ফটোশপের ধারাবাহিক টিউটোরিয়াল – ০২

আসসালামু আলাইকুম !!

আশাকরি ফটোশপ শিক্ষার্থী  আপনারা আমার আগের টিউটোরিয়ালটি

বুঝেছেন এবং অনুশীলন করেছেন । আর যারা আগের টিউটোরিয়ালটি দেখেননি

তারা এখান থেকে দেখুন ফটোশপ ধারাবাহিক টিউটোরিয়াল-১

আজ আমি যে টুলস নিয়ে আলোচনা করব তা হচ্ছে

সিলেকশন টুল -----  

ক্রপ টুল ------ 

প্যাচ টুল------- 

স্ট্যাম্প টুল-----

উল্লেখিত টুলসগুলো ছবি (Photo) সম্পাদন(Retouch) করার জন্য ভয়ঙ্কর ভাবে

প্রয়োজনীয়, তাই আমরা এগুলির সঠিক ব্যবহার এখনি ভালভাবে শিখে নিব ।

৪.   সিলেকশন টুল -----

ফটোশপের সিলেকশন টুলটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে এটির মাধ্যমে আপনার ছবিকে ফটোশপের ধারনার উপরে সিলেক্ট করে এবং আমরা জানি সিলেক্ট করা অংশেই ফটোশপ কাজ করে । সাধারনত পাসপোর্ট সাইজ যে ছবিগুলোর ব্যাগগ্রাউন্ডে যে রঙটা দেখি সেটা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে শুধু ডিলিট করলেই এসে পরে। তবে এটা SHIFT চেপে মাউস ক্লিক করে বাড়ানো এবং ALT চেপে মাউস ক্লিক করে কমানো যায়। ফটোশপ সি.এস -৩ তে আরেকটা নতুন সিলেকশন টুল যোগ করা হয়েছে Quick Selection এটি দিয়ে আরো দ্রুত এবং নিখুত ভাবে সিলেকশন করা যায় শুধুমাত্র মাউস ক্লিক করে।

এখানে ছবিটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেছি ।

কিবোর্ড সর্টকাট – শুধুমাত্র W চাপলেই এটি অ্যাক্টিভ হবে.

৫. ক্রপ টুল ----- 

ফটোশপের এই টুলটির মাধ্যমে আপনি যেকোনো ছবিকে যেকোনো ভাবে কাটতে পারবেন অর্থাৎ এটির মাধ্যমে আপনি ছবির বাইরের অংশ অনায়াসে কেটে দেওয়া যায় । আবার পাসপোর্ট (Passport) বা 3R যেকোনো আকারের ছবিই এই ক্রপ টুলের মাধ্যমে ক্রপ করা হয়। এজন্য ক্রপ টুলটি সিলেক্ট করে মেনু বারের নিচে Width & Height লিখে পাশের ঘরটি Pixel/inch রেখে মাউস দিয়ে টেনে সিলেক্ট করে Enter চাপলেই ছবিটি ক্রপ হয়ে যাবে।

যেমনঃ পাসপোর্ট সাইজের ছবির জন্য Width: 1.57   Height : 1.97

Resolution: 300 pixel/inch


এখানে মাউস টেনে ছবিটি সিলেক্ট করে শুধু Enter চাপা (Press)  হয়েছে ।

কিবোর্ড সর্টকাটঃ শুধুমাত্র C চাপলেই এটি অ্যাক্টিভ হবে ।

৬.প্যাচ টুল  ----

অনেক সময় আমাদের ছবির বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ময়লা অংশ থাকে যেটি আমরা দূর (Remove) করতে চাই আর সে জন্যই প্যাচ টুল ব্যবহার করা হয়

প্যাচ টুলের মধ্যে অনেক টুল পাবেন এ সম্পর্কে অন্য টিউনে বিস্তারিত লিখব ।

সাধারনত এটি দিয়ে একস্থান এর ছবি অন্যস্থানে সরিয়ে নেওয়া হয় । এখানে Source , Destination নামে দুটো অপশন আছে যাতে আপনার সিলেক্ট করা অংশ কোন জায়গার মত হবে সেটা নির্ধারণ করে । মাউস ঘুরিয়ে সিলেক্ট করে যে অংশটা আসবে সেটা মাউস দিয়ে যেখানে সরাবেন সেখানেই এরকম ছবি তৈরি হবে ।

