Windows 7 বা Windows Vista তে Hibernate option চালু করবেন কি করে!

অনেক দিন ধরেই ভাবছি যে একটা টিউন করি..কিন্তু সময়ের অভাবে আর  হয় না..যাই হোক,আজ   সময় করে লিখতে বসলাম..যদি টিউনটা আগে হয়ে থাকে তা হলে মাফ করবেন..

আজ   আমি শেখাব Windows 7 বা  Windows Vista তে Hibernate option চালু করবেন কি করে!

১)  প্রথমেই Administrator rights দিয়ে Command Prompt খুলুন..Administrator rights দিয়ে Command Prompt খুলতে Start menu তে গিয়ে টাইপ করুন CMD আর  Ctrl + Shift + Enter একসাথে চাপুন..

২) Command Prompt খুলে গেলে নীচের Command টি টাইপ করুন আর  Enter চাপুন..

powercfg /hibernate on

৩)  Command Prompt বন্ধ করার জন্য exit টাইপ করে Enter চাপুন..

৪)   যদি আপনি Start Menu তে Hibernate Option দেখতে না পান,তাহলে নীচের পদ্ধতি অনুসরণ

করুন…

ক)  Start Menu তে Power Options টাইপ করে Enter চাপুন …

খ)  বাম দিকে Change when the computer sleeps এ গিয়ে, Change advanced power settings এ  যান..

গ)  Advanced Sleep এ যান, Sleep এ গিয়ে Hybrid Sleep কে বন্ধ করুন..

এবার আপনি Start Menu তে গেলে Hibernate Option দেখতে পাবেন..

কেমন লাগল জানাতে ভুলবেন না..ধন্যবাদ.......

Level 0

আমি sumanta10। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের সম্পর্কে বলা ভারী কঠিন...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই, হাইবার নেট ব্যবহার করল্বে কি সুবিধা বলব্বেন কি?

Level 0

@Jewel Hibernate ব্যাবহার করলে,অনেক সুবিধা পাবেন..যেমন:-আপনার বুটিং টাইম প্রায় লাগবে না বল্লেই চলে..ধরুন আপনি Nero দিয়ে কিছু Burn করছেন, এমন সময় current off,ups back up যা দেবে তাতে আপনার burn process complete হবে না..মানে আপনার cd/dvd টা নষ্ট..এই সময় Hibernate করুন..যা কাজ করছিলেন সেটা Pause হয়ে থাকবে..আপনার cd/dvd টা নষ্ট হওয়ার chance নেই..

Level 0

windows a kora jai na

    Level 0

    কে বল্লো যে Windows এ করা যায় না..

hybernate aro ki shubidha ase 1tu bolben ki ?

    Level 0

    সবথেকে বড় সুবিধা হল Startup Time অনেক কম লাগে..

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অবশ্য বিকল্পভাবে ব্যবহার করতাম। যেমন : পাওয়ারবাট প্রেস করলে হাইবারনেট হবে।