অনেক দিন ধরেই ভাবছি যে একটা টিউন করি..কিন্তু সময়ের অভাবে আর হয় না..যাই হোক,আজ সময় করে লিখতে বসলাম..যদি টিউনটা আগে হয়ে থাকে তা হলে মাফ করবেন..
আজ আমি শেখাব Windows 7 বা Windows Vista তে Hibernate option চালু করবেন কি করে!
১) প্রথমেই Administrator rights দিয়ে Command Prompt খুলুন..Administrator rights দিয়ে Command Prompt খুলতে Start menu তে গিয়ে টাইপ করুন CMD আর Ctrl + Shift + Enter একসাথে চাপুন..
২) Command Prompt খুলে গেলে নীচের Command টি টাইপ করুন আর Enter চাপুন..
powercfg /hibernate on
৩) Command Prompt বন্ধ করার জন্য exit টাইপ করে Enter চাপুন..
৪) যদি আপনি Start Menu তে Hibernate Option দেখতে না পান,তাহলে নীচের পদ্ধতি অনুসরণ
করুন…
ক) Start Menu তে Power Options টাইপ করে Enter চাপুন …
খ) বাম দিকে Change when the computer sleeps এ গিয়ে, Change advanced power settings এ যান..
গ) Advanced Sleep এ যান, Sleep এ গিয়ে Hybrid Sleep কে বন্ধ করুন..
এবার আপনি Start Menu তে গেলে Hibernate Option দেখতে পাবেন..
কেমন লাগল জানাতে ভুলবেন না..ধন্যবাদ.......
আমি sumanta10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের সম্পর্কে বলা ভারী কঠিন...
ভাই, হাইবার নেট ব্যবহার করল্বে কি সুবিধা বলব্বেন কি?