Nofollow ও DoFollow সাইট বা পেজ চেক করার উপায়।SEO টিউটোরিয়াল-পর্ব [১০]

SEO টিউটোরিয়াল A to Z

আমরা অনেক সময় বিভিন্ন সাইটে গিয়ে পোষ্ট বা কমেন্টস করি ব্যাকলিংক পাওয়ার জন্য।কিন্তু সব সাইট থেকেই কি আপনি ভালো ব্যাকলিংক পান? না কেননা যেসকল সাইটের কমেন্ট বা পোষ্ট করার অপশনে Nofollow লিংক এট্রিবিউট করা থাকে সেখান থেকে ব্যাকলিংক পাওয়া সম্ভব নয়।আবার যদি ও অনেক সার্চ ইন্জিন এখন নোফলো লিংক গুলোকে ব্যাকলিংক হিসাবে ধরে তারপরও সেগুলোর তেমন কোন মূল্য নেই।তাই আমাদের ব্যাকলিংক ভালো ও কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিংক তৈরী করার জন্য ডুফলো সাইট খুজতে হয়।আজ আমি এই টিউনের মাধ্যমে আপনাদর জানাবো কিভাবে আপনি বুঝবেন যে এই সাইট টি থেকে আপনি ডুফলো লিংক পাবেন না কি নোফলো লিংক পাবেন।তো চলুন দেখি আসি কি ভাবে এই কাজটি করবেন

ডাউনলোড করুন একটি এসইও টুলস

এই কাজটি করার জন্য আপনার ফায়ার ফক্স ব্রাউজার থাকতে হবে।এবং আপনার ব্রাউজারে একটি এডঅন ইন্সটল থাকতে হবে।এই টুলসের নাম হলো search status ।এই টুলস ওয়েবমাস্টারদেরক কাছে ব্যাপক জনপ্রিয়।এটিতে অনেক অপশন যোগ করা আছে যা আপনার এসইওয়ের গবেষণা করার জন্য অনেক কাজে লাগবে ।তো চলুন একটু দেখে আসি কি কি আছে এই টুলস এ।

  • ১।আপনি এর মাধ্যমে পেজরেংক ,আলেক্সা রেংক মোজো রেংক ও এদের সমন্য়য়ে Complete Rank দেখতে পারেন।
  • ২।সাইটের ব্যাকলিংক চেক করতে পারবেন।
  • ৩।সাইটের কয়টি পেজ সার্চ ইন্জিন ইনডেক্স করেছে সেটা জানতে পারবেন
  • ৪।ওয়েব পেজের মধ্যকার কী-ওয়ার্ড ডেসটিনি দেখতে পারবেন।
  • ৫।দেখতে পারবেন সাইটের XML ও Robots.txt ফাইল গুলো
  • ৬।ঐ সাইটের ডোমেইন এর Whois চেক করতে পারবেন।
  • ৭।ওয়েব পেজের মেটা ট্যাক দেখতে পারবেন।
  • ৮।সাইট টি নোফলো বা ডু ফলো লিংক গুলোকে হাইলাইট করতে পারবেন
  • ৯।ওয়েব পেজের Link Report যেমন কয়টি Internal Link আছে,কয়টি External Link আছে ,কয়টি Nofollow link এবং follow External লিংক আছে তা জানা যাবে।

মোট কথা একটি ওয়েবপেজের SEO এন্যালাইজ করার জন্য এই টুলস এর জুড়ি নাই।আপনি এই টুলসটি ফায়ারফক্স এ ইনেস্টল করার জন্য চলে যেতে পারে এই লিংকে।

ডাউনলোড করে ইন্সটল করুন আপানর ব্রাউজারে,এরপর একবার ফায়ারফক্স রিস্টার্ট দিন।

এবার আসুন মুল কাজে

ইন্সটল শেষে হয়ে গেলে দেখবেন যে আপনার ব্রাউজারের নিচের দিকে ডান সাইডে টুলসটির অপশন এসেছে।

