এখন যেই প্রসেসটা দেখানে হবে মোবাইলে চাকরির আবেদন করার নিয়ম একই রকম। চাকরী ভেদে একটু আলাদ হতে পারে কিন্তু প্রসেস টা একই রকমন। নিচে বাংলাদেশ এয়ার ফোর্স এর ওয়েব সাইট থেকে চাকরির আবেদন করা দেখিয়ে দিচ্ছি।
এখানে ক্লিক করার পরে আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। যেহেতু এখন দুইটা এপ্লাই স্বয়ংক্রীয় আছে তাই দুইটা অপশন শো করবে। বোঝানোর ক্ষেত্রে আমি দ্বীতিয়টা ক্লিক করছি। প্রত্যেক ওয়েব সাইটেই এমন অপশন থাকতে পারে। তবে আপনি যদি সম সাময়ীক সময়ে এপ্লাই করবেন যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন একটাই অপশন থাকতে পারে। সেখানে ক্লিক করতে পারেন।
এখানে ক্লিক করার পরে নিচের মতো একটা ফর্মে নিয়ে যাবে। সেখানে চারটি অপশন আছে।
এপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তিনটি অপশন আসবে। অপশন গুলো হলো আপনার এপ্লাই করা পদ সমূহের সিরিয়াল। প্রথমে অফিসার এরপর এমওডিসি এবং সব শেষে এয়ারম্যান অপশন শো করবে। এখান থেকে আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পদে সিলেক্ট করবেন।
এখানে সব ঠিক ঠাক দিবেন। কারন এখানে ভুল হলে আপনার পুরো এপ্লিকেশনটি ভুল হবে। হতে পারে আপনার এপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। কারন এখানে প্রত্যেক টিউন বা পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা অথবা কোয়ালিফিকেশন চাইবে।
এর পর সব কিছু ঠিকঠাক পূরন করার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে।
নামের জায়গায় আপনার পুরো নামটি দিবেন। নামটি অবশ্যই আপনার জন্মনিবন্ধনের সাথে মিল রাখতে হবে। আর আপনার জন্মনিবন্ধনও যেন এন.আই.ডি এর সাথে মিল থাকে। তা না হলে কিন্তু আপনার নাম নিয়ে পরে সমস্যা হতে পারে।
মোবাইল নম্বরে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। প্রতিটি তথ্য দেওয়ার পরে একবার করে চেক করে নিবেন। এর পরে আপনার ইমেইল নম্বর তথা আমরা যেই জিমেইল, ইয়াহু, বা মাইক্রোসফ্ট এর ইমেইল একাউন্ট গুলো ব্যবহার করে থাকি সেইগুলো দিতে পারেন।
আপনার যদি ইমেইল না থাকে তাহলে আপনার পরিচিত কারো ইমেইল নম্বরটি দিন। আপনার বন্ধু-বান্ধবের কারো থাকলেও দিতে পারেন তবে আপনার টা দেওয়ায় সবচেয়ে ভালো হবে। এর পরে জন্ম তারিখের জায়গায় আপনার জন্ম তারিখ এবং আপনি পুরুষ হলে জেন্ডারে মেল এবং মহিলা হলে ফিমেল দিবেন।
প্রথম প্রকাশঃ কিভাবে সরকারি চাকরিগুলোতে এপ্লাই করতে হয়?
আমি ওমর সাব্বির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।