আমাদের পৃথিবীর মানবজাতি সহ সকল জীব বৈচিত্রের বেঁচে থাকার একমাত্র স্থান কিন্তু আমরা এই সুন্দর বৈশিষ্ট্যময় পৃথিবীর মূল্য কী বুঝি একদমই না আর তাইতো নিজেদের দৈনন্দিন চাহিদা মেটাতে যে প্রতিনিয়ত আমরা মানুষরাই এই সুন্দর পৃথিবীতে করে তুলেছিল দোযুখের মতো জ্বালাময়ী স্থান ঋতুময় পৃথিবীর পরিবেশ ধ্বংসের অন্যতম প্রধান ভূমিকা পালন করে বিদ্যুৎ উৎপাদনের রাসায়নিক কারখানা গুলির কিন্তু প্রকিতি সৌর শক্তিকে কাজে লাগিয়ে যে প্রচুর বিদ্যুৎ উৎপাদন সম্ভব এটি আমরা কয়জনই বা মাথায় রাখি তাই এই সুন্দর পৃথিবীতে তার সতেজতায় ফিরিয়ে দিতে আমাদের সকলের অচিৎ ঘরে ঘরে সোলার প্যানেল ব্যবহার করা।
সোলার প্যানেল কেনার আগে যা অবশ্যই জানা দরকার 😲 Solar Panel Price in Bangladesh
সোলার প্যানেল এই নামটি আমরা অনেক আগে থেকেই শুনে আসছি কিন্তু এই সোলার প্যানেলের আমরা খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানিনা আর ঠিক এই কারনেই এখনো পর্যন্ত আমরা বাসাবাড়িতে বা বিদ্যুৎ উৎপাদনের সোলার প্যানেল খুব একটা ব্যবহার করি না এজন্য আজকের এই টিউনে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সোলার প্যানেল আমরা কেন ব্যবহার করবো? সোলার প্যানেল কিনার আগে আমাদের কি কি বিষয় সম্পর্কে অবশ্যই মাথায় রাখতে হবে। আর এই সোলার প্যানেল আমাদের পরিবেশন করে কতটা পজিটিভ ভূমিকা পালন করে।
সোলার প্যানেল কেনার আগে যা অবশ্যই জানা দরকার 😲 Solar Panel Price in Bangladesh
সোলার প্যানেল সাধারণত সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে থাকে এটি আমরা সকলেই জানি সোলার প্যানেল ব্যবহারে অনেকগুলো পজিটিভ দিক রয়েছে যেমন সোলার প্যানেল থেকে ব্যবহৃত বিদ্যুতের জন্য প্রতি মাসে টাকা দেয়ার প্রয়োজন পড়ে না। আমরা বাসা বাড়িতে বৈদ্যুতিক লাইন ব্যবহার করে থাকি সে জায়গায় প্রতি মাসে আমাদের টাকা দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু সোলার প্যানেল একবারে কিনতে হয় এই একবার কিনতে খরচটি হবে সেই খরচটি আপনাকে বহন করতে হবে। এখনকার আধুনিক প্রযুক্তির সোলার প্যানেল দিয়ে যাবতীয় বৈদ্যুতিক যন্ত্র চলতে সক্ষম এমনকি আমাদের বাসা বাড়িতে টিভি ফ্রিজ লাইট ফ্যান এসি ব্যবহার করে থাকি। এসকল যন্ত্র কিন্তু সোলার প্যানেল দিয়ে চালানো সম্ভব সোলার প্যানেল আনলিমিটেড বিদ্যুৎ প্রদান করে থাকে।
আমাদের বাসা-বাড়িতে অনেক সময় এক-দুই দিন কারেন্ট থাকে না আর ঝড় বৃষ্টি বাদল হলেতো কোন কথাই নেই, আর যদি একবার তার ছিড়ে গেছে বা খুঁটি ভেঙেছে তাহলে এক-দুই সপ্তাহ এই সকল সমস্যা থেকে কিন্তু সোলার প্যানেল আমাদেরকে মুক্ত করতে সক্ষম। সোলার প্যানেল কিনার আগে এর ৫টি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত ইউজেস দ্বিতীয় ক্যাপাসিটি তৃতীয় টেকনোলজি চতুর্থ সাইজ পঞ্চম ফিচারস।
সোলার প্যানেল কেনার আগে যা অবশ্যই জানা দরকার 😲 Solar Panel Price in Bangladesh
