আসসালামু আলাইকুম !!
সামান্য গবেষণা দিয়ে আমি আমার লেখা শুরু করতে চাই । আমরা অনেকেই আছি যারা বিভিন্ন
সময় দোকানে যারা ফটোশপের কাজ করে তাদের দেখলে মনে হয় তারা কম্পিউটারের কত কিছু
জানে , আসলেই তারা অনেক কিছু জানে তবে তারা যা জানে তার সামান্যই হয়ত অন্যের কাছ থেকে
শিখেছে । তবে বাকি টুকু কিভাবে শিখল ?
হ্যাঁ বাকিটুকু তারা নিজে নিজেই শিখেছে --- ফটোশপের উপর অনেক ব্লগই পোস্ট হয়েছে তবে ফটোশপের
টিউটোরিয়াল নিয়ে আমি যথাসাধ্য চেষ্টা করব যারা ফটোশপ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ বা এক্তু জানে তারা যাতে
নিজেরা পরিপূর্ণ ভাবে ফটোশপের টুলস ব্যবহার করতে পারে ।
ফটোশপের টুলস ব্যাবহারই এর কাজ কে পরিপূর্ণতা দান করতে পারে ।
ও-হ্যাঁ সকল টিউটোরিয়ালই হবে পরিপূর্ণ পর্দাচিত্রের (Screenshot) মাধ্যমে ।
প্রথমতঃ
এডোবি ফটোশপ বিশ্বজুড়ে সবচেয়ে সমাদৃত ফটোশপ যেটি দিয়ে বিশ্বের অনেক বড় বড়
গ্রাফিক্স ডিজাইনার ডিজাইন করে থাকে সেটি ইন্সটল করতে হবে আর তাতেই ফটোশপের বিভিন্ন টুলস
পাবেন। ফটোশপ সি.এস-৩ (CS-3) এখন পর্যন্ত সফলতম ভার্সন।
দ্বিতীয়তঃ ফটোশপের বিভিন্ন টুলসের নাম এবং সামান্য পরিচয় করিয়ে আমার প্রথম টিউটোরিয়াল শেষ করব ।
ফটোশপের টুলবার এটি
১. মার্ক টুল : উপরে সর্ববামে যে টুল দেখা যাচ্ছে সেটা হচ্ছে মার্ক টুল আমরা যখন কোন নিদ্রিস্ট জায়গার উপর কাজ করতে চাই তখন সেটা দিয়ে মার্ক করে কাজ করতে হয় । এটার মধ্যে কয়েকটা মার্ক টুলস আছে
Rectengula , Single column, Single Row Mark tool যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করতে হবে।
এখানে আমি যতটুকু নিয়ে কাজ করব থিক তত টুকুই মার্ক করেসি ।
২. মুভ টুল : মার্ক টুল এর পাশে যে টুলটি দেখা যাচ্ছে সেটা মুভ টুল । এটার কাজ হচ্ছে কোন লেয়ারকে সরানো অর্থাৎ বিভিন্ন প্রয়োজনে আমরা যখন ছবিকে একস্থান থেকে অন্যস্থানে নিব তখন মুভ (Move)টুলস ব্যবহার করব ।
এখানে মুভ টুল ব্যবহার করে অন্য একটা ছবিকে আমার প্লাটফরমে নিয়ে আসলাম ।
এটার মাধ্যমে ফটোশপের অনেক গুরুত্বপূর্ণ অংশ সিলেক্ট করা হয় নিখুদ ভাবে। এটার মধ্যে আছে লাসও , পলিগনাল লাসও , ম্যাগনেটিক লাসও । তিনটার কাজ সম্পূর্ণ ভিন্ন । লাসও টুল নিয়ে অন্য টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা হবে ।
ফটোশপ নিয়ে ধারাবাহিক টিউটোরিয়ালের সাথেই থাকুন আর নিজে হয়ে উঠুন দক্ষ ফটো রিটাচার। ভেবে দেখবেন অন্যের কাছে যেটা স্বপ্নের মত আপনার কাছে সেটাই স্বাভাবিক।
সবাই সুস্থ্য থাকুন ।
আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে সব সময় কিছু করতে চাই , করতে চাই মনভাব থেকেই ব্লগ পোস্ট করা শুরু । আমাকে মেইল করতে [email protected]
vai onek valo hoise plz continue kore jan….thnx