতে ভুলবেন না।

ফলে নিচের মত পাবেন

এখন satin এ নিচের মত মান দিন। satin এর রঙ হিসেবে আপনার টেক্সট এর রঙ্গটিই নির্ধারন করুন।

নিচের মত হবে

আরেকটু কাজ বাকি। ব্রাশ সিলেক্ট করে নিচের মত এর সেটিংস ঠিক করে নিন টুলস অপশন্স বার থেকে। বারে dissole mode সিলেক্ট করে opacity আর flow ভুলবেন না।

এখন নতুন লেয়ার তৈরি করে তাতে লেখাটির ঠিক মাঝখান বরাবর একটি ক্লিক করুন, নিচের মত পাবেন

এবারে এই লেয়ারের মোড এবং opacity এর মান যথাক্রমে overlay ও 67% করুন।

এবার দেখুন , নিচের মত হবে

এইতো!!!!

সবাই ভালো থাকবেন,কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি MITHU। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 88 টি টিউন ও 1232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম হইছে… চালাইয়া যান। নিয়মিত দিতে হবে ব্রাদার তবেই না তারাতারি শেখা যাবে। ধন্যবাদ

    Level 0

    slow and steady wins the race. একথা এক্ষেত্রেও খাটে।

আহ ! কি সুন্দর !

    Level 0

    হে হে হে 🙂 ধন্যবাদ।

রুটি দেন খাইয়া ফালাই।

Level 0

Mithu..ভাই,অনেক ভাল হইছে,ফটোশপে কাজ অনেক ভাল লাগে,

    Level 0

    🙂 ধন্যবাদ।

Level 0

Mithu..ভাই, জ়টিল হইছে,

Level 0

ভালো হয়েছে!

    Level 0

    ধন্যবাদ।

ওরে বাবা। কতদিন পর আমাদের ভাইটাকে দেখতে পেলাম। মনে করেছিলাম আমাদের মনে হয় ভুলেই গেছে।

আমার text effect শেখার খুব সখ। অবশেষে শুরু করলেম।

আর বরাররের মত অসাধারন। অকবারে অলাদ জবাব।

ভাইয়া ভাল থাকবেন।

    একমাত্র আপনাকেই দেখলাম নিয়মিত চেইন টিউনগুলা করে যেতে। চালিয়ে যান 🙂

    Level 0

    @সাবিহাঃভাইয়ে আপত্তি,বন্ধু হলে ভালো হয় 😉 হে হে হে,ফান করলাম

    Level 0

    @শাওন>হুম,তোমাদের মত কমেন্টরদেরও ভূমিকা আছে এতে।

    ামার কমেন্টটা ভুল করে এখানে লিখে ফেলেছি 🙁 এটা নিচে আমার ঘরে হবে

মিঠু ভাই সকাল বেলাতেই ক্ষিদা লাগাই দিলেন। এখন আপনার দায়িত্ব খাওয়ানোর :p :p

আপনার টিউন দেখে ফটোশপ শিখমু। ওয়েট করেন।

চমৎকার টিউন।

    Level 0

    টিভিতে যারা চা এর এড দেয় তারা কি তোমাকে চা খাওয়ায়েও দেয় ? হে হে হে।
    কাল বোর্ড ভাইভা দিয়েই একটা ফ্রি টাইম পাইলাম,তখনই লিখে ফেললাম,এখন বিশ্রাম!!!! তবূও যদি জেল খেতে চাও,হলে এসো,ফ্রেশ জেল খাওয়ায়ে দেব। 🙂

Level 0

মিঠু ভাই,অনেক চেস্টা করে হইছে ৯৯%, যখন নতুন লেয়ার তৈরি করি, লেখাটির ঠিক মাঝখানে ক্লিক করি,তখন backgrounde চুমকির মত ছুট ছুট আশে,
আমি তো আর আমার মাজে নাই

    Level 0

    ভাই,পাইরা গেছি…………।

    Level 0

    🙂 অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি।

text effect চালাইয়া যান 🙂

    Level 0

    আল্লাহ এর রহমতে চালিয়ে যাব ফটোশপের সব বিভাগই। ধন্যবাদ।

Level 0

আমি ভাবছিলাম যে আপনি আর মনে টিউন করবনে না । ধারনাটা ভুল হল। চালিয়ে যান। খুব ধারাবাহিক। যত দিন নেট থাকে সবার টিউন একবার হলেও দেখি। কিন্তু মন্তব্য করতে পারিনা। তার মানে এ না যে আপনাদের ভুলে যাই নাই। ভাল থাকবেন।

    Level 0

    "তার মানে এ না যে আপনাদের ভুলে যাই নাই" কথাটা কি ঠিক হল। হে হে হে
    আর ধন্যবাদ

আসাধারন…।

    Level 0

    ধন্যবাদ

আসাধারন

Mithu, ভাই জটিল সব টিউন করলেন ভাই। সত্যি জটিল হয়েছে…………

Level 0

ধন্যবাদ 🙂 🙂 🙂

Level 0

ভাই আমি প্রথম কমেন্ট দিলাম বাংলা লিখতে খুব সমস্যা হয়. ভাই ভাল হইতাছে . ভাই আমি কিভাবে আমার ছবি টেকটিউনে দিতে পারব বলবেন.

আরেকবার সবগুলো রিভিশন দিলাম। আরো লেখা চাই।

আপনার কাছ থেকে photoshop এর উপর ১০০ টা টিউন চাই।

না করলে কিন্তু অকালে পরকালে পাঠিয়ে দিব।

মিঠু, জেলীটা ভাল হয়েছে। simply stunning. তবে এই মুহুর্তে আমার জেলী খেতে ইচ্ছে করছে।
আরেকটা কথা – তুমি তাড়াতাড়ি ১০০ টা টিউটোরিয়াল কমপ্লীট কর নইলে সাবিহা আপার হাতে তোমার বড্ড বিপদ আছে।

    Level 0

    তাইই তো মনে হচ্ছে

    মিঠু, ফটো কিভাবে change করব বল

    Level 0

    ফটো চেঞ্জ করব মানে কি? বুঝলাম না। কোথাকার ফটো চেঞ্জ করবা?

    এই যে তুমি গিটার হাতে বসে আছ যে………..এই ছবি কিভাবে সেট করব ???

      ভাবছি আমার ফেইসবুকের ছবিটাই এখানে সেট করব………………………………………………বল হে………………….উপায় কি………………….

    Level 0

    gravater.com এ যাও। ওখানেই ছবি চেঞ্জ করতে হয়।

    that's fine মিঠু

Level 0

vaia…………r onk tune cahi…….darun lage apner tune gula…onke tune kore shudu tar tune

deke tar web ba bloging site E jawer jonno…….. R apne likan amadeer shikanor jonno tankz vaia..again

Level 0

ভাই, প্লিজ এই পোস্টটি দেখুন https://www.techtunes.io/help-ask/tune-id/86567/