কিবোর্ড সর্টকাটঃ শুধুমাত্র J চাপলেই এটি অ্যাক্টিভ হবে ।

৭. স্ট্যাম্প টুল-------

স্ট্যাম্প টুলটি যারা ফটোশপ ব্যবহার করে তাদের জন্য অতি প্রয়োজনীয় কারন

যেকোনো দাগ , বা মুখের বিভিন্ন স্পট ইত্যাদি এটির মাধ্যমে

দূর (REMOVE) করা হয় । স্ট্যাম্প টুলটি সিলেক্ট করে যে স্থানের ছবির মত করতে চান সেখানে Alt চেপে Click করে কপি করে যে স্থানের দাগ মুছতে চান সেখানে Alt

ছেড়ে ক্লিক করুন ব্যস এভাবে আপনার বিভিন্ন দাগ দূর(REMOVE) হবে । এভাবে

আপনার সমস্ত ছবির বিভিন্ন দাগ সরাতে পারবেন । আর স্ট্যাম্পটুলের বৃত্তটি

কিবোর্ডের { } লেখা কি দিয়ে বাড়ানো কমানো যায়।

এখানে Alart Pay  নামটা স্ট্যাম্প টুলের মাধ্যমে তুলে ফেলা হয়েছে ।

কিবোর্ড সর্টকাটঃ শুধুমাত্র J চাপলেই এটি অ্যাক্টিভ হবে ।

.

.

.

অবশেষে আমি আজকের টিউটোরিয়ালের সমাপ্তিতে কিবোর্ড সর্টকাট নিয়ে কিছু কথা বলতে চাই -- কিবোর্ড সর্টকাট হল কম্পিউটার  তথাপি ফটোশপ ব্যাবহারের

সবচায়ে দ্রুততম পদ্ধতি আর যে যত কিবোর্ড সর্টকাট জানবে সে তত বেশি কাজ

করতে পারবে । আপনারা যদি চান তাইলে আমি ফটোশপের উপর দুর্দান্ত কিছু সর্টকাট নিয়ে একটি টিউন করতে চাই আর সেটি অবশ্যই জানবেন ।

ও-হ্যাঁ – ফটোশপের টিউটোরিয়ালটি অনুশীলন(Practice) করুন এবং স্বপ্ন সফলতার দিকে এগিয়ে যান আরেক ধাপ।

সবাই সুস্থ্য থাকুন ।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে সব সময় কিছু করতে চাই , করতে চাই মনভাব থেকেই ব্লগ পোস্ট করা শুরু । আমাকে মেইল করতে [email protected]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

jotil

    ধন্যবাদ ভাইয়া । সাথে থাকুন আর নিয়মিত অনুশীলনী চালিয়ে যান , স্বপ্নকে বাস্তবে নিয়ে আসুন ।

হাসান ভাই,
জোশ্‌ লাগল… খুব কাজের জিনিস। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকলাম। চালিয়ে যান… ধন্যবাদ।

    ধন্যবাদ — আশা আছে নিয়মিত টিউন করব ।
    আর আমার টিউন যারা ফটোশপ শিখতে চায় তবে ঠিক গাইড লাইন পাচ্ছে না
    তারা যাতে দ্রুত ফটোশপ শিখতে পারে তার জন্যই এই সামান্য প্রচেষ্টা।
    আপনার পরামর্শ আমার জন্য অবশ্যই দরকারি ।

Please Continue. Thanks.

    ধারাবাহিক ভাবে ফটোশপের সকল ব্যবহার সহজে উপস্থাপিত হবে — সাথে থাকুন

চমত্‍কার চালিয়ে যান আমরা আছি তো।সাড়া দিলাম

Level 0

শোভন ভাই জটিল হইছে , চালিয়ে যান,সাথে আছি