এবার মনে করুন আপনি একটি ব্লগে কমেন্ট করতে চাচ্ছেন।তাহলে সেই সাইটের প্রবেশ করুন।মনে করি আমরা http://www.makeuseof.com/tag/20-photoshop-tips-tricks-that-you-should-know-about-part-one/ এই লিংকে গিয়ে কমেন্টস করবো।এখন এই পেজে গিয়ে নিচে স্ক্রলিং করে কমেন্টস এর স্থানে আসি।এবার টুলসটির লোগো চিন্হিত অংশে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করি।

এখান থেকে Highlight Nofollow link এ ক্লিক করি।


এবার দেখুন যে যারা যারা কমেন্টস করেছে তাদের দেয়া নাম ও ওয়েব সাইট গুলোকে হাইলাইট করেছে।তার মানে হলো যে ঐ ব্লগটির কমেন্টেস এর লিংক গুলো Nofollow লিংক।

এভাবে আপনি খুব সহজেই অন্য সব ব্লগ বা ওয়েব সাইটে লিংক সাবমিট করার আগে চেক করে নিতে পারেন যে আপনি যেখানে লিংকটি দিবেন সেটা ডুফলো হবে না কি নোফলো ব্যাকলিংক পাবেন

তো এখন আপনি শিখলেন যে কিভাবে Nofollow ও Dofollow লিংক বা সাইট চিনবেন।তাই চেষ্টা করুন খুজে খুজে Dofollow সাইটগুলোতে গিয়ে ব্যাকলিংক বাড়াতে।

আর যদি আপনি সার্চ করে খুজতে চান Dofollow লিংক এর ওয়েব সাইট তাহলে চলে যান

  1. w3ec.com/dofollow/
  2. http://www.inlineseo.com/dofollowdiver/
  3. Atniz.com/dofollow-search-engine/
  4. Commenthunt.com

আগামী পর্বে যা থাকছে

আগামী পর্বরে আমি আলোচনা করবো কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট গুলো থেকে ব্যাকলিংক পাবেন এর সার্চ কমান্ড সহ আরো বেশ কিছু
কেমন লাগলো আজকের টিউনটি তা জানবেন সবাইকে অনেক ধন্যবাদ

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

জবরদস্ত হয়েছে সজীব ভাই 🙂

Level 0

ভালো একটি বিষয় নিয়ে আলোকপাত করেছেন সজীব ভাই। সবার কাজে আসবে 🙂

    ধন্যবাদ ভাই।আসলে এর আগে অনেকে এই বিষয় নিয়ে কমেন্টস করছিল তাই ভাবলাম এটার একটা সমাধান দরকার।তাই টিউনটি করা

কাজের টিউন ধন্যবাদ আপনাকে।

জোস………….. 🙂

Level 0

osadharon…opurbo.amar onek kaj e lagbe.

XP setup disi tai bangla te likhte parlam na.dekhun to amar site ti kemon? aponar onek info ekhane add korsi http://bit.ly/dEz6Ke

    মুকুট ভাই আপনার এডসেন্স বেন হইছে এই কারনে ই… মনে কিছু নিবেননা।
    ভাই বাংলা সাইট গুলাতে সাইট এর লিঙ্ক দেওয়া ভালো না। কে জানে আপনার একজন কম্পিটেটর অথবা আপনার খারাপ চায় এমন লোক কি করে বসে। আর কখন কি সর্বনাশ হয়ে যায়। এখন থেকেই কেয়ারফুল হন।

    Level 0

    ami link disi karon ami ar adsense dibona.n j site e deya ase seta bangla site e share krbona…

    aponar motamot er jonno thanks

    ধন্যবাদ ভাই আপনাকে।আমি ও কিছু দিন আগে আপনাকে এই কথাটিই বলেছিলাম।তাই ভালো হয় আপনার আর্নিং সাইটগুলোকে বাংলা ব্লগ হতে ১০০ হাত দুরে রাখা।

হ্যাঁ সজিব ভাই চালিয়ে যান। আমি ই ও শুরু করবো এক্সামটা শেষ হলে।

    ধন্যবাদ ভাই ।আপনার টিউনের অপেক্ষায়……………..

