ছবিতে মেস্তা,ব্রনের কাল দাগ ফটোশপের মাধ্যমে নিপাত যাক

‘’ টেকটিউন্সের প্রযুক্তি প্রেমিদের বিশাল জ্ঞান সমুদ্রে একটুকরা চ্যালা কাঠ ভাসালাম জানি না কারও উপকার হবে কিনা’’

এমন অনেক সময় হয়ে থাকে আপনি শখের বসে কিংবা প্রয়োজনে একটি ছবি তুলেছেন কিন্তু মুখে রয়েছে ব্রন মেস্তার কাল দাগ যা আপনার লাবণ্যতাকে ম্লান করছে তাই চিন্তা নেই আপনি খুব সহজে ফটোশপের মাধ্যমে এসব দাগ দূর করে ছবিতে আপনার মাধুর্যতা ফুটিয়ে তুলতে পারেন ।

১। প্রথমে আপনার ছবিটি ওপেন করে নিন ।

২। এর পর হিলিং ব্রাশ টুল সিলেক্ট করুন

৩। এবার ভালভাবে ভেবে ছবির কোন একটি ভাল অংশ মনে মনে সিলেক্ট করে নিন তবে মনে রাখবেন ভাল অংশ সিলেক্ট করতে কোন উজ্জ্বল অংশ সিলেক্ট না করাই ভাল কেননা এতে করে দাগ মুছতে গিয়ে নতুন করে
দাগ সৃষ্টি হতে পারে।

৪। ভেবে নেয়া হলে যে অংশটি সিলেক্ট করবেন বলে ভেবেছেন সেখানে মাউসের সিলেকশন পয়েন্ট নিয়ে গিয়ে কিবোর্ড থেকে Alt এবং মাউস এর Left বাটন ক্লিক করুন তবে মনে রাখবেন দুটোই একসাথে ক্লিক করতে হবে ।

৫। এবার ধীরে ধীরে দাগ গুলতে ক্লিক করুন তবে দাগ যত বড় মাউসের সিলেকশন তার থেকে একটু বড় করে নিতে হবে এক্ষেএে কিবোর্ড থেকে { দিয়ে বড় এবং } দিয়ে সিলেকশন ছোট করে নিতে পারেন।
৬। সবশেষে আপনার প্রয়োজন মত ফরমেটে সেভ করুন।

আর এভাবেই আপনি আপনার ছবি থেকে খুব সহজেই দাগ দূর করতে পারেন তবে কিছু কিছু অংশের দাগ দূর করার চেষ্ঠা না করাই ভালো যেমন চশমার উপর,চোখের কোঁটর, এসব জায়গায় কেননা অপনি যখন একটি ভাল অংশ সিলেক্ট করে দাগের মধ্যে ক্লিক করছেন তখন আপনার সিলেক্ট করা অংশটি দাগের উপর প্রতিস্থাপিত হচ্ছে তাই কোন স্বচ্ছ অংশের দাগ মুছতে গেলে সে জায়গাটি ঘোলা বা আপনার সিলেক্ট করা অংশের মত হয়ে যাবে।

বিদ্রঃ আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে করা টিউনটি আপনাদের সহায়ক হবেকিনা জানিনা এবং এই টিউনটি ইতপূর্বে করা হয়েছে কিনা আমার জানা নেই তবে যদি কোন প্রকার ভূল ত্রটি থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
ধন্যবাদ

Level New

আমি রিয়াজুল ইসলাম প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 104 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

'''I've had a growing frustration, particularly when I would go out & book tours & interviews.I got frustrated with people asking me,''How do you know what tha future is going to be like?'''And I'd always say,'''I don't''''''


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ। তবে ভাই আমার মনে হয় এই কাজটা clone stamp tool দিয়ে করলে ভাল হবে।

    এই কাজটা clone stamp tool দিয়ে করলে ভাল হবে।
    কিন্তু clone stamp tool দিয়ে করলে আপনি পয়েন্ট নিয়ে যখন দাগে ঘসবেন তখন আপনার নেয়া পয়েন্ট এর পাশে যদি কোন দাগ থাকে তবে শেগুলো আবার নতুন করে ছড়িয়ে পরতে পারে তবে বার বার পয়েন্ট নিয়ে করা যাবে।কিন্তু এটা একটু কষ্টকর হবে নতুন দের জন্য। তাই আমি মনে করি
    হিলিং ব্রাশ টুল দিয়ে অনেক সহজে এটি করা যায়।

    মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ Kausar Alam ভাই

Level New

প্রিন্সঃ ভাই নতুন কিছু টিপস থাকলে দেন ।

কি ধরনের টিপস আপনি চাচ্ছেন তা জানালে আমি আমার সাধ্যমত চেষ্ঠা করবো আল মামুন ভাই।
ধন্যবাদ

Adobe photoshop এ কিভাবে logo তৈরি করবো,screenshot সহ দিতে পারবেন?

