র‍্যান্ডম ফটোশপ টিউটোরিয়াল-১ (না দেখলে মিস করা উচিত)

শিরোনাম "র‍্যান্ডম ফটোশপ টিউটোরিয়াল", কারন আমার টিউটোরিয়ালের কোন ধারাবাহিকতা থাকবে না। Basic থেকে Advanced সব কিছুই থাকতে পারে এখানে।

আজকে যে ইফেক্টটা করব তাকে কি বলে আমি জানি না, কিন্তু ইফেক্টটা যে মাথা ঘুরিয়ে দেয়ার মত তা বলার অপেক্ষা রাখে না। যাই হোক নিজেরাই দেখে নিন।

এই কাজ করার ন্যূনতম যোগ্যতাঃ ফটোশপের ইন্টারফেস সম্পর্কে ধারনা থাকতে হবে। লেয়ার সম্পর্কে ধারনা থাকতে হবে।
যাই হোক, আমরা তাহলে শুরু করি। আর হ্যা, এতগুলো ধাপ দেখে ভয় পাবেন না। খুবই সহজ কাজ। এছাড়া আছে প্রচুর স্ক্রীনশট...
ধাপ ১:

নতুন একটি ফটোশপ ডকুমেন্ট খুলি নিচের মত করে...

ধাপ ২:

এবার টাইপ টুল সিলেক্ট করে টাইপ করি। আমি লিখছি LIGHT BRUST। আপনারা আপনাদের ইচ্ছা মত লিখুন। ফোরগ্রাউন্ড কালার অবশ্যই কালো থাকতে হবে। এটি করার জন্য কীবোর্ডের D প্রেস করুন।
ধাপ ৩:
এবার ctrl+T চেপে free transform box আনুন এবং আপনাদের ইচ্ছা মত সাইজ নির্ধারন করুন। ইন্টার চাপুন।

ধাপ ৪:
এবার লেয়ারটিকে rasterize হবে। এজন্য টেক্সট লেয়ার সিলেক্ট করুন তারপর layer menu>rasterize , এরপর টাইপ সিলেক্ট করুন। এতে করে আমাদের টেক্সটটি পিক্সেলে পরিনত হল। টাইপ লেয়ারটি একটি রেগুলার লেয়ার হল।

ধাপ ৫:
ছবির মত লেয়ারের থাম্বনেইল এর উপর ctrl+click করুন,

তাহলে টেক্সটের চারপাশ সিলেক্ট হয়ে যাবে।

সিলেক্ট করা অবস্থায় উপরে select menu থেকে save selection সিলেক্ট করুন। একটি ডায়লগ বক্স আসবে, ok করুন। এটি চ্যানেল প্যালেটে Alpha 1 নামে একটি চ্যানেলে সেইভ হবে। আমাদের পরে এই সিলেকশন কাজে লাগবে।

ধাপ ৬:
আমাদের লেয়ার প্যালেটে ফিরে আসি। টেক্সট লেয়ারটি সিলেক্ট করে উপরে edit মেনু থেকে Fill সিলেক্ট করি। তারপর নিচের ছবির ন্যায় অনুসরন করি।

কোন ফলাফল দেখতে না পেলে ভয় পাবেন না। কাজ ঠিক মতই হয়েছে।
ধাপ ৭:
Filter menu>Blur>Gaussian Blur সিলেক্ট করি এবং ছবির মত সেট করি।

এই ফিল্টারটি apply করার পর দেখতে এরকম হবে...
Gaussian Blur ফিল্টারটি apply করার পর দেখতে এরকম হবে...
ধাপ ৮:
টেক্সট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় Filter menu>Stylize>Solarize সিলেক্ট করি। তাহলে তা দেখতে এ রকম হবে...

