যারা আগের পোষ্টটি পড়েননি তাদের জন্য বলছি এটা পরুন।বুঝতে সুবিধা হবে।
আগের পোষ্টে কীওয়ার্ড সম্পর্কে বলেছিলাম।এবার বলবো আরোও কিছু কথা।
অনেকের সাইটে দেখি টাইটেল ট্যাগ এ অপ্রয়োজনীয় কথা লিখে রেখেছেন।টাইটেল ট্যাগ SEOর জন্য খুবই গুরুত্বপুর্ন।জনসম্মুখে স্বীকার না করলেও এটা সত্য যে টাইটেল ট্যাগ বিহীন কোন পেজ সার্চ বট ইনডেক্স করেনা।তাই এটা মিস করলেন তো সবই গেল।
আবার এখানে অযথা কিছু লিখবেননা।টাইটেল ট্যাগ এর সাথে পেজ বডির কনটেণ্ট না মিললে সার্চ বট সেটাকে গুরুত্ব কম দেয়।তাই আপনার পেজটি যে বিষয়ে টাইটেল ট্যাগে ছোট করে হলেও তা উল্লেখ থাকা দরকার।তবে হ্যাঁ,দয়া করে ৬০ অক্ষর এর বেশি লিখবেন না।লিখলেও কনো লাভ হবে না।কারন সার্চ বট সেটা পরবেনা।
অনেক সাইটে দেখি ফ্লাশ আর ইমেজ ফাইল দিয়ে ভরা।পেজ এ টেক্সট খুজে পাওয়া কঠিন।তাদের জন্য সুখবর।আপনি যদি খুব ভালো SEO না জানেন তবে আপনার সাইটকে সার্চ রেজাল্টে পাওয়ার আশা বাদ দিতে পারেন।যেহেতু আমি শুরু থেকে লিখছি তাই বিস্তারিত বলি।সার্চ বট যে জিনিশটাকে খুব বেশি গুরুত্ব দেয় তা হলো বডি টেক্সট।
<body>..........................</body>
এই ট্যাগের ভেতরে যা থাকে তা খুব বেশি গুরুত্বপুর্ণ।কারন কেউ যখন কোন বিষয়ে সার্চ করবে তখন সে এই ট্যাগের ভেতরে যা থাকবে সেটাই পরবে।তাই সার্চ বট এটাকে খুব গুরুত্ব দেয়।দয়া করে অযথা ইমেজ আর ফ্ল্যাশ পেজ এ ব্যবহার না করে সেখানে প্রয়োজনীয় টেক্সট দিন।
যদি আপনি পেজে জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে চান তবে তা পেজের ভেতরে না লিখে একটি বাহ্যিক জাভা স্ক্রিপ্ট ফাইল ব্যবহার করুন
<SCRIPT LANGUAGE="JavaScript" type="text/javascript"
src="seo-2.js"></SCRIPT>
এতে অনেক সুবিধা পাবেন।
যদি আপনি পেজে ফ্রেম ব্যবহার করেন তবে অবশ্যই <noframe> ট্যাগ ব্যবহার করবেন।সেখানে ফ্রেমে কি দিচ্ছেন তার বিবরন দেবেন।কারন সার্চ বট ফ্রেম রীড করেনা।নিচের উদাহরণটা দেখুনঃ
<frameset cols="20%,*" border="2">
<frame src="seo.htm" name="this"><frameset rows="*,5*">
<frame src="seo1.htm" name="that">
<frame src="seo2.htm" name="whatever">
</frameset><noframes>
<body>
<h1>Search Engine Optimization</h1>Looking to make your site perfect???Think about SEO
<p><a href="seo1.htm">More about SEO</a>
</body>
</noframes></frameset>
আপনার পেজের মুল বিষয় গুলো যে সব টেক্সট এ বর্ননা করা আছে সেগুলোকে বোল্ড করুন।সেক্ষেত্রে সার্চ বট এগুলোকে বেশি গুরুত্ব দেবে।
<b> Tech tunes-post about SEO</b>
Head Tag <h1>
Head Tag <h2>
Head Tag <h3>
Head Tag <h4>
Head Tag <h5>
Head Tag <h6>
হেডিং এই কয়েক প্রকার হয়ে থাকে।এর ভেতরে যা লিখবেন সার্চ বট তাকে জামাই আদরের সহিত ইন্ডেক্স করবে।তাই এগুলোর ব্যপারে একটু সচেতন হোন।
[এবার একটা চোরা উপায়।সাবধান কাউকে বলবেন না যেন 😀
অযথা অনেক লিঙ্ক শেয়ারিং সাইটে লিঙ্ক শেয়ার না করে সহজ একটা কাজ করুন।বেশ কিছু সাইট যেগুলোতে প্রচুর তথ্য পাওয়া যাবে যেগুলো আপনার পেজ এর মুল আলোচ্য বিষয় এর সাথে মিলবে,যেগুলোতে অযথা এড ও পপ-আপ নেই সেগুলোর লিঙ্ক এনে আপনার পেজ এর কোন একটা স্থানে রাখুন।সার্চ ইঞ্জিন এটাকে অনেক মুল্য দেয়।তবে খুব বেশি না।এক পেজ়ে ১৫-২০ এর বেশি দেবেননা।
]
আপনার পেজে কতো লিঙ্ক আছে তার উপর আপনার র্যাঙ্ক অনেকটা নির্ভরশীল।পেজে ১০০ এর কম এবং ৮০ এর বেশি লিঙ্ক রাখবেন।এবং ৮০% লিঙ্ক আপনার সাইটের হতে হবে।অবশ্যই অল্টারনেটিভ টাইটেল সহ।
আর লিখে পারলাম না।ঘাড় ব্যথা করছে।সামনের টিউনে থাকবে গুগল ওয়েবমাষ্টার নিয়ে টিউটোরিয়াল।আমার জন্য দোয়া করবেন।
আমি asas xcxc। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।আর এড এর ব্যাপারে কিছু বলার নেই।