আস্সালামু আলাইকুম, যারা ব্যবসার প্রচারনা বৃদ্ধি করার জন্য এসএমএস মার্কেটিং করতে চান, এই পোস্টটি তাদের জন্য। আশা রাখি আপনি মনোযোগ দিয়ে এই পোষ্টটি পরবেন।
বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় এসএমএস মার্কেটিং সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম, খুব সহজে আপনার কান্খিত গ্রহকের কাছে আপনার পন্যের সেবা পৌছে দিতে এর কোন বিকল্প নাই।
আজ আপনাদের সামনে এসএমএস মার্কেটিং করার জন্য সহজ একটি পদ্ধতি নিয়ে এসেছি, যার মাধ্যমে খুব সহজেই বাল্ক এসএমএস মার্কেটিং করতে পারবেন।
নিচে ধাপে ধাপে পুরো কাজটি তুলে ধরতেছি, যাতে আপনাদের কাছে কাজটি সহজ হয়।
প্রথমে আপনি GhasForing SMS এই লিংকটি ক্লিক করে এই ওয়েবসাইটে যাবেন,
১ম ধাপ: প্রথমে স্টার্ট ফর ফ্রি বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন
২য় ধাপ: রেজিষ্ট্রেশন ফরম পূরণ করে সাইন আপ বাটনে ক্লিক করুন,
৩য় ধাপ: এবার ড্যাসবোর্ড থেকে এড ডিভাইস বাটনে ক্লিক করুন
৪র্থ ধাপ: আপনি যদি মোবাইল থেকে এই ওয়েবসাইট ব্রাউজ করেন তাহলে গেটওয়ে অ্যাপ ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করুন অথবা আপনি যদি কম্পিউটার থেকে থেকে এই ওয়েবসাইট ব্রাউজ করেন তাহলে কিউআর কোড স্ক্যান করে আপনার মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করুন।
৫ম ধাপ: গেটওয়ে অ্যাপ ইনস্টল হয়ে গেলে ওয়েবসাইটের সাথে আপনার মোবাইল ডিভাইস কানেক্ট করতে হবে। মোবাইল ডিভাইস কানেক্ট করার জন্য আপনার মোবাইল থেকে গেটওয়ে অ্যাপটি ওপেন/চালু করুন, ডান পাশে কিউআর কোড বাটনে ক্লিক করুন
৬ষ্ঠ ধাপ: এখন কম্পিউটার থেকে (ঘাসফরিং এসএমএস) ড্যাসবোর্ড এ লগিন করে অ্যাড ডিভাইস বাটনে ক্লিক করে (২নং অপশন) রেজিস্টার ডিভাইস কিউআর কোড আপনার মোবাইল দিয়ে স্ক্যান করুন। ব্যাস, আপনার অ্যানড্রইড মোবাইল কানেক্ট হয়ে যাবে।
৭ম ধাপ: এখন আপনি কুইক (সিঙ্গেল) এসএরমএস অথবা বাল্ক এসএমএস সেন্ড করতে পারবেন, আমরা দেখাবো, কিভাবে বাল্ক এসএমএস সেন্ড করবেন? বাল্ক এসএমএস সেন্ড করার জন্য আপনাকে একটি গ্রুপ ক্রিয়েট করতে হবে, নাম্বার লিস্ট আপলোড করে সেভ করে রাখার জন্য। একটি গ্রুপ ক্রিয়েট করুন।
প্রথমে হেডার মেনু থেকে কন্টাক্ট ক্লিক করুন, বাম পাশে গ্রুপ বাটনে ক্লিক করুন, এরপরে এড গ্রুপ বাটনে ক্লিক করুন, গ্রুপ নাম দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন, আপনার গ্রুপ তৈরী হয়ে গেল।
৮ম ধাপ: বাল্ক এসএরমএস সেন্ড করার জন্য আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার রেডি করতে হবে, আপনি যে যে নাম্বারে এসএমএস সেন্ড করবেন, সেই নাম্বার গুলো একটি এক্সেল ফাইলে লিস্ট করতে হবে, আপনার নাম্বারগুলো অ্যাড করার জন্য একট সেম্পল এক্সেল ফাইল ডাউনলোড করে নিন।
মেনু থেকে কন্টাক্ট ক্লিক করুন, বাম পাশে সেভড বাটনে ক্লিক করুন, এরপরে ইমপোর্ট বাটনে ক্লিক করুন, সবুজ হাইলাইট করা (ক্লিক হেয়ার) অংশে ক্লিক করে এক্সেল ফাইল ফরমেট দেখে নিন।
প্রথম কলামে মোবাইল নাম্বার (কান্ট্রি কোড সহ, কিন্তু প্লাস সাইন ব্যবহার করবেন না), দ্বিতীয় কলামে নাম এবং তৃতীয় কলামে গ্রুপ আইডি (আপনি যে গ্রুপ ক্রিয়েট করছেন, সেই আডি প্রতেক রোতে দিয়ে দিবেন) গ্রুপ আইডি অবশ্যই ব্যবহার করতে হবে।
আপনার ফাইল তৈরী হয়ে গেল, এবার ফাইল ইমপোর্ঠ করুন। মেনু থেকে কন্টাক্ট ক্লিক করুন, বাম পাশে সেভড বাটনে ক্লিক করুন, এরপরে ইমপোর্ট বাটনে ক্লিক করুন, চয়েস ফাইল বাটনে ক্লিক করুন, সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার লিস্টেড নাম্বার আপলোড হয়ে গেল। এখন বাল্ক এসএমএস সেন্ড করুন।
৯ম ধাপ: বাল্ক এসএমএস সেন্ড করার জন্য হেডার থেকে ম্যাসেস এ ক্লিক করুন, বাম পাশ থেকে সেন্ড বাটনে ক্লিক করুন, ডানপাশ থেকে বাল্ক এসএমএস এ ক্লিক করুন
১০ম ধাপ: আপনার যে গ্রুপ এ নাম্বার সেভ করেছেন, সেই গ্রুপটি সিলেক্ট করুন, তারপর নিচের অপশনগুলো সেটিং করে ম্যাসেজ বক্সে আপনার লেখাগুলো বসিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন।
এবার আপনার মোবাইল থেকে ওগটওয়ে অ্যাপটি চালু করে রাখুন। ব্যাস হয়ে গেল, এখন অনর্গোল একা একা ম্যাসেস সেন্ড হতে থাকবে। আর একটি কথা, এসএমএস সেন্ড করার জন্য আপনার সিম কম্পানী থেকে এসএমএস বান্ডেল কিনে নিবেন।
আশা রাখি এই পোষ্টটি আপনাদের ব্যবসার সম্প্রসারন ও পন্য/সার্ভিস বিক্রি অনেক গুন বাড়িয়ে দিবে। ইচ্ছে হলে আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ঘাসফরিং টেকনোলোজি
আমি মোঃ তরিকুল ইসলাম সোহেল। Web Developer, GhasForing Technology, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 2 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃ তরিকুল ইসলাম সোহেল, সিনিয়র ওয়েব ডেভেলপার, ঘাসফরিং টেকনোলজি।