ধাপ ৯:
লেখাটি একটু অন্ধকারাচ্ছন্ন লাগছে? Ctrl+L চেপে Levels কমান্ড স্ক্রিন আনুন এবং পছন্দ মত উজ্জলতা বাড়ান।

খুব বেশি সাদা করবেন না। দেখতে ভাল লাগবে না।

ধাপ ১০:
এরপর Ctrl+J চেপে লেয়ারটির একটি কপি করি।

ধাপ ১১:
এবার Filter menu>Disort>Polar Coordinates সিলেক্ট করি এবং ছবির ন্যায় অনুসরন করে ok করি।

ছবিটি দেখতে নিচের মত হলে ভয় পাবেন না।

ধাপ ১২:
Image menu>Rotate Canvas>90° CW সিলেক্ট করি। এভাবে আমরা ছবিটিকে ঘুরিয়ে দিলাম এবং দেখতে হবেঃ

ধাপ ১৩:
Ctrl+I চেপে ছবিকে ইনভার্স করি। তাতে এরকম লাগবেঃ

ধাপ ১৪:
এরপর Filter menu>Stylize>Wind সিলেক্ট করি এবং নিচের ছবির মত সেট করি।

Ok করলে ফিল্টারটি একবার এপ্লাই হবে। আমরা আরো ২বার এপ্লাই করার জন্য Ctrl+F ২ বার চাপব।
ধাপ ১৫:
Ctrl+I চেপে আবার ইনভার্ট করি

ধাপ ১৬:
এবং Ctrl+F ৩ বার চাপি।

ধাপ ১৭:
এবার ফটোশপকেই আমাদের ছবিটিকে অটোলেভেল করতে বলব Ctrl+Shift+L চেপে। আপনি চাইলে নিজেও করতে পারেন।

ধাপ ১৮:
এবার আমরা বিপরীত দিকে ছবিটি ঘুরিয়ে দিব Image menu>Rotate Canvas>90° CCW সিলেক্ট করে।

ধাপ ১৯:
আবার আমরা Polar Coordinate ফিল্টার ব্যবহার করব। Filter menu>Disort>Polar Coordinates. কিন্তু এখানে খেয়াল করার ব্যাপার আছে=>

দেখতে অনেকটা এরকম হওয়ার কথাঃ

ধাপ ২০:
লেয়ার ব্লেন্ড মোড কে আমরা ছবির মত Screen-এ পালটে দেব।

এতে আমাদের লক্ষ্যের আসল চেহারা চলে আসবে...

ধাপ ২১:
এবার নিচের ছবির মত গ্রাডিয়েন্ট ফিল করব...





আপনি চাইলে গ্রাডিয়েন্টে অন্য কোন কালার ব্যবহার করতে পারবেন। ধাপ গুলো শেষ হলে আপনি লেখাটি দেখতে পাবেন না। তার জন্য নিচের ধাপ অনুসরন করুন।
ধাপ ২২:
Gradient Fill লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ড মোড পরিবর্তন করে Color করে দিন।

তাহলে এমন দেখা যাবে।

ধাপ ২৩:
এবার টেক্সট কপি লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় Filter menu>Blur>Radial Blur সিলেক্ট করুন এবং সেট করুন...

তাহলে দেখতে হবে অনেকটা এরকম

ধাপ ২৪:
এবার আমাদের সেভ করা সিলেকশন কাজে লাগাবার পালা। চ্যানেল প্যালেটে Alpha 1 চ্যানেলের উপর Ctrl+Click করি।

এতে সিলেকশন দৃশ্যমান হবে। এরপর লেয়ার প্যালেটে ফিরে যাই। তাহলে আমরা সিলেকশনটি দেখতে পাবো।

শেষ ধাপঃ
এবার আমাদের প্রথম যে টেক্সট লেয়ার ছিল সেটি সিলেক্ট করি। এরপর ফোরগ্রাউন্ড কালার কালো রেখে ( D press করি) Alt+Delete press করি।

ব্যাস্‌... আমাদের কাজ ফিনিশ!
উফফ্‌!! একটানা লিখলাম... আশা করি আপনাদের ভালো লাগবে। ভবিষ্যতে এরকম আরো দেওয়ার ইচ্ছা আছে। আপনারা সাথে থাকলেই হবে।