এই ৫টি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের প্রথম পয়েন্ট ইউজেস সোলার প্যানেল সাধারণত দুইটি মাধ্যমে ইউস করা হয়ে থাকে তার একটি হলো ব্যাটারি চার্জে এবং আরেকটি হলো রেডিও সিংগেল ইলেকট্রিসিটিবিল ব্যাটারি চার্জিং হিসেবটা খুবিই সিম্পল আমাদের বাসা-বাড়িতে যখন IPS ব্যবহার করে থাকি সেটার ব্যাটারি থাকে ঠিক সোলার প্যানেলের সাথে একটি ব্যাটারি থাকবে IPS এর একটি নির্দিষ্ট পরিমাণে চার্জ থাকে দুই-তিন দিন কারেন্ট চলে গেলে IPS আর চলতে সক্ষম হয় না। কিন্তু সোলার প্যানেলে যে ব্যাটারিটা থাকবে সেই ব্যাটারিতে কখনো চার্জ ফুরাবেনা। সোলার প্যানেল আনলিমিটেড চার্জ দিতে সক্ষম। আরেকটি রিডিউসিং ইলেকট্রিসিটিবিল এটি সাধারণত গ্রেটস লাইনের সাথে কাজ করে আমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক লাইনের সাথে ডিরেক্ট কানেক্ট করা থাকবে এই পদ্ধতিতে রেখেছে কিন্তু আমাদের মাসিক বৈদ্যুতিক খরচটা ও কমে যাবে।
আগে আপনার মাসে ৫০০ টাকা খরচ হতো আপনি যদি সোলার প্যানেল ব্যবহার করেন আপনার বৈদ্যুতিক লাইনের পাশাপাশি তাহলে দেখা যাবে সেই খরচটা অর্ধেকেরও কম হয়ে যেতে পারে। সোলার প্যানেল সাধারণত দুই টাইপের হয়ে থাকে। কলিক্রিস্টার লাইন প্যানেল, মনোক্রিস্টার লাইন প্যানেল কলিক্রিস্টার লাইন প্যানেল। এ ধরনের প্রশান্ত পুরাতন টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয় থাকে এককথায় পুরাতন টেকনোলজি যেমন হয় খুব বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে না। আবার দেখা যাচ্ছে যখন ঝড় বৃষ্টি বাদল হবে আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকবে তখন দেখা যাচ্ছে বিদ্যুৎ উৎপাদন অনেকাংশেই কমে যাবে মনোক্রিস্টার লাইন প্যানেল আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়ে থাকে এজন্যই এই প্যানেলটি এমন কি আকাশে যখন মেঘাচ্ছন্ন থাকে ঝড় বৃষ্টির সময় বা সূর্যের আলো যখন কম থাকে তখন এই প্যানেলটি অধিক শক্তিশালী বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।
সোলার প্যানেল কেনার আগে যা অবশ্যই জানা দরকার 😲 Solar Panel Price in Bangladesh
এবার কথা বলব ক্যাপাসিটি নিয়ে আমি কিভাবে বুঝব যে আমার বাসা বাড়িতে কত ওয়াটের সোলার প্যানেল প্রয়োজন পড়বে ব্যাটারি যুক্ত থাকার প্রয়োজন পড়বে কিনা আপনি বাসা বাড়িতে যদি প্রাইমারি যন্ত্রপাতিগুলো ব্যবহার করে থাকেন এবং আপনি যদি ব্যাটারি যুক্ত সোলার প্যানেল কিনতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে ১০০০০ থেকে ৩৭৫ ওয়াটের সোলার প্যানেল এক্ষেত্রে আমাদের ৩০০ ওয়াট সোলার প্যানেলের জন্য প্রয়োজন পড়বে ১৫০Mh ব্যাটারি ২০০ ওয়াট সোলার প্যানেলের জন্য প্রয়োজন পড়বে ১০০Mh ব্যাটারি ১৫০ ওয়াট সোলার প্যানেলের জন্য প্রয়োজন পড়বে ৭৫h ব্যাটারি ১৫ ওয়াটের সোলার প্যানেলের জন্য প্রয়োজন পড়বে ৭h ব্যাটারি এবার যদি আপনি বৈদ্যুতিক খরচ কমাতে চান অর্থাৎ আপনার বৈদ্যুতিক মাসিক যে বিলটা আসে সেটাতে যদি আপনি কমিয়ে আনতে চান সেই ক্ষেত্রে আপনি ডিরেক্ট AC কানেক্ট এর সাথে সংযুক্ত সোলার প্যানেল কিনতে পারেন এ ক্ষেত্রে আপনার কত ওয়াটের সোলার প্যানেল প্রয়োজন পড়বে সেটি আপনি নির্ণয় করতে পারবেন।
সোলার প্যানেল কেনার আগে যা অবশ্যই জানা দরকার 😲 Solar Panel Price in Bangladesh