    ভাই আমি আমি আমার সামান্য জ্ঞানের আলোকে গ্রাফিক্স এর কাজ করি আর আমি লোগোর কাজ Illustrator দিয়ে করি তাই আমি আপনাকে সাহায্য করতে না পেরে লজ্জিত ।
    ধন্যবাদ

ফটোশপে একটি গুরুত্বপূনূ কমান্ড আপনাদের কারো জানা থাকলে জানান।
ফটোশপের একটা কমান্ড মনে হয় খুব সহ কিন্তু আমি জানি না এজন্য আমার জন্য অনেক কঠিন মনে হয়। আমি একটা পাসপোর্ট সাইজ ফটো প্রিন্ট দিব এটা স্টুডিও লোকেরা দেখলাম প্রথমে সাইজ করা সেই ফোটোটি অফেন করে একটা কমান্ড দিয়ে চারটি কপি করে প্রিন্ট দিয়ে দিলো। আমি জানি যে প্রথমে একটি এনে পরে কি বোর্ড থেকে Alt ধরে মাউস দিয়ে ড্রেগ করে নেয়া হয় কিন্তু এতে যেমন সময় অপচয় হয় তেমিন ফটো একটি থেকে একটি দূরত্ব কম বেশি হয়। তাই আপনাদের স্মরনাপন্ন হলাম। কেহ যদি এই কমান্ডটি জানেন তাহলে জানাবেন খুবই কৃতজ্ঞ থাকবো।

    আমি আপনকে সাহায্য করতে পারছি না তাই লজ্জিত তবে গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে যারা ধারাবাহিক টিউন করে তাদের কাছে আপনি যথাযথ সাহায্য পাবেন বলে আমি মনে করি।
    ধন্যবাদ

    Level 0

    ভাই আপনি এ কাজটি Action script ব্যবহার করে করতে পারেন খুব সহজে । এটি আপনি নিজেও তৈরি করে নিতে পারেন।তা না হলে http://www.4shared.com/file/1rWvVBjZ/PP_Action_Script.html এই ঠিকানা থেকে ডাউনলোড করে নিন। তারপর Capture1 ছবির মত ১ নম্বর চিন্হিত অংশে ক্লিক করে নিচের দিকে load বাটনে ক্লিক করে ফাইল টি চিনিয়ে দিয়ে load করুন।এবার যে ছবি টি প্রিন্ট করবেন তা ক্রপ করে নিয়ে control+a, control+c চেপে কপি করুন।এরপর Action script টি সিলেক্ট করে Capture1 এর মত Play button ক্লিক করুন এবং প্রিন্ট দিন । বাস্

Level 0

ভাইয়া,আপনি তো টিটির সাথে তো আপনি অনেকদিন ধরেই আছেন। কোনো টিউনের আগে সার্চ বক্সে ঐ বিষয়ে টিউন হয়েছে কিনা তা দেখতে হয়,এটা তো আপনার জানা কথা। https://www.techtunes.io/tutorial/tune-id/57081/ এখানে দেখুন।

    Mithu vai আপনি টিটির টপ টিউনারদের মধ্যে ৩১ এবং আপনার মোট টিউন ৫২ তাই আপনার সাথে সন্মান দিয়ে কথা বলাটাই আমার উচিৎ ।
    ভাই আমি জানি আপনি আমার থেকে অনেক জানেন । আপনি এই টিউনটি করেছিলেন এবং সেটিতে patch tool দিয়ে ছবি থেকে দাগ কিভাবে দূর করা যায় তা সুন্দর ভাবে উপস্থাপন করেছিলেন । আমি একই টিউন পূনরায় করার জন্য আমি ক্ষমা চেয়ে নিলাম।
    কিন্তু আমার প্রশ্ন আপনি করেছিনেল patch tool দিয়ে আর আমি করাছি হিলিং ব্রাশ টুল দিয়ে তাই হয়তে উদ্দেশ্য একই কিন্তু কাজের ধরন টা কি অন্য নয় ??
    জানালে কৃতজ্ঞ হব।
    ধন্যবাদ

    Level 0

    না, উদ্দেশ্যও কিছুটা ভিন্ন। আপনি খুব কাছ থেকে এই দুটি টুল নিয়ে কাজ করতে গেলেই বুঝতে পারবেন।

Then give illustrator icon maker with screen shot.

Level 0

timu is mad