খুব ই ভালো হচ্ছে আপনার টিউন গুলো, কয়েকটা মাত্র দেখলাম। সুন্দর লিখছেন আসা করি সবাই অনেক কিছু শিখতে পারবে। চালিয়ে যান শুভ কামনা। 🙂

    আরে পাতা ভাই যে !!! অনেক দিন পর আপনার একটা কমেন্স পেলাম ভাই।কই থাকেন খুজেই পাওয়া যায়না।যাইহোক অনেক ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য 🙂

    হাহা কই আর থাকব বলেন আপনাদের কে ছাড়া। ভেগাবন্ড জীবন কনো ঠিক ঠিকানা নাই আসলে। হাহাহাহাহাহা

Level 0

অনেক খোজা খুজি করেও do follow লিস্ট পায়নি একটু help pls

Level 0

onk onk donnobad……….ato sweet kore Seo deke dawar jonno…….SEO shomperke kichu

Jantam na akon Onk kichu jante parbo……… 🙂

Level 0

ভাই অনেক ভালো হইয়াছে, ধন্যবাদ।

সজিব ভাই এস ই ও এর উপর আপনার পুরো টিউনগুলো একে একে পড়লাম । ভাই অস্বাধারন লিখেছেন । আমি শিখার জন্য বেশ আগ্রহ নিয়ে সময় নিয়ে পড়েছি । ভাই আমি মুলত এস ই ও শিথতে চাচ্ছি গুগল এডসেন্স করার জন্য । আমার এ ব্যাপারে কিছু সাজেশন দরকার । আপনি নিযে অথবা এ বিষয়ে অন্য কেও যদি আপনার জানাশুনা থাকে আমাকে একটু জানাবেন । আমার মেইল : [email protected] আপনার সেল নাম্বার টা পেলে ভালো হতো ভাই ।

অবশই ভালই লেকেচেন

ভালো হয়েছে টিউনটা। আপনি ইচ্ছা করলে আপনার SEO রিলেটেড সকল পোষ্ট বাংলা এসইও ব্লগেও শেয়ার করতে পারেন।
——————————————————————–
WebSeoGuide.Net | বাংলাদেশের সর্ব প্রথম পূর্ণাঙ্গ বাংলা এস.ই.ও. ব্লগ

Level 0

ভাই,
আমি আপনার প্রতিটা পোস্ট পরি খুব সহজ লাগছে। Odesk এ ৯০০ ঘণ্টা
কাজ করলাম কিন্ত একটা সাইট এর keyword কে google এর 1st place এ আনতে পারি না। সুদু অফপেজ করে আনা কি সম্ভব ? Please step গুলা বলবেন।

Level 0

vai ami nofollow o dofollow valo vabe busta parini apni jodi screen shot diten tahole kub valo hoto doya kora screen shot diben ki? apnar tune ar jonno donnobad.amar pora kub valo lagese.asa kori ami now mota moti seo ta busta parasi asa kori ar koyak bar porle oneck ta busbo . vai doya korben

Level 0

লিঙ্ক তৈরির একটা চেষ্টা।

Level 0

Extension টা ইনষ্টল হয়েছে। কিন্তু ফায়ার ফক্সে কোন পরিবর্তন দেখতে পাচ্ছিনা। ফায়ার ফক্সের নীচর দিকে যে মেসেজটি আসবে বলেছেন তাও তো দেখছিনা। নো ফলো আর ডু ফলো কি জানার জন্য টেকটিউন্সে সার্চ করে আপনার পোষ্টটি পেলাম।কিন্তু মনে হচ্ছে আমি কিছুই বুঝিনি।

অনেক ভাল একটা টিউন