দৈনিক আপনি কত ইউনিট বিদ্যুৎ খরচ করেন আপনি যদি দিনে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করেন তাহলে আপনার প্রয়োজন পড়বে ২৫০ ওয়াটের সোলার প্যানেল আপনি যদি ২ ইউনিট খরচ করেন তা হলে আপনার প্রয়োজন পড়বে ৫০০Mh সোলার প্যানেল আপনার খরচ যদি হয়ে থাকে ৪ ওয়াট তাহলে আপনার প্রয়োজন পড়বে ১০০০ওয়াটের সোলার প্যানেল আপনি যদি খরচ করেন ১০ ওয়াট তাহলে আপনার প্রয়োজন পড়বে ২৫ ওয়াটের সোলার প্যানেল।
এবার কথা বলা যাক সাইজ নিয়ে কোন সাইজের সোলার প্যানেলের প্রয়োজন পড়বে। বাজারে অনেক ধরনের সাইজের সোলার প্যানেল আছে। ছোট বড় মাঝারি সকল ধরনের সোলার প্যানেল পাবেন। কিন্তু ৩৩০ থেকে ৩৫০ ওয়াট ৩৭৫ ওয়াট সোলার প্যানেলের সাইজ কিন্তু একিই হয়ে থাকে লম্বা ২মিটার এবং আরে ১মিটার হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনি হাই ওয়াটটাই নিতে পারেন আর এই ধরনের সাইজ রুফট
আপনার বাসা বাড়িতে টিনের চাল থাকে সেই জায়গায় কিন্তু আপনি ভালভাবে সেটাপ করতে পারবেন।
এবার চলে আসলাম লাস্ট পয়েন্ট ফিচার্স সোলার প্যানেল দেখার আগে আমাদের অনেকগুলো ফিসার দেখা উচিত কিন্তু যে ফিচারটি মাস্ট দেখতে হবে সেটি হলো আপনার সোলার প্যানেল ip67 বা ip68 কিনা অর্থাৎ আপনার প্রোডাক্ট বা ডাসপ্ররুপ কিনা আসসালা প্যানলটি আপনার ঘরের ভিতর রাখতে পারবেন না এটা বিদ্যুৎ উৎপাদনের জন্য সূর্যের আলো প্রয়োজন সেক্ষেত্রে আপনার সোলার প্যানেলটি খোলা আকাশের নিচে থাকবে ছাদের উপরে থাকবে ঝড় বৃষ্টির পানিতে ভিজবো ধুলো-ময়লা পড়বে এজ্য আপনার সোলার প্যানেলটি ওয়াটারপ্রুফ বা ডাসপ্রুফ যদি না হয় তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে লুম সোলারে আপনি যে সোলার প্যানেল গুলো পাবেন সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ip67 বা ip68 থেকে আপনি লুম সোলার প্যানেল ব্যাটারী সোলার প্যানেল প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন লুম সোলার ওয়েবসাইটের লিংক আপনার সোলার প্যানেলের প্রাইজ ব্যাটারি সহ যাবতীয় যন্ত্রপাতি সম্পর্কে ধারণা নিতে পারবেন সোলার প্যানেল আমাদের পরিবেশের উপর যে ধরনের ইফেক্ট ফেলে আমাদের বর্তমানে পৃথিবীতে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা রাসায়নিক বিদ্যুৎকেন্দ্র কিন্তু তৈরি হচ্ছে প্রচুর আকারে এবং এই ধরনের থেকে যে ধরনের ধোঁয়া উৎপন্ন হয় এ ধরনের ধোঁয়া বের হয় আমাদের পরিবেশে ছড়িয়ে যাচ্ছে বাজে ধরনের রাসায়নিক গ্যাস ছড়িয়ে যাচ্ছে সেগুলো কিন্তু জীববৈচিত্র্যের জন্য বা মানুষের জন্য বা পৃথিবীর জন্য পৃথিবীর পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এজন্য আমাদের সকলের উচিত এখন থেকে বিভিন্ন রাসায়নিক বা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা' করে সোলার প্যানেল ব্যবহার করা। আজকের টিউনটি এই পর্যন্তই আশাকরি আপনাদের ভাল লেগেছে আমি চেষ্টা করি সকল ইনফরমেশন সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করি। আবারো দেখা হবে পরবর্তী কোন টিউনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন:Songbad Weekly 24
আমি নাছিম ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।