Level 0

আমি chayon001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ হয়েছে! আপনি ফটোশপের বিভিন্ন ইফেক্ট এর উপর চেইন টিউন শুরু করে দিন। চেইন টিউনের নাম দিতে পারেন "অসাধারণ ফটোশপীয় ইফেক্টস " শুভকামনা রইল। 🙂

    Level 0

    মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার কথা মাথায় থাকবে… 😀

chayon ভাই, আমি আছি নেকস্ট পোস্টের জন্য। আমার ফটোশপের শিখতেই হবে হালকা কাজ জানি তবে ভালো না।

    Level 0

    যারা হাল্কা কাজ জানে তাদের জন্যই আমার টিউন… সাথে থাকুন।
    আর মন্তব্যের জন্য ধন্যবাদ।

অসাধারন একটা জিনিস শিখলাম। চালিয়ে যান নিয়মিত। 😀

    Level 0

    আপনারা সাথে থাকলে চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে…
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level New

দারুন হয়েছে চয়ন ভাই। অনবদ্য টিউটো।

    Level 0

    ধন্যবাদ।। 🙂

Please Continue

Level 0

ফটোশপে টেক্সট ইফেক্ট টিউটোরিয়ালের প্রতি সবার আগ্রহ আছে তা আপনার টিউনটিতে কমেন্ট দেখে বুঝতে পারছি। আগে ভেবেছিলাম,টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল হয়তো সবাই পছন্দ করে না। টিউনটি ভালো হয়েছে।

    Level 0

    আমিও একটা ট্রাই মারলাম…
    মন্তব্যের জন্য ধন্যবাদ। 🙂

ফাটাফাটি টিউন হয়েছে…চালিয়ে যান

    Level 0

    চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে…
    ধন্যবাদ।।

খুব সুন্দর।

    Level 0

    মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

এই টিউনটি একবার হয়েছিল । কিন্তু আপনি অনেক ভাল লিখেছেন ।চালিয়ে যান ।

    Level 0

    😮
    আগে হয়েছিল নাকি? আমার চোখে পড়েনিতো!!!
    যাই হোক, মন্তব্যের জন্য ধন্যবাদ…

Level 0

ভাই অনেক ভাল হয়েছে,বাট অনেক চেস্টা করলাম পারলাম না,
ভাই,মনে চায় এই গবর বুজাই মাথাটাকে মোম বাতি দিয়া বাড়ি
মাইরা ২টুকরা কইরা ফালাই,
অনেক চেস্টা করে ও Alpha 1 টা বানাতে পারলাম না,
জানি ভাই আপনারা মনে মনে হাসটেছেন, হাসেন , হাসেন্‌

    Level 0

    হাসার কিছু নাই, এইটা মোটামুটি advance লেভেলের কাজ। আপনি আরেকটু চেষ্টা করেন, ভালোমত স্ক্রীনশট দেখেন, আশা করি পারবেন…

    Level 0

    থাঙ্কস ভাই,সাহস পেলাম, আজ এটা করে ছারব,

ধন্যবাদ, পূর্বে দেখেছিলাম, একটা ভালো টিউটোরিয়াল।

    Level 0

    আপনাকেও ধন্যবাদ…

Level 0

ভালো খুব ভালো!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Level 0

Oh ! very wonderful.Go ahead. Plz tune on so many special effect. Thanks .

ফাটাফাটি একটা টিউন। আসাধারন হইছে। আগেও হয়েছিল এই টিউন টা কিন্তু আপনার মতো লিখতে পারেনি। ফটোশপে টেক্সট ইফেক্ট টিউটোরিয়ালের প্রতি আমার আগ্রহ বরাবরই বেশি।
ভাই চালিয়ে যাবেন কিন্তু। ধন্যবাদ

অবাক ও আনন্দিত হলাম!!

photoshop download korta ei link e link e click korun http://skamaker.com/2T94